ipl-2025-fans-react-to-starc-mayhem

IPL 2025: অনুরাগীদের ৩০০ রানের আশা দেখিয়ে আইপিএল (IPL) অভিযান শুরু করেছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। মরসুমের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ট্র্যাভিস হেড, ঈশান কিষণরা করেছিলেন ২৮৬। কিন্তু পরবর্তী দুই ম্যাচে চেনা ছন্দে পাওয়া যায় নি তাঁদের। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ১৯৬ রান তুলেও হারতে হয়েছে উপ্পলে। আজ বিশাখাপত্তনমের মাঠে দিল্লী ক্যাপিটালসের (DC) বিরুদ্ধেও বেশ বেকায়দায় ‘অরেঞ্জ আর্মি।’ টসে জিতে নিজেদের ব্যাটিং শক্তিতে আস্থা রেখেছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য আসে নি। বিপর্যয়ের শুরুটা হয়েছিলো প্রথম ওভারেই। রান-আউট হন অভিষেক শর্মা। চলতি টুর্নামেন্টে এই নিয়ে টানা তৃতীয় ম্যাচে ব্যর্থ হলেন পাঞ্জাবের তরুণ। তাঁকে নিয়ে ধৈর্য্য হারাচ্ছেন অনুরাগীরা। ‘আরও দায়িতজ্ঞান নিয়ে খেলা প্রয়োজন,’ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন এক নেটিজেন।

Read More: স্টার্ক-কুলদীপের বোলিংয়ের সামনে নেতিয়ে পড়লো সানরাইজার্সের ব্যাটিং, ১৬৩ রানেই শেষ হলো কামিন্সদের ইনিংস !!

গত বছরের আইপিএল (IPL) ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো মিচেল স্টার্কের (Mitchell Starc) অনবদ্য স্পেল। নাইট রাইডার্স ছেড়ে এবার দিল্লী ক্যাপিটালসে যোগ দিয়েছেন অজি পেসার। পছন্দের প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁর দাপট একই রকম রয়ে গিয়েছে। অনবদ্য বোলিং করলেন তিনি। পাওয়ার প্লে’তে ঈশান কিষণ, ট্র্যাভিস হেড ও নীতিশ কুমার রেড্ডিকে ফিরিয়েছিলেন সাজঘরে। ডেথ ওভারে ফিরে এসে তুলে নেন হর্ষল প্যাটেল ও উইয়ান মুল্ডারের উইকেট’ও। ৩৫ রান খরচ করে ৫ উইকেট নেন তিনি। আজ ট্যুইটার ভরেছে স্টার্ক বন্দনায়। ‘ফর্ম সাময়িক, ক্লাস চিরকালীন,’ বিশ্বজয়ী তারকাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন এক ক্রিকেটপ্রেমী। ধুন্ধুমার সানরাইজার্সকে যেভাবে লাগাম পরালেন স্টার্ক, তাকে কুর্নিশ জানিয়ে আরেকজন লিখেছেন, ‘ভুল জায়গায় পাঙ্গা নিয়ে নিয়েছিলো। ফল মিলেছে হাতেনাতে।’

ঈশান কিষণ, নীতিশ রেড্ডি’রা রানের মুখ দেখেন নি। ‘ধারাবাহিকতা না দেখালে সাফল্য পাওয়া মুশকিল,’ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটনাগরিকেরা। রাজস্থানের বিরুদ্ধে শতরানের পর টানা দুই ম্যাচে ব্যর্থ হওয়া ঈশানকে নিয়েই হতাশার বহর বেশী নেটদুনিয়ায়। তবে মন ভরিয়েছেন অনিকেত ভার্মা (Aniket Verma)। বছর ২৩-এর তরুণ প্রথম ম্যাচে ৭ করেছিলেন ৩ বলে। দ্বিতীয় ম্যাচে ৩৪ করেন ২৫৩ স্ট্রাইক রেটে। আজও এক প্রান্তে যখন হেভিওয়েট ব্যাটাররা সাজঘরে ফিরছেন, তখন প্রত্যাঘাত করেন তিনিই। ৪১ বল খেলে করেন ৭৪ রান। তরুণ তুর্কিকে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছে সমাজমাধ্যম। ‘আইপিএল মানেই নতুন নতুন প্রতিভাদের আত্মপ্রকাশের মঞ্চ,’ মন্তব্য এক ক্রিকেটপ্রেমীর। ‘এভাবেই এগিয়ে যাও অনিকেত, ভারতীয় দল তোমার অপেক্ষায়,’ লিখেছেন আরেকজন। ১৮.৪ ওভারে ১৬৩ করেছে হায়দ্রাবাদ। যথেষ্ট হবে তা? নিশ্চিত নন নেটনাগরিকেরা।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: “দুই দিনেই দৌড় শেষ…” ফের ব্যর্থ অভিষেক শর্মা, জুটলো নেটজনতার তীব্র কটাক্ষ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *