ipl-2025-fans-laud-mi-innings-vs-rr

IPL 2025: ছন্দে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজ মাঠে নেমেছে রাজস্থান রয়্যালস। সোয়াই মানসিংহ্‌ স্টেডিয়ামে টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থানের কার্যনির্বাহী অধিনায়ক রিয়ান পরাগ। চেষ্টা থাকবে প্রতিপক্ষকে কম রানের মধ্যে বেঁধে রাখার, জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই লক্ষ্য আর পূরণ হলো না তাঁদের। ধুন্ধুমার ব্যাটিং করে আজ জয়পুরে ২ উইকেটের বিনিময়ে ২১৭ রান তুলে ফেললো মুম্বই ইন্ডিয়ান্স। শুরুটা দুর্দান্ত করেছিলেন দুই ওপেনার রায়ান রিকলটন ও রোহিত শর্মা। অর্ধশতক করেন দু’জনেই। এরপর ইনিংসের হাল ধরেন সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। ঝোড়ো ক্যামিও তাঁদেরও। চোটের কারণে হাসারাঙ্গা ও সন্দীপ শর্মাকে আজ পায় নি রাজস্থান। ব্যাটিং বান্ধব বাইশ গজে রীতিমত হিমশিম খেতে দেখা গেলো জোফ্রা আর্চার, আকাশ মাধওয়াল, ফজলহক ফারুখিদের।

Read More: IPL 2025 RR vs MI Toss Report in Bengali: টসে জিতলো রাজস্থান, মুম্বইয়ের বিরুদ্ধে একাদশে জোড়া বদল রিয়ান পরাগদের !!

আইপিএলের শুরুটা ভালো হয় নি রায়ান রিকলটনের। দক্ষিণ আফ্রিকান তারকাকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। কিন্তু টুর্নামেন্টের ‘বিজনেস এন্ডে’ প্রথম একাদশে অপরিহার্য্য হয়ে উঠেছেন তিনি। প্রতি ম্যাচেই পাওয়ার-প্লে’র দারুণ ফায়দা তুলছেন উইকেটরক্ষক-ব্যাটার। আজও মাত্র ৩৮ বলে তিনি করেন ৬১ রান। মারেন ৭টি চার ও ৩টি ছক্কা। ‘এই নিলামের অন্যতম সেরা বিনিয়োগ,’ রিকলটনকে প্রশংসায় ভরিয়ে লিখেছেন এক নেটনাগরিক। ‘মরসুমের বাকি ম্যাচগুলোতেই এই ফর্মটা প্রয়োজন,’ প্রত্যাশার কথা জানিয়েছেন আরও এক মুম্বই ইন্ডিয়ান্স সমর্থক। গতকাল ৩৯-এ পা দিয়েছেন রোহিত শর্মা। আজ অনুরাগীদের ‘উপহার’ দিলেন তিনি। করলেন চলতি আইপিএলের তৃতীয় অর্ধশতক। তাঁর ৩৬ বলে ৫৩ রান’ও প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘বেশ মসৃণ ব্যাটিং করছেন রোহিত,’ লিখেছেন একজন।

১১৬ ও ১২৩ রানের মাথায় দুই ওপেনার সাজঘরে ফিরে গিয়েছিলেন আজ। দ্রুত দুই তারকাকে হারিয়েও মুখ থুবড়ে পড়ে নি মুম্বই। নেপথ্যে সূর্যকুমার ও হার্দিক পান্ডিয়া। চলতি টুর্নামেন্টে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রী।’ আজকের ২৩ বলে ৪৮* রানের ইনিংসটিও সাক্ষ্য দিলো সেই ফর্মেরই। ৪ চার ও ৩ ছক্কা হাঁকিয়েছেন তিনি। ‘কুড়ি-বিশের ক্রিকেটে রাজা একজনই, সেটা সূর্যকুমার,’ লিখেছেন এক নেটনাগরিক। ‘ধারাবাহিকতার অন্য নাম সূর্যকুমার যাদব,’ প্রশংসায় ভরিয়েছেন আরও এক ক্রিকেটপ্রেমী। তারিফ কুড়িয়েছেন হার্দিক’ও। মুম্বই অধিনায়ক’ও ২৩ বলে করেন ৪৮* রান। ‘ফিনিশার হো তো অ্যায়সা,’ লিখেছেন একজন। গত ম্যাচে গুজরাতের ছুঁড়ে দেওয়া ২১০ রানের লক্ষ্য ১৫.৫ ওভারে তাড়া করেছিলো রাজস্থান। আজ বুমরাহ-বোল্টদের বিপক্ষে পারবেন বৈভব সূর্যবংশীরা? জমজমাট ম্যাচের আভাস পাচ্ছে নেটজনতা।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: চোট পেয়ে বাদ পড়লেন ‘রহস্য স্পিনার’, তড়িঘড়ি বদলি বেছে নিলো মুম্বই ইন্ডিয়ান্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *