ipl-2025-fans-putting-mi-ahead-of-gt

IPL 2025: আহমেদাবাদের মাঠে আজ মুখোমুখি গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। মরসুমের প্রথম ম্যাচে হেরেছে দুই দলই। তাই আজ ঘুরে দাঁড়ানোর লড়াই তাদের সামনে। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স। শুভমান গিল ও সাই সুদর্শনের সৌজন্যে যে গতিতে শুরু করেছিলো টাইটান্স শিবির, তাতে মনে হয়েছিলো যে ২২০ পেরোবে স্কোর। কিন্তু ইনিংসের শেষ দিকে ভালো কামব্যাক করলো মুকেশ আম্বানির দল। পরপর উইকেট তুলে নিয়ে গুজরাতকে আটকে রাখলো ১৯৮-তে। ব্যাট হাতে ফের একবার নজর কাড়েন সাই সুদর্শন। চলতি আইপিএলে (IPL) এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতক করে ছিনিয়ে নিয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি।  কার্যকরী ইনিংস খেলেন জস বাটলার, শুভমান গিলরাও। দিনকয়েক আগে ২৪৪ তাড়া করতে নেমে ২৩২ অবধি পৌঁছে গিয়েছিলো গুজরাত,। তাই আজ আহমেদাবাদের পিচে ১৯৬ যথেষ্ট হবে কিনা তা নিয়ে চলছে চর্চা।

Read More: আহমেদাবাদে দুরন্ত কামব্যাক মুম্বাই ইন্ডিয়ান্সের, সুদর্শনের দর্শনীয় ইনিংসে গুজরাত পৌঁছালো ১৯৬ রানে !!

সাই সুদর্শনের প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া। যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মাদের ভিড়ে লাইমলাইট থেকে বেশ খানিকটা যেন দূরেই থাকেন তামিলনাড়ুর তরুণ। কিন্তু প্রতিভার নিরিখে তিনি যে কারও থেকে কম যান না তা বুঝিয়ে দিলেন সাই। পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিলো ৭৮। আজও তাঁর ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৬৩ রানের চমকপ্রদ ইনিংস। ‘টিম ইন্ডিয়াতে সুযোগ দেওয়া উচিৎ আবার,’ লিখেছেন এক অনুরাগী। ‘এই গুজরাত দলের ব্যাটিং বিভাগের মূল স্তম্ভ হয়ে উঠছে সাই,’ মন্তব্য আরও একজনের। ওপেনিং জুটিতে ৭৮ রান যোগ করেছিলো গুজরাত। ৩৮ করে ফেরেন শুভমান গিল। ‘আজও শুরুটা ভালো করে ইনিংস দীর্ঘায়িত করতে পারলো না,’ আক্ষেপ করেছেন এক নেটনাগরিক। ‘ক্যাপ্টেনের থেকে দল আরও বড় ইনিংস আশা করে,’ লিখেছেন অন্য একজন।

তিন নম্বরে নেমেছিলেন জস বাটলার। ৩৯ করেন তিনিও। ইংল্যান্ড তারকা কেন ওপেন করছেন না তা নিয়ে আক্ষেপ রয়েছে গুজরাত সমর্থকদের একাংশের। তা আরও একবার স্পষ্ট হয়েছে আজ। ‘সাই ভালো খেলছেন ঠিকই, কিন্তু শুভমানের সাথে বাটলারেরই ওপেন করা উচিৎ,’ ট্যুইটারে লিখেছেন এক ক্রিকেটপ্রেমী। গুজরাতের মিডল অর্ডার ও লোয়ার অর্ডার আহামরি সাফল্য পায় নি আজ। অনেক বেশী রানের আশা দেখিয়েও যে ১৯৮ তেই আটকে থাকতে হয়েছে তার পিছনে শাহরুখ খান, শেরফেন রাদারফোর্ডদের ব্যর্থতাকেই কারণ ঠাওরাচ্ছেন নেটিজেনরা। তাঁরা প্রশংসায় ভরিয়েছেন হার্দিক পান্ডিয়াকে। স্লো ওভার-রেটের জন্য চেন্নাইয়ের বিপক্ষে খেলেন নি তিনি। আজ ২৯ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছেন মুম্বই অধিনায়ক। ‘খেলাটা গুজরাত বনাম মুম্বই নয়, গুজরাত বনাম হার্দিক হলো,’ পেয়েছেন সার্টিফিকেট।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: ম্যাচের মাঝেই অধিনায়কত্ব কেড়ে নিলেন রোহিত, হিটম্যানের কাণ্ডে অবাক হার্দিক পান্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *