ipl-2025-fans-react-to-rcb-win-vs-kkr

IPL 2025: মরসুমের শুরুতেই মুখ থুবড়ে পড়লো কলকাতা নাইট রাইডার্স (KKR)। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আজ প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ৭ উইকেটের বিশাল ব্যবধানে পরাজয় অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ারদের। টসে হেরে প্রথম ব্যাটিং করেছিলো কলকাতা। ১০ ওভারের মধ্যে ১০০ তুলে ফেললেও মিডল অর্ডারের ব্যর্থতায় থামতে হয় ১৭৪ রানেই। অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ও সুনীল নারাইন ছাড়া রানের মুখ দেখেন নি কেউই। পৌনে ২৪ কোটির ভেঙ্কটেশ আইয়ার ৬ রান করে পড়েছেন কটাক্ষের মুখে। ব্যর্থ রাসেল (Andre Russell), রিঙ্কু, রমনদীপরাও। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভার ২ বলের মধ্যেই লক্ষ্যে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স। আজ কলকাতার(KKR)  ত্রাস হয়ে উঠতে দেখা গেলো গতবার বেগুনি-সোনালী জার্সিতে ঝড় তোলা ফিল সল্টকে (Phil Salt)। নজর কাড়লেন বিরাট কোহলিও।

Read More: IPL 2025 SRH vs RR: তুরুপের তাস হেড-অভিষেক, রাজস্থানের বিপক্ষে সানরাইজার্সের একাদশে থাকছে আগ্রাসনের বার্তা  !!

১৮২ স্ট্রাইক রেটে ২০২৪-এর আইপিএলে (IPL) ৪৩৫ রান করেছিলেন ফিল সল্ট (Phil Salt)। গ্রুপ পর্বে নাইটদের অপ্রতিরোধ্য হয়ে ওঠার অন্যতম কারণ ছিলেন তিনি। এবার শিবির বদলে তিনিই গলার কাঁটা হয়ে উঠলেন কলকাতার কাছে। বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে শুরুতেই যেভাবে আগ্রাসনের পন্থা বেছে নেন ইংল্যান্ড তারকা, সেখানেই ম্যাচের রাশ চলে যায় আরসিবির’র হাতে। ২৫ বলে অর্ধশতকের গ্ণ্ডী পেরোন তিনি। ৩১ বলে ৫৬ করে আজকের ম্যাচে নায়ক তিনিই। ‘নতুন দলে মানিয়ে নিতে কোনো সময়ই নেন নি সল্ট,’ তাঁর প্রশংসায় পঞ্চমুখ বেঙ্গালুরু সমর্থকেরা। ‘কারও পৌষ মাস আর কারও সর্বনাশ,’ পুরনো দলের বিপক্ষে সল্টের ধুন্ধুমার পারফরর্ম্যান্সকে এভাবেই ব্যাখ্যা করেছেন অনেকে। ‘এই মরসুমে আরও সাফল্য পেতে চলেছে সল্ট,’ উইকেটরক্ষক-ব্যাটারকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে প্রার্থনা অনুরাগীদের।

আইপিএলের (IPL) প্রথম মরসুম থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB) রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। আঠারোতম মরসুমে প্রথম ম্যাচেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন তিনি। শুরুতে সল্টের সহকারীর ভূমিকা নিয়েছিলেন তিনি। প্রথম উইকেটের পতনের পর হাত খুলতে দেখা গেলো তাঁকে। ৩৬ বলে অপরাজিত ৫৯ করেন ‘কিং কোহলি।’ ‘ওর দক্ষতায় কখনও মরচে পড়ে না,’ কিংবদন্তির ৫৭তম আইপিএল অর্ধশতকের পর ট্যুইটারে লিখেছেন এক ব্যক্তি। ‘যতবার দেখি ততবারই প্রেমে পড়ে যাই ওর ব্যাটিং-এর,’ মুগ্ধতা জাহির করেছেন আরও একজন। ‘কমলা টুপির দৌড় শুরু হলো,’ মন্তব্য আরও একজনের। আজ ইডেনে নজর কেড়েছেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাটিদারও। ১৬ বলে ৩৪ করেছেন তিনি। ৫ বলে অপরাজিত ১৫ করে আরসিবি সমর্থকদের এক স্মরণীয় রাত উপহার দিয়েছেন লিয়াম লিভিংস্টোনও।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025 CSK vs MI: নির্বাসিত হার্দিক, নেই বুমরাহ, চেন্নাইয়ের বিপক্ষে মুম্বই একাদশে নতুন মুখের ছড়াছড়ি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *