ipl-2025-fans-react-to-srh-blitz-vs-rr

IPL 2025: গত মরসুমে তিনবার ২৫০ রানের গণ্ডী পেরিয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ রান স্কোরবোর্ডে তুলে গড়েছিলো নয়া রেকর্ড। আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুমে তারা যে নিজেদের রেকর্ড’ই ভাঙার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে তা প্রথম ম্যাচেই পরিষ্কার করে দিলো ‘অরেঞ্জ আর্মি’। রাজস্থানের বিপক্ষে ঘরের মাঠে টসে হেরে প্রথম ব্যাটিং-এর সুযোগ পেয়েছিলো তারা। আর্চার, ফজলহক ফারুখি, মাহিশ তীক্ষণা, নীতিশ রাণাদের নিয়ে রীতিমত ছেলেখেলা করে ২৮৬ তুলে ফেললো তারা। ব্যাটিং বিক্রমের শুরুটা করেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ১১ বলে ২৪ করে তিনি সাজঘরে ফেরার পর আক্রমণ জারি রাখেন ট্র্যাভিস হেড (Travis Head) ও ঈশান কিষণ (Ishan Kishan)। তিন বাম হাতির পাশাপাশি ঝড় তুললেন হেনরিখ ক্লাসেন’ও। তাঁর কার্যকরী ক্যামিও’তে ভর করে রানের পাহাড়ে কমলা-কালো ব্রিগেড।

Read More: IPL 2025: “তুফানের আরেক নাম…” প্রথম ম্যাচেই তাণ্ডব ট্র্যাভিস হেডের, উত্তাল সমাজমাধ্যম !!

গত মরসুমে ১৯১.৫৫ স্ট্রাইক রেটে ৫৬৭ রান করেছিলেন ট্র্যাভিস হেড (Travis Head)। অজি তারকার দাপট জারি এবারের আইপিএলেও (IPL)। জোফ্রা আর্চারকে এক ওভারে চারটি বাউন্ডারি ও একটি বিশাল ছক্কা হাঁকিয়ে স্বাগত জানান তিনি। ৩১ বলে আজ তাঁর ব্যাট থেকে এসেছে ৬৭ রান। ‘হেড ক্রিজে মানেই সুনামি দেখা যাবে,’ ট্যুইটারে লিখেছেন এক ক্রীড়াপ্রেমী। ‘তিন ফর্ম্যাটে ওর চেয়ে ভয়ঙ্কর ব্যাটার এখন কেউ আছে আদৌ?’ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন একজন। রানের নিরিখে অস্ট্রেলীয় বাম হাতিকেও অবশ্য আজ ছাপিয়ে গেলেন ঈশান কিষণ (Ishan Kishan)। গত দেড়-দুই বছর বেশ অন্ধকারে কেটেছে তার। ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। তাঁকে ছেঁটে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্সও (MI)। সানরাইজার্সের হয়ে প্রথম ম্যাচটিতেই তাঁর ব্যাট থেকে এলো শতরান। ৪৭ বল খেলে ১১টি চার ও ও ছয় ছক্কায় অপরাজিত থাকলেন ১০৬ রান করে। ‘জবাবটা এভাবেই দিতে হয়,’ শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন এক অনুরাগী।

মেগা নিলামে ট্রেন্ট বোল্টকে খুইয়েছে রাজস্থান রয়্যালস (RR)। তাঁর শূন্যস্থান ঢাকার জন্য দলে সামিল করা হয়েছিলো জোফ্রা আর্চারকে (Jofra Archer)। কিন্তু সানরাইজার্সের রোষের মুখে পড়ে রীতিমত দিশাহারা লাগলো তাঁকে। ৪ ওভারে ১৯ ইকোনমি রেটে খরচ করলেন ৭৬ রান। ‘চোট সারিয়ে ফেরার পর জোফ্রার সেই ধার আর নেই,’ আক্ষেপের সুর রাজস্থান অনুরাগীদের ট্যুইটে। ধ্বংসযজ্ঞের শিকার হয়েছেন মাহিশ তীক্ষণা (Maheesh Theekshana), ফজলহক ফারুখিদের (Fazalhar Farooqi) মত আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বোলাররাও। ‘হায়দ্রাবাদের পিচের যা চরিত্র, তাতে বোলাররা আগামীতে এই মাঠে খেলতে অস্বীকার করলে অবাক হবো না,’ লিখেছেন এক ক্রিকেটপ্রেমী। ‘অরেঞ্জ আর্মি’ ব্যাটিং তাণ্ডবের মাঝেও গোলাপি জার্সিতে উজ্জ্বল মুখ একমাত্র তুষার দেশপাণ্ডে (Tushar Deshpandey)। মুম্বইয়ের তরুণ পেসার ৪৪ রান খরচ করলেন ঠিকই। কিন্তু তুলে নিয়েছেন ৩ উইকেট। ‘একমাত্র সাহসী বোলিং তুষারেরই’ বলছে নেটজনতা।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: KKR vs RCB Stats Review: উদ্বোধনী ম্যাচেই ব্যাট হাতে রেকর্ড বিরাটের, দলগতভাবেও নজির গড়লো RCB!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *