ipl-2025-fans-on-rcb-innings-vs-rr

IPL 2025: আইপিএলের (IPL) আসরে আজ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। চিন্নাস্বামী স্টেডিয়ামে ‘রয়্যাল’ দ্বৈরথে টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন রিয়ান পরাগ (Riyan Parag)। সঞ্জু স্যামসনের চোট এখনও না সারায় অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন তিনিই। এবারের টুর্নামেন্টে অ্যাওয়ে ম্যাচে চমৎকার পারফর্ম করেছে বেঙ্গালুরু। কিন্তু বারবার তারা আটকে গিয়েছে ঘরের মাঠে। এখনও অবধি চিন্নাস্বামীতে তিনটি ম্যাচ খেলেছে তারা। জয় পায় নি একটিতেও। ব্যর্থতার সেই ধারাবাহিক চিত্রে বদল ঘটানোই আজ চ্যালেঞ্জ বিরাট কোহলিদের (Virat Kohli) জন্য। ব্যাট হাতে চেষ্টার ত্রুটি রাখলেন না মহাতারকা। সফল দেবদত্ত পাডিক্কাল’ও। তাঁদের জোড়া অর্ধশতকের পাশাপাশি জ্বলে ওঠেন জিতশ শর্মা ও টিম ডেভিড’ও। শেষমেশ ২০ ওভারে ২০৫ রান তুলে থামলো রয়্যাল চ্যালেঞ্জার্স।

Read More: IPL 2025 RCB vs RR Toss Report in Bengali: টসে জয় রাজস্থানের, বেঙ্গালুরু বধের লক্ষ্যে তারকা পেসারকে দলে ফেরালেন রিয়ানরা !!

আজ চেনা ছন্দে ছিলেন না ফিল সল্ট (Phil Salt)। ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ২৬ রান করলেও খরচ করেন ২৩ বল। ফেরেন ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে শিমরণ হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে। বিরাট কোহলিকে অবশ্য আজ পাওয়া গেলো আগ্রাসী মেজাজে। ইনিংসের শুরু থেকেই একের পর এক চার-ছক্কা হাঁকান তিনি। সল্ট ফেরার পর জুটি বাঁধেন পাডিক্কালের সাথে। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭০ রান করেন মহাতারকা। স্ট্রাইক রেট ছিলো ১৬৭-এর আশেপাশে। নিকোলাস পুরানকে পিছনে ফেলে এই মুহূর্তে কমলা টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন কিংবদন্তি। সামনে কেবল সাই সুদর্শন। পঞ্চম অর্ধশতকের পর বিরাট বন্দনায় মেতেছেন ক্রিকেটপ্রেমীরা। ‘বারবার বুঝিয়ে দেয় কেন ও সবার সেরা,’ লিখেছেন একজন। ‘কমলা টুপি খুব দ্রুত তার আসল মালিকার কাছে ফিরে যাবে,’ আশাবাদী আরও একজন।

বিরাটের পাশাপাশি প্রশংসা কুড়িয়েছেন দেবদত্ত পাডিক্কালও (Devdutt Padikkal)। আইপিএলের (IPL) শুরুটা ভালো হয় নি তাঁর। যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, তাকে কুর্নিশ করছেন সকলে। ‘ঘরের ছেলে সত্যিই দুর্দান্ত খেলেছে,’ লিখেছেন একজন। ‘এমন একজন বাম হাতি ব্যাটার দলের প্রয়োজন ছিলো,’ মন্তব্য আরও একজনের। দেবদত্ত-বিরাট ফেরার পর আচমকাই খানিক চাপে পড়ে গিয়েছিলো দল। ৩ বলে ১ করে আউট হয়েছিলেন অধিনায়ক পাটিদার। দ্রুত তিন উইকেট খোয়ানার ধাক্কা সামলে আরসিবি’কে বড় রানের দিকে এগিয়ে নিয়ে গেলেন টিম ডেভিড ও জিতেশ শর্মা’র জুটি। ডেভিড ২৩ করে আউট হলেও ১০ বলে ২০ করে অপরাজিত রইলেন জিতশ। ‘এই ফিনিশিং টাচ’টা আজকের ম্যাচে নির্ণায়ক হতে পারে,’ লিখেছেন এক নেটিজেন। ‘২০০ তুলে আশা করি ঘরের মাঠে হারবে না,’ দুই পয়েন্টের প্রত্যাশা রাখছেন অন্য এক সমর্থক।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: রহস্যময় ফোনে সুর বদল নাইট রাইডার্সের, ম্যাচ ফিক্সিং-এর গন্ধ পাচ্ছে ক্রিকেটমহল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *