ipl-2025-fans-react-to-iyer-brilliance

IPL 2025: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ মুখোমুখি গুজরাত টাইটান্স ও পাঞ্জাব কিংস। টসে জিতে প্রথমে পাঞ্জাবকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন গুজরাত অধিনায়ক শুভমান গিল। শুরুটা ভালোই করেছিলো তাঁর দল। প্রভসিমরণ সিং-কে সাজঘরে ফেরান কাগিসো রাবাডা। কিন্তু তার পর হোমগ্রাউন্ডেই ক্রমে ব্যাকফুটে চলে যেতে দেখা গেলো টাইটান্স শিবিরকে। ১ লক্ষ ৩২ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামে ছড়ি ঘোরালেন পাঞ্জাব ব্যাটাররা। ওপেন করতে নেমে অনবদ্য ইনিংস খেলেন তরুণ প্রিয়াংশ আর্য। মাত্র ২৩ বলে ৪৭ রান করেন তিনি। ‘আরও একটি নতুন তারার জন্ম দিলো আইপিএল,’ বছর ২৪-এর ক্রিকেটারকে বাহবা দিয়ে লিখেছেন এক নেটনাগরিক। সঙ্গে ব্যাট হাতে ঝড় তুলতে দেখা গেলো নবনিযুক্ত অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও। তাঁর পারফর্ম্যান্স নিয়ে রীতিমত উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া। শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি।

Read More: আহমেদাবাদে উঠলো শ্রেয়স-শশাঙ্ক ঝড়, গুজরাতের সামনে রাখলো ২৪৪ রানের টার্গেট !!

গত মরসুমে নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে আইপিএল (IPL) জিতেছিলেন শ্রেয়স। কিন্তু তারপরেও বেগুনি-সোনালী বাহিনী রিটেন করে নি তাঁকে। মেগা নিলামে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে তিনি যোগ দিয়েছিলেন পাঞ্জাব কিংসে। সাফল্যের খিদে যে এখনও কমে নি তা নতুন জার্সিতে প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন শ্রেয়স (Shreyas Iyer)। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। রীতিমত তাণ্ডব চালালেন আহমেদাবাদের বাইশ গজে। মাত্র ৪২ বলে অপরাজিত রইলেন ৯৭ রান করে। মেরেছেন ৯টি ছক্কা ও ৫ টি বাউন্ডারি। শতরানের খুব কাছে গিয়েও মাইলস্টোন স্পর্শ করা হলো না তাঁর। সেই আক্ষেপ রয়েছে অনুরাগীদের। কিন্তু তারপরেও শ্রেয়সের পারফরম্যান্সের অকুন্ঠ প্রশংসা করছেন তাঁরা। ‘ক্যাপ্টেন তো এমনই হওয়া উচিৎ,’ লিখেছেন একজন। ‘আজ নিশ্চয়ই নাইট রাইডার্স হাত কামড়াচ্ছে,’ গত বারের চ্যাম্পিয়নদের খোঁচা দিতেও ছাড়েন নি কেউ কেউ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসামান্য পারফর্ম করেছিলেন শ্রেয়স। ধারাবাহিকতা বজায় রাখলেন আইপিএলেও (IPL)। ‘এই মুহূর্তে সবচেয়ে ভালো ছন্দে থাকা ভারতীয় ব্যাটার ও’ই,’ নির্দ্বিধায় লিখেছেন এক নেটিজেন। ‘এরম আরও ইনিংস চাই ক্যাপ্টেন,’ প্রার্থনা এক পাঞ্জাব সমর্থকের। ‘ফিনিশার’-এর ভূমিকায়  আবার সপ্রতিভ শশাঙ্ক সিং। করেছেন ১৬ বলে অপরাজিত ৪৪। পাঞ্জাবকে ২৪৩ অবধি পৌঁছতে বড় ভূমিকা নিলেন তিনি। গত আইপিএলের (IPL) নায়ককে আরও একবার স্বাগত জানিয়েছেন পাঞ্জাব কিংস অনুরাগীরা। ‘ওর আক্রমণের দক্ষতা সহজাত। ধরে রাখার সিদ্ধান্ত যথেষ্ট যুক্তিযুক্ত ছিলো,’ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এক ব্যক্তি। ‘ধারাবাহিকতার দাম পাচ্ছে শশাঙ্ক। ও আরও উচ্চতায় যাক,’ প্রার্থনা অন্য একজনের। তাঁর ইনিংসে ক্রিকেটপ্রেমীরা খুশি হলেও শেষ ওভারে শ্রেয়সকে স্ট্রাইক না দেওয়ায় রুষ্ট হয়েছেন কেউ কেউ। ‘ব্যক্তি নয়, দল আগে,’ তাঁদের মনে করিয়ে দিয়েছেন অন্যেরা।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: “অন্ধ নাকি ?…” ভুল আম্পায়ারিং-এর শিকার পাঞ্জাব, DRS না চেয়ে তোপের মুখে ম্যাক্সওয়েল’ও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *