ipl-2025-fans-laud-karun-despite-loss

IPL 2025: মরসুমের প্রথম চার ম্যাচের একটিতেও হারে নি দিল্লী ক্যাপিটালস (DC)। আজ ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে সেই অপরাজিত তকমা খসে পড়লো তাদের। ১২ রানে বাজিমাত করে গেলো মুম্বই ইন্ডিয়ান্স। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লী অধিনায়ক অক্ষর প্যাটেল। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা রান না পেলেও সূর্য, তিলক, রিকলটনদের সৌজন্যে ২০৫ রান স্কোরবোর্ডে তুলে ফেলে মুম্বই। জবাবে ব্যাট করতে নেমে একটা সময় অবধি এগিয়েই ছিলো ক্যাপিটালস শিবির। দুরন্ত জুটি গড়েন করুণ নায়ার (Karun Nair) ও অভিষেক পোড়েল। কিন্তু শেষরক্ষা হয় নি এর পরেও। মুখ থুবড়ে পড়ে মিডল অর্ডার। রাহুল, অক্ষরদের ব্যর্থতায় চাপ বাড়ে দিল্লীর উপর। শেষবেলায় চেষ্টা করেছিলেন বিপ্রজ নিগম। কিন্তু ১৯৩-তে অল-আউট হয়ে দুই পয়েন্ট হাতছাড়া হলো ক্যাপিটালস স্কোয়াডের।

Read More: IPL 2025: মেজাজ হারিয়ে করুণকে গালিগালাজ বুমরাহ’র, দূরে দাঁড়িয়ে ‘মজা’ দেখলেন রোহিত শর্মা !!

দিল্লী বনাম মুম্বই (DC vs MI) ম্যাচের পর ক্রিকেটজনতার চর্চায় করুণ নায়ার (Karun Nair)। একটা সময় ক্রিকেটের মূলস্রোত থেকে অনেকটা দূরেই সরে গিয়েছিলেন ডান হাতি ব্যাটার। বাদ পড়েছিলেন কর্ণাটক দল থেকে। জাতীয় দলের নির্বাচকদের রেডারেও ছিলেন না তিনি। গত বিজয় হাজারে ট্রফিতে নাটকীয় প্রত্যাবর্তন ঘটান বিদর্ভের জার্সিতে। অবিশ্বাস্য পরিসংখ্যান ছিলো তাঁর। সেই পারফর্ম্যান্সের সুবাদেই এবার আইপিএলে (IPL) সুযোগ মিলেছিলো দিল্লী ক্যাপিটালস স্কোয়াডে। প্রথম চারটি ম্যাচ রিজার্ভ বেঞ্চে কাটানোর পর আজ মাঠে নামার ক্ষেত্রে সবুজ সংকেত মেলে ফাফ দু প্লেসি আহত হওয়ায়। আচমকা চলে আসা সুযোগকে দুই হাতে আঁকড়ে ধরলেন করুণ (Karun Nair)। আজ ওপেন করতে নেমে দিল্লী’র বাইশ গজে রীতিমত তুফান তোলেন তিনি। চার-ছক্কা’র তোড়ে ভাসিয়ে দেন মুম্বইকে।

তিন বছর পর আইপিএল (IPL) খেলতে নেমে ৮৯ রান করলেন করুণ (Karun Nair)। তার পরেও দিল্লী ম্যাচ হারায় মন খারাপ নেটজনতার। ‘ট্র্যাজিক হিরো হয়েই রয়ে যেতে হলো,’ আক্ষেপ চুঁইয়ে পড়েছে এক নেটিজেনের ট্যুইটে। ‘একার কাঁধেই ইনিংসটা টেনে নিয়ে এসেছিলো, কিন্তু দুর্ভাগ্য,’ লিখেছেন আরও একজন। ‘আইপিএল মিটলেই করুণকে জাতীয় দলে ফেরানো উচিৎ,’ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন অন্য এক অনুরাগী। আজকের ম্যাচের আগে বেশ বেকায়দায় ছিলো মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ ম্যাচে মাত্র একটি জয় ছিলো তাদের। আজকের ২ পয়েন্ট খানিক অক্সিজেন যোগালো হার্দক পান্ডিয়াদের (Hardik Pandya)। দল এরপর ঘুরে দাঁড়াবে, আশাবাদী সমর্থকেরা। ‘এটাই হয়ত একটা স্মরণীয় যাত্রাপথের শুরু,’ লিখেছেন একজন। ‘এই ধারাবাহিকতাটা গোটা মরসুম ধরে রাখতে হবে এবার,’ প্রার্থনা অন্য একজনের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: ৬, ৪, ৬, ৪…হতদ্যম বুমরাহ, প্রত্যাবর্তন ম্যাচে ঝড় তুললেন করুণ নায়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *