ipl-2025-fans-laud-gt-bowlers-vs-rcb

IPL 2025: পরপর দু’টি অ্যাওয়ে ম্যাচ জেতার পর আজ মরসুমের প্রথম হোম ম্যাচ খেলতে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স (GT)। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন শুভমান গিল। সাধারণত রয়্যাল চ্যালেঞ্জার্সের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে ছড়ি ঘোরাতে দেখা যায় ব্যাটারদেরই। আইপিএলের (IPL) ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড’ও রয়েছে এই মাঠেই। কিন্তু তা সত্ত্বেও আজ তুল্যমূল্য লড়াইতে এগিয়ে রইলেন গুজরাতের বোলাররাই। দ্বিতীয় ওভারেই জোর ধাক্কা খায় বেঙ্গালুরু (RCB)। সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি। অনামী আর্শাদ খানের বলে ৭ রান করে তিনি আউট হতেই হইচই নেটদুনিয়ায়। ‘ধারাবাহিকতার অভাব ছায়া ফেলেছে কোহলি’র ব্যাটে, হতাশা জাহির করতে শোনা গিয়েছে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে। তাঁকে সমর্থনও করেছে অনেকে।

Read More: IPL 2025 KKR vs SRH: বাদের খাতায় রিঙ্কু সিং, হায়দ্রাবাদের বিরুদ্ধে রদবদল নাইটদের ওপেনিং জুটিতে !!

আজ বেশ খানিকক্ষণ চললো সিরাজ (Mohammed Siraj) বনাম ফিল সল্টের দ্বৈরথ। প্রথম ওভারে দুই বার তাঁকে বাগে পেয়েও সাজঘরে ফেরাতে পারেন নি হায়দ্রাবাদী পেসার। একবার অরক্ষিত অঞ্চলে পড়ে সল্টের পুল, আর একবার সহজ ক্যাচ ফস্কান জস বাটলার। দুজনের লড়াইতে অবশ্য শেষ হাসি সিরাজেরই। তৃতীয় ওভারে তাঁকে বোল্ড করেন রয়্যাল চ্যালেঞ্জার্সের প্রাক্তন তারকা। পুরনো দলের বিরুদ্ধে বল হাতে দুরন্ত পারফর্ম করলেন সিরাজ। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৯ রান খরচ করে তুলে নেন তিন উইকেট। সল্ট ছাড়াও দেবদত্ত পাডিক্কাল ও লিয়াম লিভিংস্টোনকেও সাজঘরে ফেরান তিনি। ‘ঘুরিয়ে একটা থাপ্পড় তাঁদের গালে যাঁরা ওকে রিটেন করে নি,’ সিরাজের সমর্থনে এমন কথাই ট্যুইটারের দেওয়ালে লিখেছেন এক অনুরাগী। ‘আজ আরও একবার জাত চেনালো সিরাজ। বুঝিয়ে দিলো ও কি জিনিস,’ মন্তব্য মিয়াঁ ম্যাজিকে মোহিত আরেক নেটিজেনের।

সল্ট, কোহলি, পাটিদার (Rajat Patidar), পাডিক্কাল-তারকাখচিত ব্যাটারদের ব্যর্থতার দিনে লড়াই চালালেন লিয়াম লিভিংস্টোন, টিভ ডেভিড ও জিতেশ শর্মা। আরসিবি (RcB) জার্সিতে প্রথম অর্ধশতক করলেন ইংল্যান্ড অলরাউন্ডার। জিতেশ ৩৩ ও টিম ডেভিড করেন ৩২ রান। ‘দলে ভারসাম্য রয়েছে। সব পজিশনে সফল হওয়ার মত ক্রিকেটার রয়েছে, এটাই ইতিবাচক দিক,’ মত এক সমর্থকের। তবে ১৬৯ রানে বেঙ্গালুরুকে বেঁধে রেখে আজ সোশ্যাল মিডিয়ার ফোকাস কেড়ে নিয়েছেন সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, সাই কিশোররা। কাঁটার মত শুধু বিঁধছে রশিদ খানের ফর্ম। মরসুমের তৃতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারলেন না আফগান লেগস্পিনার। আজও বিনা উইকেটে খরচ করেছেন ৫৪। ‘ওর হলো টা কি?’ প্রশ্ন তুলেছেন একজন। ‘একটানা এমন হতশ্রী পারফর্ম্যান্স রীতিমত স্বভাববিরুদ্ধ,’ হতাশার স্পষ্ট সুর ধরা পড়েছে আরও এক নেটিজেনের ট্যুইটে।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: RCB vs GT: “স্বার্থপর ক্রিকেটার..” গুজরাটের বিপক্ষে ব্যর্থ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং হচ্ছেন বিরাট!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *