ipl-2025-fans-react-to-mi-inning-vs-gt

IPL 2025: ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ সম্মুখসমরে আইপিএলের দুই হেভিওয়েট-মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স (MI vs GT)। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন টাইটান্স অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। তাঁকে হতাশ করলেন না সাই কিশোর, মহম্মদ সিরাজ, রশিদ খান’রা। প্রতিপক্ষের তারকাখচিত ব্যাটিং লাইন-আপ’কে মাত্র ১৫৫ রানের মধ্যেই বেঁধে রাখলেন তাঁরা। তুলে নিলেন ৮ উইকেট’ও। শুরুতেই ফিরেছিলেন দুই ওপেনার রিকলটন ও রোহিত (Rohit Sharma)। উইল জ্যাকস ও সূর্যকুমার যাদব প্রতিরোধের দেওয়াল তুলে ধরেছিলেন আজ। কিছুক্ষণের মধ্যে তাতেও ফাটল ধরায় গুজরাত। এরপর যে ধস নামে ব্যাটিং অর্ডারে, তা সামলাতে বেশ কাঠখড় পোড়াতে হলো মুম্বই ইন্ডিয়ান্সকে (MI)। আদৌ যথেষ্ট হবে এই রান? ধন্দে নেটজনতা।

Read More: IPL 2025 KKR vs CSK Match Preview: চেন্নাইয়ের বিপক্ষে কলকাতার মরণ-বাঁচন ম্যাচ, পরিসংখ্যানে এগিয়ে এই দল মারবে বাজি !!

আজকের ম্যাচে মুম্বইকে (MI) অনেকেই এগিয়ে রেখেছিলেন তাদের দুই ওপেনারের বিস্ফোরক ফর্মের কারণে। শেষ চার ইনিংসে তিন অর্ধশতক ছিলো রোহিতের (Rohit Sharma)। একাধিক বড় ইনিংস খেলেছিলেন রিকলটন’ও। কিন্তু আজ তাঁদের জুটি টিকলো মাত্র ২ বল। দক্ষিণ আফ্রিকান তারকা যখন ফেরেন তখন স্কোরবোর্ডে কেবল ২। কিছুক্ষণের মধ্যে ৭ করে সাজঘরের দিকে হাঁটা লাগান রোহিত’ও। আজকের ব্যর্থতা নেটজনতার চক্ষুশূলে পরিণত করেছে দু’জনকেই। ‘প্রতিপক্ষ একটু কঠিন হলেই যাবতীয় দাপট খতম,’ কটাক্ষ শানিয়েছেন একজন। ‘পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে স্কোর করে কি লাভ?’ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আরও একজন। ‘এই জন্যই রোহিতের ফর্মকে ভরসা করা যায় না। ধারাবাহিকতার বড় অভাব,’ মন্তব্য আরও এক ক্রিকেটপ্রেমীর।

উইল জ্যাকস (৫৩) ও সূর্যকুমার যাদব (৩৫) চেষ্টা করেছিলেন খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করতে। কিছুটা সফলও তাঁরা। ‘আজ মুম্বই কোনোক্রমে মান বাঁচালো ঐ দু’জনের জন্য। না হলে আরও বড় লজ্জার মুখে পড়তে হত,’ আশঙ্কা ব্যক্ত করেছেন একজন সমর্থক। ‘সূর্যকুমার ভালো ফর্মে রয়েছেন। জ্যাকসের ইনিংসটাই আজকের পাওনা,’ লিখেছেন আরও একজন। এরপর ভাঙন শুরু হয় ব্যাটিং লাইন-আপে। তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), নমন ধীর-১০ ও পেরোতে পারেন নি কেউই। ‘পরিস্থিতি একটু জটিল হলেই ক্রিকেটের ‘ক’ ভুলে যায় এরা,’ সখেদে জানিয়েছেন এক নেটিজেন। শেষলগ্নে ২৭ রানের কার্যকরী ইনিংস খেললেন করবিন বশ। পিএসএল ছেড়ে আইপিএলে (IPL) আসা দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে ধন্যবাদ জানিয়েছেন মুম্বই অনুরাগীরা।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL-এর মাঝেই ‘প্রাণনাশের’ হুমকি পেলেন মোহম্মদ শামি, হলেন পুলিশের দ্বারস্থ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *