ipl-2025-fans-laud-mi-victory-vs-csk

IPL 2025: চেপকে মুম্বইকে হারিয়েছিলো চেন্নাই (CSK vs MI)। আজ দ্বিতীয় দফার লড়াইতে ‘বদলা’ নিলো মুকেশ আম্বানির দল। তারা ৯ উইকেটের বিশাল ব্যবধানে কার্যত উড়িয়ে দিলো মহেন্দ্র সিং ধোনিদের (MS Dhoni)। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ওয়াংখেড়ের বাইশ গজে শিবম দুবে ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) জোড়া অর্ধশতকের সৌজন্যে ১৭৫ রান তুলতে সক্ষম হয়েছিলো হলুদ জার্সিধারীরা। রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলো মুম্বই। দক্ষিণ আফ্রিকান ওপেনার রায়ান রিকলটন সাজঘরে ফেরার পরেও অ্যাক্সিলারেটর থেকে পা সরায় নি তারা। ঝড় তোলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁদের ব্যাটে ভর করেই ১৫.৪ ওভারেই জয় ছিনিয়ে নিলো মুম্বই। উঠে এলো লীগ তালিকার ষষ্ঠ স্থানে।

Read More: IPL 2025 KKR vs GT Match Preview: ইডেন গার্ডেন্সে জয়ে ফিরতে মরিয়া কলকাতা, পরিসংখ্যানে এগিয়ে এই দল মারবে বাজি !!

চলতি আইপিএলে (IPL) ফর্ম সমস্যা ভোগাচ্ছিলো রোহিত শর্মা’কে (Rohit Sharma)। বেশ কয়েকটি ম্যাচে শুরুটা দ্রুত গতিতে করলেও ইনিংসকে দীর্ঘায়িত আর করতে পারছিলেন না তিনি। কিন্তু আজ চেন্নাইয়ের (CSK) বিরুদ্ধে অফ ফর্মের অন্ধকার কাটিয়ে উঠলেন তিনি। পাথিরাণা, নূর, ওভারটনদের বিপক্ষে ঝলসে উঠলো তাঁর ব্যাট। প্রায় ১৭০ স্ট্রাইক রেটে করলেন ৭৬* রান। ‘হিটম্যান ইজ ব্যাক,’ ট্যুইটারের দেওয়ালে উচ্ছ্বাস ব্যক্ত করেছেন তাঁর এক অনুরাগী। ‘আসল সময় ঠিক জাত চিনিয়ে দিলো,’ মন্তব্য আরও একজনের। ‘এই ফর্মটা যেন বজায় থাকে বাকি ম্যাচগুলোতে,’ পছন্দের তারকার থেকে ধারাবাহিকতা প্রার্থনা করে ট্যুইট করেছেন আরও একজন। তবে ধোনি বনাম রোহিত যুদ্ধে, হিটম্যানের জয় বাড়তি আনন্দ যুগিয়েছে তাঁর সমর্থকদের।

আক্রমণাত্মক ব্যাটিং-এ রোহিতকেও ছাড়িয়ে গেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আজ মাত্র ৩০ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁকেও চেনা ছন্দে ফিরতে দেখে খুশি ক্রিকেটজনতা। ‘এই সূর্যকেই তো চাই,’ লিখেছেন একজন। ‘আজ পুরনো সূর্যের কিরণ যেন আরও একবার দেখা গেলো,’ লিখেছেন অন্য একজন। ‘যেদিন ও সেরা ফর্মে থাকে সেদিক বাকি সকলকে ফিকে লাগে,’ মন্তব্য করেছেন আরও একজন। তবে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের উচ্ছ্বাসের কারণ আজকের ২ পয়েন্ট। আইপিএলের (IPL) শুরুতে পরপর ম্যাচ হেরে অনেকটা পিছিয়ে পড়েছিলেন মুম্বই। আজ ফের প্লে-অফের দৌড়ে জায়গা করে নিলো তারা। ‘ষষ্ঠ ট্রফির স্বপ্ন দেখা যেতে পারে,’ লিখেছেন একজন। ‘এই স্কোয়াডের থেকে সাফল্য আশা করছি,’ লিখেছেন আরও এক নেটিজেন।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: বিরাটের সেলিব্রেশনে ‘বিরক্ত’ শ্রেয়স, মাঠের মধ্যেই তুমুল বচসা দুই তারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *