ipl-2025-fans-rejoice-as-csk-beat-mi

IPL 2025: চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে আবারও ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হলো মুম্বই ইন্ডিয়ান্সকে (MI)। স্লো ওভার-রেটের জন্য মাঠে ছিলেন না অধিনায়ক হার্দিক পান্ডিয়া। চোট পেয়ে বাইরে জসপ্রীত বুমরাহও। তাঁদের শূন্যতা ঢাকতে পারলেন না বাকিরা। টসে হেরে প্রথম ব্যাটিং করতে হয়েছিলো মুম্বইকে। চেপকের মন্থর পিচে বেশ সমস্যায় পড়তে হয় তাদের। শূন্য করে সাজঘরে ফেরেন রোহিত শর্মা (Rohit Sharma)। রান পান নি উইল জ্যাকস, রায়ান রিকলটন’রা। ‘কঠিন ম্যাচেই দক্ষতার প্রমাণ দিতে হয়,’ টপ-অর্ডার ব্যর্থ হওয়ায় কটাক্ষ উড়ে এসেছে নেটদুনিয়ায়। প্রতিরোধের চেষ্টা করেছিলেন সূর্য-তিলকরা। কিন্তু বিশেষ সফল হন নি। নূর আহমেদের ঘূর্ণিতে রক্ষণ ভাঙে তাদের। ‘চেন্নাইয়ের পিচে নূর ঘাতক হয়ে উঠবে,’ আজকের ম্যাচের পরেই ভবিষ্যদ্বাণী করেছেন অনেক ক্রিকেট অনুরাগী। ১৫৫ তে থামতে অয় মুম্বইকে।

Read More: IPL 2025 CSK vs MI Highlights: জয় দিয়ে যাত্রা শুরু চেন্নাইয়ের, চেপকের মাঠে ধরাশায়ী মুম্বই ইন্ডিয়ান্স !!

রান তাড়া করতে নেমে ১১ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছিলো চেন্নাই (CSK)। তারপরেও দমে যায় নি তারা। আগ্রাসী ব্যাটিং করেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। মাত্র ২৬ বলে করেন ৫৩। ‘সামনে থেকে নেতৃত্ব দেওয়া একেই বলে,’ মহারাষ্ট্রের ক্রিকেটারের তারিফ করেছে নেটদুনিয়া। ‘IPL-এ ভালো খেললে জাতীয় দলে জায়গা ফিরে পাবে ঋতুরাজ,’ আশায় অনুরাগীরা। তবে তিনি ফেরার পর ধস নেমেছিলো সিএসকে মিডল অর্ডারেও। পরপর আউট হন শিবম দুবে, দীপক হুডা, স্যাম কারান’রা (Sam Curran)। দশের গণ্ডীও পেরোতে পারেন নি কেউ। বল হাতে নবাগত ভিগনেশ পুথুর নজর কাড়েন আজ। তুলে নেন তিন উইকেট। ‘IPL বরাবরই নতুন প্রতিভাদের জন্ম দিয়েছে। এবারের প্রথম তারকা ভিগনেশ পুথুর,’ মুম্বই ম্যাচ হারলেও তরুণ তুর্কির জন্য ভেসে এসেছে শুভেচ্ছা।

ঋতুরাজ আউট হওয়ার পর দলের হাল ধরেন রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে জয় এনে দেন তিনিই। ৪৫ বল খেলে অপরাজিত থাকেন ৬৫ করে। কিউই তারকাকে নিয়ে উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায়। ‘ভবিষ্যতের জন্য দুর্দান্ত বিনিয়োগ,’ লিখেছেন এক চেন্নাই সুপার কিংস ভক্ত। ‘ওপেনিং-এ আগামী এক দশক রাজত্ব করতে পারে রচিন,’ মন্তব্য আরেকজনের। প্রথম ম্যাচে জিতে চেন্নাই শিবিরে যেখানে আলোর রোশনাই, সেখানে অন্ধকারে ডুবেছে মুম্বই। এই নিয়ে টানা ১৩ মরসুম প্রথম ম্যাচে হারের সম্মুখীন হতে হলো তাদের। ‘এবারও সাফল্য আসবে না। টপ-অর্ডার বড় নড়বড়ে,’ রোহিত, রিকলটনদের নিয়ে আশাহত দেখিয়েছে এক অনুরাগীকে। ‘নতুন ভাবনাচিন্তা প্রয়োজন’ টিম ম্যানেজমেন্টের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কেউ কেউ। ‘হার্দিক-বুমরাহ ফিরলে সুদিনও ফিরবে,’ প্রার্থনা অন্য এক নেটিজেনের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: উইকেটের পিছনে ধোনি যেন বিদ্যুৎ, ৪৩-এর তারকার বিস্ময় স্টাম্পিং-এ সাজঘরে সূর্যকুমার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *