ipl-2025-fans-on-mi-fightback-vs-dc

IPL 2025: মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লী ক্যাপিটালস। ওয়াংখেড়েতে আজ মুম্বই জিতলে চতুর্থ দল হিসেবে পৌঁছে যাবে প্লে-অফে। আর যদি সাম্প্রতিক অফ ফর্ম ঝেড়ে ফেলে দিল্লী জয়ী হয়, তাহলে তাদের শেষ চার নিশ্চিত হবে না ঠিকই, কিন্তু দৌড়ে মুম্বইকে পিছনে ফেলে আপাতত এগিয়ে যাবেন কে এল রাহুলরা। ‘ডু অর ডাই’ ম্যাচে মিচেল স্টার্ক, জেক ফ্রেজার-ম্যাকগার্করা যে দিল্লী জার্সি গায়ে মাঠে নামবেন না তা জানাই ছিলো। অসুস্থতার জন্য ছিটকে গিয়েছিলেন অধিনায়ক অক্ষর প্যাটেল’ও। তবুও হাল ছাড়ে নি তারা। স্টপগ্যাপ অধিনায়ক ফাফ দু প্লেসির নেতৃত্বে ২০ ওভার যথেষ্ট লড়াই করলেন কুলদীপ যাদব, মুকেশ কুমার, মুস্তাফিজুর রহমানরা। তবে ডেথ ওভারে জ্বলে ওঠে মুম্বই। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা আজ তুললো ১৮০ রান।

Read More: IPL 2025, MI vs DC Toss Report in Bengali: টসে জিতলো দিল্লী, অধিনায়ককে ছাড়াই মুম্বইয়ের বিরুদ্ধে নামছে ক্যাপিটালস শিবির !!

ঘরের মাঠে রান পেলেন না রোহিত শর্মা। মাত্র ৫ করে মুস্তাফিজুরের শিকার হন তিনি। ডান দিকে ঝাঁপিয়ে অনবদ্য ক্যাচ দস্তানাবন্দী করেন অভিষেক পোড়েল। মহাতারকার ব্যর্থতায় হতাশা স্পষ্ট সোশ্যাল মিডিয়ায়। ‘দিনের পর দিন শুধু ব্যর্থতাই দেখে চলেছি,’ লিখেছেন এক নেটিজেন। ‘দু’টো ম্যাচ ভালো খেললে দশটা ম্যাচে রান পায় না রোহিত। এমন আর কত দিন চলবে?’ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আরেকজন।  তিন নম্বরে নেমে ধুন্ধুমার শুরুটা করেছিলেন উইল জ্যাকস। কিন্তু দীর্ঘায়িত করতে পারেন নি ইনিংস। ১৩ বলে ২১ করে মুকেশ কুমারের বলে উইকেট হারান ইংল্যান্ডের অলরাউন্ডার। কিছুক্ষণের মধ্যেই আউট হন রায়ান রিকলটন’ও। ১৮ বলে ২৫ করে কুলদীপের শিকার হন তিনি। ‘আরও বেশী প্রত্যাশা ছিলো ওদের থেকে,’ লিখেছেন হতাশ নেটজনতা।

আজ সোশ্যাল মিডিয়ার কটাক্ষের তীর ধেয়ে এসেছে তিলক বর্মা’র দিকে। ২৭ বল খেলে ২৭ রান করেছেন তিনি। ‘টি-২০ ম্যাচ চলছে। টেস্ট নয়,’ মন্তব্য করেছেন এক নেটনাগরিক। ‘দায়িত্ব নিয়ে মাঝের ওভারগুলোতে দলকে ডুবিয়ে দিলো,’ লিখেছেন আরেকজন। ‘এমনি এমনি রিটায়ার্ড আউট করায় নি ওকে,’ খোঁচা অন্য এক ক্রিকেটপ্রেমীর। সাফল্য পান নি হার্দিক’ও। ৩ করে উইকেট হারান তিনি। ডুবতে থাকা মুম্বই তরীর হাল ধরতে দেখা গেলো সূর্যকুমার যাদবকে। আজ ৭৩* রানের ইনিংস খেলে কমলা টুপির দৌড়ে ফিরলেন তিনি। ‘টি-২০’র বস সূর্য’ই,’ প্রশংসায় ভরিয়েছেন এক অনুরাগী। ‘দুর্দান্ত ধারাবাহিকতা দেখাচ্ছে,’ মন্তব্য আরেকজনের। প্রশংসিত নমন ধীর’ও। মাত্র ৮ বলে ২৪* করে দল’কে লড়াই করার জায়গায় পৌঁছে দেন তিনি। ‘ফিনিশার হো তো অ্যায়সা,’ লিখেছেন একজন।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: মরণবাঁচন ম্যাচের আগে আহত KL রাহুল, আশঙ্কার কালো মেঘ দিল্লী ক্যাপিটালস শিবিরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *