ipl-2025-fans-laud-kkr-batters-vs-srh

IPL 2025: মরসুমের প্রথম তিনটে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের পারফর্ম্যান্স নিয়ে বিশেষ আশাবাদী ছিলেন না ক্রিকেটজনতা। উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারতে হয়েছিলো। গুয়াহাটিতে ক্যুইন্টন ডি কক-এর ব্যক্তিগত নৈপুণ্যে রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয় মিললেও মুম্বইতে ফের মুখ থুবড়ে পড়েছিলো নাইট বাহিনী। ৮ উইকেটে হার্দিক, সূর্যদের বিরুদ্ধে হারতে হয়েছিলো। চরম ব্যর্থ হয়েছিলো ব্যাটিং বিভাগ। রাহানে-ভেঙ্কটেশদের দিকে শুরু হয়েছিলো আঙুল ওঠা। শেষমেশ আজ ঘরের মাঠ ইডেনে দাপট ফিরলো বেগুনি-সোনালী বাহিনীর খেলায়। সে ব্যাটিং ভিলেন হয়েছিলো গত ম্যাচে, তা-ই আজ নজর কাড়লো ক্রিকেটের নন্দনকাননে। শুরুটা ভালো হয় নি কলকাতার। ডি কক ও নারাইন-দুই ওপেনারই দ্রুত আউট হয়েছিলেন, তার পরেও নির্ধারিত ২০ ওভারে ২০০’র মাইলস্টোন ছুঁলো তারা।

Read More: IPL 2025: ‘বুড়ো ঘোড়ার তেজ নেই…” ফের ব্যর্থ নারাইন, ক্ষোভের বিস্ফোরণ সোশ্যাল মিডিয়ায় !!

১৬ রানের মধ্যে ২ উইকেট খুইয়ে বসেছিলো নাইট রাইডার্স। কঠিন পরিস্থিতিতে প্রাথমিক প্রতিরোধটা শুরু করেন অধিনায়ক অজিঙ্কা রাহানে ও তরুণ তুর্কি অঙ্গকৃষ রঘুবংশী। ৮১ রানের জুটি গড়েন তাঁরা। বেঙ্গালুরুর বিরুদ্ধে ইডেনে ৫৬ করেছিলেন রাহানে। আজ সানরাইজার্সের বিরুদ্ধে করেন ৩৮। ‘এই কার্যকরী অবদানগুলো প্রত্যেক ম্যাচে চাই,’ লিখেছেন এক নেটিজেন। নজর কেড়েছেন অঙ্গকৃষ। আজ আইপিএল কেরিয়ারের তৃতীয় অর্ধশতকটি এলো তাঁর ব্যাট থেকে। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। অঙ্গকৃষের প্রশংসায় আপাতত পঞ্চমুখ ট্যুইটার। ‘ওকে দলে ফিরিয়ে কোনো ভুল করেন নি কর্মকর্তারা। আগামীতে তারকা হয়ে উঠতে পারে ও,’ লিখেছেন একজন। ‘অল্প বয়স হলেও ও দলের সম্পদ,’ মন্তব্য অন্য একজনের। ‘এভাবেই এগিয়ে যাও। তাহলেই সাফল্য আসবে,’ মন্তব্য আরও একজনের।

এখনও পর্যন্ত নাইট রাইডার্স স্কোয়াডের দুই সদস্যের পারফর্ম্যান্স নিয়ে সবচেয়ে বেশী কাটাছেঁড়া চলছিলো তাঁরা নিঃসন্দেহে ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিং। প্রথম তিন ম্যাচে দুই বার ব্যাট হাতে মাঠে নেমে ২৩.৭৫ কোটির ভেঙ্কটেশ করেছিলেন যথাক্রমে ৬ ও ৩। তথৈবচ অবস্থা ছিলো রিঙ্কুরও। বেঙ্গালুরুর বিরুদ্ধে করেন ১২, মুম্বইয়ের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে ১৮ করেই সাজঘরমুখী হয়েছিলেন তিনি। সমর্থকদের হতাশা আজ কাটিয়ে দিলেন দুজনেই। পাঁচে নেমে মাত্র ২৮ বলে প্রায় ২০৭ স্ট্রাইক রেটে ৬০ রান করেন ভেঙ্কটেশ। ‘এতদিনে প্রাইস ট্যাগের প্রতি সুবিচার করলো ও,’ লিখেছেন একজন। ‘বড় মঞ্চের খেলোয়াড় ও। ছন্দে ফেরায় খুশি,’ মন্তব্য আরেকজনের। প্রশংসার সাগরে ভাসছেন রিঙ্কুও। ১৭ বলে অপরাজিত ৩২ করেছেন তিনি। ‘পুরনো রিঙ্কুর ঝলক দেখলাম,’ লিখেছেন এক ভক্ত। ‘এই খেলাটাই রোজ দেখতে চাই,’ আবদার আরেক গুণমুগ্ধের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: কেরিয়ারের শেষ প্রান্তে বড় দায়িত্ব দিয়েছিলো নাইট রাইডার্স, হাতের লক্ষ্মী পায়ে ঠেললেন এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *