ipl-2025-fans-laud-nehal-batting-vs-rr

IPL 2025: এক সপ্তাহ স্থগিত থাকার পর ফের শুরু হয়েছে আইপিএল (IPL)। আজ সোয়াই মানসিংহ্‌ স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ইনিংসের শুরুটা বিশেষ ভালো হয় নি প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজির। পাওয়ার-প্লে’তেই খোয়াতে হয়েছিলো তিন উইকেট। কিন্তু তারপরেও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ালো পাঞ্জাব কিংস (PBKS)। জশ ইংলিস, মার্কাস স্টয়নিসের মত তারকা ক্রিকেটাররা ভারতে ফিরে আসেন নি আইপিএলের জন্য। তাঁদের শূন্যতা দুর্দান্তভাবে পূরণ করলেন নেহাল ওয়াধেরা। চমৎকার ইনিংস খেলেন তিনি। ডেথ ওভারে জ্বলে উঠতে দেখা গেলো শশাঙ্ক সিং (Shashank Singh) ও আজমাতুল্লাহ ওমরজাইকেও (Azmatullah Omarzai)। সব মিলিয়ে ২০ ওভারে ২১৯ রান তুলে ফেললো পাঞ্জাব।

Read More: IPL 2025: ইডেনেই হচ্ছে আইপিএলের ফাইনাল, বড়ো ঘোষণা বিসিসিআইয়ের !!

৭ বলে ৯ রান করেই আজ উইকেট হারিয়েছিলেন প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। তিনি আউট হওয়ার পর মাঠে নামেন মিচেল ওয়েন (Mitchell Owen)। পিএসএল থেকে সরাসরি আইপিএলে এসেছেন অজি ক্রিকেটার। আজ নজর ছিলো তাঁর দিকে। কিন্তু ২ বল খেললেও খাতা আর খুলতে পারেন নি তিনি। কটাক্ষের স্বীকার হতে হয়েছে তাঁকে। ‘ছুটি কাটাতে এসেছে আইপিএলের শেষ পর্যায়ে,’ লিখেছেন একজন। পিএসএল (PSL) ও বিবিএলে (BBL) রান পেলেও আইপিএলে যেভাবে শূন্য করে আউট হলেন তা নিয়েও খোঁচা দিতে ছাড়েন নি নেটিজেনদের একাংশ। ‘আইপিএলের সাথে অন্যান্য লীগের মানের তফাৎটা ফের একবার স্পষ্ট হয়ে গেলো,’ লিখেছেন তাঁরা। ভালো এগোচ্ছিলেন প্রভসিমরণ সিং (Prabhsimran Singh)। কিন্তু ১০ বলে ২১ রান করে তুষার দেশপাণ্ডের দ্বিতীয় শিকার হন তিনিও। ৩৪ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় ‘কিংস’ শিবির।

আজ ‘ফিনিশার’ নয় বরং মিডল অর্ডারে নেমেছিলেন নেহাল ওয়াধেরা (Nehal Wadhera)। রাজস্থানের বিরুদ্ধে প্রত্যাঘাতের পথে হাঁটেন পাঞ্জাবের তরুণ ব্যাটার। একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে সচল রাখেন স্কোরবোর্ড। ৩৭ বলে ৫টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়ে যে ইনিংসটি তিনি খেললেন তাকে কুর্নিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়া। ‘অসামান্য বললেও কম বলা হয়,’ লিখেছেন একজন। ‘এই মরসুমে ওকে অনেক পরিণত লাগছে,’ লিখেছেন অন্য এক ক্রিকেটপ্রেমী। আঙুলে চোট নিয়েও মাঠে নেমেছিলেন অধিনায়ক শ্রেয়স (Shreyas Iyer)। ৩৫ করে তারিফ কুড়িয়েছেন তিনিও। তবে পাঞ্জাবকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর অন্যতম কারিগর শশাঙ্ক সিং (৫৯*) ও আজমাতুল্লাহ ওমরজাই (২১*)। ‘শেষের ওভারগুলোতে তাণ্ডব চললো,’ লিখেছেন একজন। ‘এই রান টপকাতে মুশকিলে পড়বে রাজস্থান,’ মন্তব্য অন্য এক নেটনাগরিকের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: এক ম্যাচের জন্য দুর্দান্ত চাল কলকাতার, হায়দ্রাবাদের এই খেলোয়াড়কে করলো সামিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *