ipl-2025-fans-on-rr-innings-vs-rcb

IPL 2025: মরসুমের প্রথম দুটি হোম ম্যাচ গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে খেলেছিলো রাজস্থান রয়্যালস। তারা আজ প্রথমবার নেমেছে জয়পুরের সোয়াই মানসিংহ্‌ স্টেডিয়ামে। সঞ্জু স্যামসন, রিয়ান পরাগদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যাওয়ে টিমের অধিনায়ক রজত পাটিদার। রাজস্থানের সামনে সুযোগ ছিলো স্কোরবোর্ডে ২০০ বা তার বেশী রান যোগ করার। কিন্তু সুযোগ হাতছাড়া করলো তারা। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল রান পেলেও নির্ধারিত ২০ ওভারে রাজস্থানকে থামতে হলো ৪ উইকেটের বিনিময়ে ১৭৩ রান করেই। দিনকয়েক আগে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৫৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। আজ ১৭৩ রানের পুঁজিকে সম্বল করে ম্যাচ জেতা সম্ভব হবে রয়্যালসের পক্ষে? নিশ্চিত নয় নেটজনতা।

Read More: IPL 2025 DC vs MI Dream 11 Prediction: মুম্বইয়ের চ্যালেঞ্জ সামলাতে তৈরি দিল্লী, কেমন সাজাবেন ফ্যান্টাসি টিম? জেনে নিন এক ক্লিকে !!

ইনিংসের শুরু থেকেই বেশ নড়বড়ে দেখাচ্ছিলো রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে। শেষমেশ ১৯ বল খেলে ১৫ রান করেন তিনি। ক্রুণাল পাণ্ডিয়ার শিকার হয়ে সাজঘরে ফিরতেই সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়তে হলো তাঁকে। ‘দিনের পর দিন এভাবে খেলে গেলে অধিনায়ক পদ হারাতে হবে,’ লিখেছেন একজন। ‘একটা ম্যাচ খেললে পাঁচটায় ব্যর্থ হয়। ধারাবাহিকতা কাকে বলে জানে না,’ লিখেছেন আরও একজন। তবে সঞ্জু রান না পেলেও ব্যাট হাতে সাফল্য পেলেন তাঁর ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়াল। ৪৭ বলে করেন ৭২ রান। ‘এই ইনিংসটার প্রয়োজন ছিলো,’ লিখেছেন এক অনুরাগী। ‘অবশেষে ফর্মে ফিরেছে ও,’ লিখেছেন অন্য এক ক্রিকেটপ্রেমী। ‘মাঝেমধ্যে একটা-আধটা ইনিংস নয়, গোটা মরসুম জুড়ে ধারাবাহিক হতে হবে,’ আবদার অন্য ভক্তের।

২২ বলে ৩০ করেন রিয়ান পরাগ। ‘রোজ শুরুগুলো ভালো করলেও ইনিংস দীর্ঘায়িত করতে পারছে না ও,’ অসমের তরুণকে নিয়ে আক্ষেপ এক রাজস্থান সমর্থকদের। তবে শেষবেলায় ঝোড়ো ৩৫* রানের ক্যামিও খেলে নেটদুনিয়ার চর্চায় জায়গা করে নিয়েছেন ধ্রুব জুরেল। ‘আজকের ম্যাচে রাজস্থানের এক্স-ফ্যাক্টর হতে পারে ধ্রুবের ইনিংসটি,’ লিখেছেন একজন। আধুনিক টি-২০তে ১৭৪-এর লক্ষ্য আহামরি কিছু নয়। বলা যেতে পারে যে প্রতিপক্ষকে অল্প রানেই বেঁধে রেখেছে বেঙ্গালুরু। কিন্তু তা সত্ত্বেও সমর্থকদের আক্রমণের মুখে পড়তে হয়েছে আরসিবি ক্রিকেটারদের। ফিল্ডিং-এ ঢিলেমি বেশ দৃষ্টিক্টূ লেগেছে তাঁদের। ক্যাচ ফস্কানোয় কোহলি’র জন্য উড়ে এসেছে অবসরের পরামর্শ। ‘এমন খেললে ট্রফির আশা ছাড়তে হবে,’ লিখেছেন কেউ কেউ।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025 SRH vs PBKS Match Highlights: অভিষেকের অবিশ্বাস্য ইনিংস, ঘরের মাঠে পাঞ্জাবকে ৮ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস লিখলো হায়দ্রাবাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *