ipl-2025-fans-react-to-pbks-loss-to-rr

IPL 2025: ২০১৪’র পর আইপিএলের (IPL) প্লে-অফে পা রাখতে পারে নি পাঞ্জাব কিংস (PBKS)। টানা এক দশক জুটেছে শুধুই ব্যর্থতা। তাই এবার প্রথম দুই ম্যাচে টানা জয় স্বপ্ন দেখাতে শুরু করেছিলো সমর্থকদের। কিন্তু তৃতীয় ম্যাচেই মুখোমুখি হতে হলো কঠিন বাস্তবের। ঘরের মাঠ মুল্লানপুরে পয়েন্ট তালিকার নবম স্থানে থাকা রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে ৫০ রানের ব্যবধানে হেরে বসলো পাঞ্জাব। টসে জিতে প্রথম প্রতিপক্ষকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন শ্রেয়স আইয়ার। সুযোগের সদ্ব্যবহার করেন সঞ্জু স্যামসন (Sanju Samson), যশস্বী জয়সওয়ালরা। ২০ ওভারে ২০৫ রান স্কোরবোর্ডে তুলে দেন তাঁরা। জবাবে ব্যাট করতে নেমে থরথরিকম্প পাঞ্জাবের তারকাখচিত ব্যাটিং লাইন-আপ। পরপর উইকেট খুইয়ে ১৫৫তে গুটিয়ে গেলো তারা। অসহায় আত্মসমর্পণ হতাশা বাড়িয়েছে সমর্থকদের।

Read More: IPL 2025 PBKS vs RR Match Highlights: অপরাজিত তকমা খোয়ালো পাঞ্জাব, ৫০ রানের ব্যবধানে বাজিমাত রাজস্থানের !!

আইপিএলের (IPL) প্রথম দু’টি ম্যাচে বল হাতে আহামরি পারফর্ম করতে পারেন নি জোফ্রা আর্চার (Jofra Archer)। পড়েছিলেন তীব্র সমালোচনার মুখে। ‘ধোঁকাবাজ’, ‘প্রতারক’-এর মত শব্দও উড়ে এসেছিলো তাঁর উদ্দেশ্যে। ধীরে ধীরে ছন্দে ফিরছেন ক্যারিবিয়ানজাত ইংল্যান্ড পেসার। আজ পাওয়ার প্লেতে দুই উইকেট তুলে কুড়িয়েছেন নেটজনতার প্রশংসা। ‘এই কামব্যাকটার প্রয়োজন ছিলো,’ লিখেছেন এক গুণমুগ্ধ ভক্ত। ‘এই ধারাবাহিকতাই চাই গোটা মরসুম জুড়ে,’ মন্তব্য আরও একজনের। একা আর্চার নয়, প্রশংসা কুড়িয়েছেন রাজস্থানের সব বোলারই। ‘পরিকল্পনা করে ফাঁদে ফেললো প্রতিপক্ষকে,’ লিখেছেন এক নেটিজেন। ‘নিয়ন্ত্রণে নিখুঁত ছিলো বোলিং বিভাগ,’ বিশ্লেষণ আরেকজনের। আজকের জয়ের কৃতিত্ব কেউ কেউ দিয়েছেন রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়কেও।

রাজস্থানের ভাগ্যে প্রশংসা জুটলেও পাঞ্জাবের (PBKS) কপালে জুটেছে শুধুই কটাক্ষ। ‘প্রথম দুই ম্যাচের জয়টাই অবাক করা ছিলো। এবার আসল ফর্মে ফিরেছে,’ আক্ষেপের সুর স্পষ্ট এক সমর্থকের ট্যুইটে। ‘এবার ফের হুড়মুড়িয়ে নীচের দিকে নামবে পয়েন্ট টেবিলের,’ লিখেছেন আরও একজন। ‘আধুনিক টি-২০তে ২০৬ প্রায়শই তাড়া করছে দলগুলো। অন্তত কাছাকাছি গেলেও বোঝা যেত,’ লিখেছেন অন্য এক ক্রিকেটপ্রেমী। অধিনায়ক শ্রেয়সের (Shreyas Iyer) কাছে বড় ইনিংসের প্রত্যাশা ছিলো। তিনি ১০ করে সাজঘরে ফেরায় জমেছে হতাশা। ‘ক্রিজে খানিক সময় কাটালে উপকার হত,’ লিখেছেন নেটদুনিয়ার এক নাগরিক। তোপের মুখে মার্কাস স্টয়নিস, প্রিয়াংশ আর্যরাও। দশের গণ্ডি পেরোতে পারেন নি তাঁরা। ‘সম্মিলিত প্রচেষ্টা না থাকলে শুধু এক বা দু’জনের কৃতিত্বে রোজ জেতা যায় না,’ উপলব্ধি এক সমর্থকের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: ‘ক্যাপ্টেন’ সঞ্জু ফিরতেই ছন্দে রাজস্থান, মুল্লানপুরে রয়্যালসদের স্কোরবোর্ডে ২০৫ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *