ipl-2025-fans-laud-priyansh-arya-ton-vs-csk

IPL 2025: মরসুমের শুরুতে পরপর দুটি অ্যাওয়ে ম্যাচে বড় জয় পাওয়ার পর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হোমগ্রাউন্ডে ধাক্কা খেয়েছিলো পাঞ্জাব কিংস (PBKS)। হারতে হয়েছিলো ৫০ রানের ব্যবধানে। সেই ব্যর্থতাকে পিছনে ফেলে আজ ঘুরে দাঁড়ানোই লক্ষ্য প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজির। মুল্লানপুরে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি তারা। টসে জিতে প্রথম ব্যাটিং বেছে নিয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যুমেরাং হয়ে ফিরতে পারত তাঁর এই সিদ্ধান্ত। ওপেনার প্রভসিমরণ সিং ফেরেন খাতা খোলার আগেই। অধিনায়ক নিজে করেন ৯, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েলের মত আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন দুই অলরাউন্ডারের সংগ্রহ যথাক্রমে ৪ ও ১। নেহাল ওয়াধেরাও আউট হয়েছেন ৯ রান করে। তারপরেও যে ম্যাচে চালকের আসনেই রয়েছে পাঞ্জাব, তার কৃতিত্ব একমাত্র প্রিয়াংশ আর্যের (Priyansh Arya)। পাঁচ বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে অবিশ্বাস্য এক ইনিংস খেললেন ২৪ বর্ষীয় তরুণ।

Read More: IPL 2025: “সাফল্যের নেপথ্যে কঠোর অনুশীলন…” ইডেনে ম্যাচের সেরা হয়ে সাফ জানালেন নিকোলাস পুরান !!

মরসুমের শুরুতে একটি ধুন্ধুমার ৪৭ রানের ইনিংস খেলেছিলেন প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। তার পরের দুই ম্যাচে দশ পেরোতে পারেন নি তিনি। ধৈর্য্য হারাতে শুরু করেছিলেন সমর্থকেরা। উঠেছিলো অজি তারকা জশ ইংলিসকে মাঠে নামানোর দাবী। কিন্তু প্রিয়াংশের উপর থেকে আস্থা হারান নি পাঞ্জাব কিংস কোচ রিকি পন্টিং (Ricky Ponting)। টানা চতুর্থ ম্যাচে তাঁকেই সুযোগ দিয়েছেন তিনি। সেই আস্থার প্রতিদানই যেন আজ দিলেন বাম হাতি ব্যাটার। অপর প্রান্তে যখন একের পর এক উইকেট পড়ছে, তখনও বিন্দুমাত্র চাপে না পড়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে গেলেন তিনি। রবিচন্দ্রণ অশ্বিনকে পরপর দুই বলে ছক্কা হাঁকান তিনি। চড়াও হন চেন্নাইয়ের শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরাণা’র উপর। এক ওভারে মারেন তিনটি ছক্কা ও একটি বাউন্ডারি। ১৯ বলে অর্ধশতক সম্পূর্ণ করেছিলেন তিনি। তিন অঙ্কের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ৩৯ বল খেলেই।

৪২ বলে ১০৩ রান আজ করেছেন প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। মেরেছেন ৭টি চার ও ৯টি ছক্কা। তাঁর দুর্ধর্ষ ইনিংস রীতিমত চমকে দিয়েছে ক্রিকেটজনতাকে। ‘একটি তারার জন্ম,’ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন এক নেটিজেন। ‘আইপিএল প্রত্যেক মরসুমে আমাদের মোহিত করে,’ মন্তব্য আরও একজনের। ‘কি ইনিংসটাই না খেললো! দুর্দান্ত ব্যাটিং,’ লিখেছেন আরও একজন। রীতিমত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ২৪ বর্ষীয় তরুণ। ‘টি-২০ ব্যাটিং তো এমনই হওয়া উচিৎ। রোহিত, সূর্যকুমারদের মত সিনিয়ররাও বরং শিখুক প্রিয়াংশের থেকে,’ জানিয়েছেন এক গুণমুগ্ধ। ‘আজ চেন্নাইয়ের বোলিং আক্রমণকে নিয়ে একাই ছেলেখেলা করলো ও,’ অভিমত অন্য একজনের। ‘এভাবে খেলতে থাকলে জাতীয় দলের ডাক সময়ের অপেক্ষা,’ আশাবাদী শুনিয়েছে এক ক্রিকেটপ্রেমীকে। ‘আর পিছন ফিরে দেখতে হবে না,’ ভবিষ্যদ্বাণী অন্য এক নেটিজেনের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: কাজে এলো না রিঙ্কুর ঝোড়ো ইনিংস, লক্ষ্ণৌর বিরুদ্ধে ৪ রানে পরাজিত কলকাতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *