ipl-2025-fans-on-rcb-innings-vs-csk

IPL 2025: আইপিএলে (IPL) আজ দাক্ষিণাত্য ডার্বি। মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। পয়েন্ট তালিকায় দুই দলের অবস্থান কার্যত ভিন্ন মেরুতে। ১৪ পয়েন্টে থাকা বেঙ্গালুরু আজ জিতলে কার্যত নিশ্চিত করে ফেলবে শেষ চার। অন্যদিকে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই রয়েছে দশ নম্বরে। ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। বিদায়ের আগে মরণকামড় তারা বসাতে পারে কিনা সেদিকেই তাকিয়ে সকলে। আজ টসে জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রত্যাশামতই প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কোহলি (Virat Kohli) ও বেথেলের ওপেনিং জুটি শুরুটা দ্রুত করলেও মাঝের ওভারগুলোতে ম্যাচের রাশ ছিনিয়ে নিয়েছিলো সুপার কিংস। ১৭০-এ থামবে ইনিংস, ভেবেছিলেন অনেকে। তবে তার পরেও ২১৩ যে উঠলো তার কৃতিত্ব রোমারিও শেপার্ডের। চিন্নস্বামীতে রীতিমত তাণ্ডব চালালেন তিনি।

Read More: চেন্নাস্বামীতে উঠলো ‘শেফার্ড ঝড়’, চেন্নাইয়ের সামনে ২১৪ রানের টার্গেট রাখলো RCB !!

কেরিয়ারের প্রথম আইপিএল (IPL) ম্যাচে সফল হন নি ইংল্যান্ডের ‘ওয়ান্ডার কিড’ জেকব বেথেল (Jacob Bethell)। আজ দ্বিতীয় সুযোগে হতাশ করলেন না তিনি। ধুন্ধুমার ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। মারেন ৮টি চার ও ২টি ছক্কা। ‘ফিল সল্টের অভাব অনুভব করতে দেয় নি ও,’ লিখেছেন এক আরসিবি সমর্থক। ‘চমৎকার ব্যাটিং করলো। ওর উপর বিনিয়োগ করলে লাভবান হবে বেঙ্গালুরু,’ মন্তব্য আরও একজনের। ধারাবাহিকতার অন্য নাম যেন বিরাট কোহলি (Virat Kohli)। কেরিয়ারের তৃতীয় কমলা টুপির দিকে এগোচ্ছেন তিনি। আজও ৬২ রানের চোখধাঁধানো ইনিংস খেললেন ভারতীয় মহাতারকা। করলেন মরসুমের সপ্তম অর্ধশতকটি। ‘আর নতুন করে ওঁকে নিয়ে কি বলবো?’ লিখেছেন এক অনুরাগী। ‘বিরাটের ব্যাটিং কেবল দেখে যেতেই ইচ্ছা করে,’ চিন্নাস্বামীর ‘কিং’-কে প্রশস্তিতে ভরিয়েছেন অন্য এক নেটিজেন।

১২তম ওভারে বিরাট ফেরার পর পটপরিবর্তন দেখা গিয়েছিলো খেলায়। দেবদত্ত পাডিক্কাল, রজত পাটিদার, জিতেশ শর্মা’দের বেশীদূর এগোতে দেয় নি চেন্নাই। জাঁকিয়ে বসেছিলেন নূর আহমেদ, মাথিশা পাথিরাণা’রা। অন্তর্জাল জুড়ে সেই সময় শুধুই চোখে পড়ছিলো মহেন্দ্র সিং ধোনির প্রশংসা। ৪৪ ছুঁইছুঁই তারকার মগজাস্ত্রের ধার যে এখনও টেক্কা দিতে পারে তরুণ তুর্কিদের তা বলছিলেন অনুরাগীরা। কিন্তু স্ক্রিপ্ট বদলে গেলো ১৯তম ওভারে। বদলে দিলেন রোমারিও শেপার্ড (Romario Shepherd)। খলিল আহমেদকে চারটি ছক্কা ও দু’টি চার হাঁকান তিনি। ৩৫ রান ছিলেন নেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। মাত্র ১৪ বলে আজ ৫৩ করে অপরাজিত থাকেন রোমারিও। আইপিএল (IPL) ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম। ‘কি দেখলাম! জীবনে ভুলবো না,’ লিখেছেন এক মুগ্ধ নেটনাগরিক। ‘বহুদিন পর এমন নির্মম ব্যাটিং দেখলাম,’ মন্তব্য আরেকজনের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: নিষিদ্ধ ড্রাগস নিয়ে নির্বাসিত রাবাডা, ফাঁস আইপিএল অনুপস্থিতির রহস্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *