ipl-2025-fans-on-iyer-failing-vs-kkr

IPL 2025: গত বছর নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে হাতে ট্রফি তুলেছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এক দশক পর আইপিএলের (IPL) খেতাব ফিরিয়ে এনেছিলেন ‘সিটি অফ জয়’তে। কিন্তু এখন অতীত সেসব। ২০২৫ মরসুম শুরুর আগেই দল বদলেছেন মুম্বইয়ের মহাতারকা। আর্থিক চুক্তির বিষয়ে সমঝোতা হয় নি নাইট রাইডার্স ও শ্রেয়সের মধ্যে। ফলে নিলামে নাম লিখিয়েছিলেন তিনি। সেখান থেকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস (PBKS)। অধিনায়কত্বের ব্যাটন’ও তাঁর হাতেই সঁপে দিয়েছেন প্রীতি জিন্টারা। আজ মুল্লানপুরে পুরনো দলের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। ভেঙ্কি মাইশোর, শাহরুখ খানদের ঠিক কি জবাব দেন তিনি সেদিকে তাকিয়ে ছিলেন সকলে। কিন্তু কেকেআর-শ্রেয়স দ্বৈরথের পরিসমাপ্তি ঘটলো বেশ নির্বিষ ভাবেই। ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট ছুঁড়ে এলেন তারকা ব্যাটার।

Read More: “আসল রূপে ফিরে এসেছে…” KKR’এর সামনে ১১১ রানে শেষ হলো পাঞ্জাবের ইনিংস, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

ইনিংসের চতুর্থ ওভারে প্রিয়াংশ আর্য (Priyansh Arya) আউট হওয়ার পর মাঠে নেমেছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। হর্ষিত রাণাকে শুরুতেই কাট মারতে গিয়েছিলেন। কিন্তু ব্যাটে-বলে সঠিক সংযোগ ঘটাতে পারেন নি। আসে নি কোনো রান। মরিয়া হয়ে পরের বলে ব্যাট চালিয়েছিলেন তিনি। ইচ্ছা ছিলো কভারের উপর দিয়ে বাউন্ডারি হাঁকানোর। কিন্তু বিধি বাম। ব্যাটের মাঝে লাগে নি বল। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে দুরন্ত ক্যাচ তালুবন্দী করেন রমনদীপ সিং (Ramandeep Singh)। মাথা নীচু করেই মাঠ ছাড়তে হয় শ্রেয়সকে। তিনি ফেরার পর কার্যত তাসের ঘরের মতই ভেঙে পড়ে পাঞ্জাব কিংসের ব্যাটিং। জশ ইংলিস’কে আউট করেন বরুণ চক্রবর্তী। পাওয়ার প্লে-র শেষ ডেলিভারিতে ‘সেট’ প্রভসিমরণকেও তুলে নেন হর্ষিত। গ্লেন ম্যাক্সওয়েল, নেহাল ওয়াধেরা-ভরসা দিতে পারেন নি কেউই। শেষমেহ ১১১ রানে গুটিয়ে যান পাঞ্জাব কিংস।

আজ শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) রান না পাওয়ায় হতাশা গ্রাস করেছে সমাজমাধ্যমকে। ‘বড় রানের আশায় ছিলাম। সেটা পূরণ হলো না,’ আক্ষেপ সহ লিখেছেন এক নেটনাগরিক। ‘আজ নাইট রাইডার্সকে শিক্ষা দিতে পারত শ্রেয়স, কিন্তু সেটা হলো না,’ লিখেছেন আরও একজন। কটাক্ষও উড়ে এসেছে ক্রিকেট তারকার দিকে। পুরনো দলের প্রতি প্রেমের কারণেই ভালো খেলেন নি তিনি, অভিযোগ করেছেন কেউ কেউ। ‘মনটা এখনও কলকাতার ডাগ-আউটেই পড়ে রয়েছে,’ লিখেছেন একজন। ‘শ্রেয়সকে কেউ বলো যে ও এবার কলকাতা নয় পাঞ্জাবের জার্সিতে খেলছে,’ খোঁচা দিয়েছেন অন্য এক নেটিজেন। ‘অন্য দলের বেলায় রানের রংমশাল জ্বালাচ্ছে, আর নাইটদের বেলায় শূন্য, খেলাটা পরিষ্কার,’ মন্তব্য অন্য আরেকজনের। ‘ট্রফি জয়ের হাঙ্গওভার কাটে নি এখনও,’ প্রাক্তন নাইট অধিনায়কের বিরুদ্ধে তোপ দেগেছেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: বরুণ-নারাইনের ঘূর্ণিতে হাঁসফাস পাঞ্জাব কিংস, শ্রেয়সদের ১১১ রানে আটকে দিলো নাইট রাইডার্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *