ipl-2025-fans-laud-mi-batters-vs-lsg

IPL 2025: ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (MI vs LSG)। প্রথম পর্বের ম্যাচে ১২ রানে জিতেছিলো লক্ষ্ণৌ। আজ ওয়াংখেড়েতে মুম্বই আদৌ বদলা নিতে পারে কিনা সেদিকেই তাকিয়ে সকলে। দুপুরবেলা টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আজ শার্দুল ঠাকুরকে বাইরে রেখে এক্সপ্রেস পেসার মায়াঙ্ক যাদবকে সুযোগ দিয়েছিলো সুপারজায়ান্টস শিবির। কিন্তু মুম্বইকে বড় রান তোলা থেকে রুখতে পারলো না তারা। শুরুটাই ঝড়ের গতিতে করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও রায়ান রিকলটন। গত দুই ম্যাচে অর্ধশতক করেছিলেন রোহিত। আজ আশা জাগিয়েছিলেন ঠিকই। কিন্তু ৬ বলে ১২ করে উইকেট হারান তিনি। তবে হিটম্যানের ব্যর্থতা অনেকটাই ঢেকে দিলেন দক্ষিণ আফ্রিকার রিকলটন। রান পেলেন সূর্যকুমার যাদব’ও (Suryakumar Yadav)।

Read More: RCB কে হারাতে দুর্দান্ত চাল, দলে এন্ট্রি নিচ্ছেন এই প্রাক্তন ব্যাঙ্গালুরুর প্লেয়ার !!

আইপিএল (IPL) যত এগোচ্ছে ততই ওপেনার হিসেবে মুম্বই একাদশে নিজেকে প্রতিষ্ঠা করছেন রায়ান রিকলটন (Ryan Rickleton)। এর আগেও বেশ কয়েকটি কার্যকরী ইনিংস খেলেছিলেন তিনি। আজও রোহিত আউট হওয়ার পর দারুণ ব্যাটিং করলেন তিনি। মাত্র ৩২ বলে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে করেন ৫৮ রান। ‘এই বছরের অন্যতম সেরা বিনিয়োগ,’ রিকলটনের সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন এক নেটিজেন। ‘ঈশানের অভাব অনুভূত হতে দেয় নি ও,’ লিখেছেন আরও একজন। তিন নম্বরে নেমেছিলেন উইল জ্যাকস। ধুন্ধুমার ইনিংসের বদলে উইকেটের এক প্রান্ত আঁকড়ে রাখতে দেখা গেলো তাঁকে। অ্যাঙ্করের ভূমিকায় ইংল্যান্ড তারকার সংগ্রহ ২৯। স্কোরবোর্ডকে দ্রুত এগিয়ে নিয়ে গেলেন সূর্যকুমার যাদব। আইপিএল (IPL)  শুরুর আগে তাঁর ফর্ম নিয়ে চিন্তা ছিলো। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লীগে ফের স্বমহিমায় তিনি।

‘টি-২০তে সেরা একজনই আর তাঁর নাম সূর্যকুমার যাদব,’ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন এক অনুরাগী। ‘ফর্মের ওঠানামা লেগেই থাকে, কিন্তু ক্লাস তো চিরকালীন,’ মন্তব্য আরেকজনের। ২৮ বলে ৫৪ করে আউট হন তিনি। মারেন ৪টি করে চার ও ছক্কা। তিলক-হার্দিকরা সুবিধা করতে পারেন নি বাইশ গজে। তবে লোয়ার অর্ডারে করবিন বশ (Corbin Bosch) ১০ বলে ২০ করেন। নমন ধীর (Naman Dhir) অপরাজিত থাকেন ১১ বলে ২৫ করে। ‘সব পজিশনে কার্যকরী ক্রিকেটার রয়েছে,’ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন এক মুম্বই ভক্ত। ‘অভিষেক ম্যাচে বশের পারফর্ম্যান্স মন কেড়েছে,’ মন্তব্য আরও একজনের। মায়াঙ্ক-আবেশরা ২টি করে উইকেট পেয়েছেন। বিষ্ণোই, রাঠী, প্রিন্সদের ঝুলিতে ১টি করে সাফল্য। কিন্তু মুম্বইকে ১২৫’র কমে বাঁধতে পারেন নি তাঁরা। ‘ষষ্ঠ ট্রফি আসবে এবারই,’ আশাবাদী সমর্থকেরা।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: নাইটদের জন্য আশীর্বাদ বৃষ্টি, ম্যাচ ভেস্তে যাওয়ায় সুবিধা পেলেন রাহানে-রিঙ্কুরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *