IPL 2025: ‘ঘূর্ণিতেই শেষমেশ বাজিমাত...' চেন্নাইয়ের বিরুদ্ধে হ্যাট্রিক চাহালের, শুভেচ্ছায় ভরালো নেটমাধ্যম !! 1

IPL 2025: ‘ডু অর ডাই’ ম্যাচে আজ পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK vs PBKS)। কিংস বনাম সুপার কিংস দ্বৈরথে টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। আজ ফের হতাশ করেছে চেন্নাইয়ের ওপেনিং জুটি। সাইক রশিদ ১১ ও আয়ুষ মাথরে ৭ রান করে উইকেট খোয়ান। চার নম্বরে নেমে বেশী দূর এগোতে পারেন নি রবীন্দ্র জাদেজাও। কঠিন পরিস্থিতিতে ইনিংসের হাল ধরেছিলেন স্যাম কারান। ইংল্যান্ডের অলরাউন্ডারকে তিন নম্বরে নামিয়েছিলেন কোচ স্টিফেন ফ্লেমিং। তরুণ তুর্কি ডিওয়াল্ড ব্রেভিসকে সঙ্গে নিয়ে সুপার কিংসদের নিশ্চিত পতন রুখলেন তিনি। কারানের (Sam Curran) ইনিংসে ভর দিয়েই ১৯০ রান তুলতে সক্ষম হলো চেন্নাই। ডেথ ওভারে লোয়ার অর্ডার তাসের ঘরের মত ভাঙলেও স্কোরবোর্ডে লড়াই করার মত পুঁজি রয়েছে, আশাবাদী সমর্থকেরা।

Read More: IPL 2025: মাঠের মধ্যেই রিঙ্কুকে সপাটে চড় কুলদীপের, ভাইরাল ভিডিওয়ে ফিরে এলো হরভজন-শ্রীশান্তের স্মৃতি !!

২০১৯ সালে পাঞ্জাব জার্সিতেই আইপিএল (IPL) কেরিয়ার শুরু করেছিলেন স্যাম কারান। ২০২০ তে চলে আসেন চেন্নাইতে। ছিলেন ২০২১ অবধি। ২০২৩ আইপিএলের মিনি নিলামে তৎকালীন রেকর্ড মূল্যে ইংল্যান্ড অলরাউন্ডারকে দলে নিয়েছিলো প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। সামলেছেন সহ-অধিনায়কের দায়িত্ব’ও। কিন্তু ২০২৫-এ আর তাঁকে রিটেন করার পথে হাঁটে নি পাঞ্জাব। নিলামের পর ফের চেন্নাইতেই ফিরেছেন কারান (Sam Curran)। আজ পুরনো দলের বিরুদ্ধে ব্যাট হাতে যেন জবাব দিলেন তিনি। কঠিন পরিস্থিতিতে কারানের ব্যাট থেকে এলো একের পর এক চার-ছক্কা। মাত্র ৪৭ বলে তিনি খেলেন ৮৮ রানের চোখধাঁধানো ইনিংস। শতক হাতছাড়া হলেও ইংল্যান্ড তারকার ব্যাটিং-কে কুর্নিশ জানিয়েছে নেটমাধ্যম। ‘মনে হচ্ছিলো ও অন্য পিচে ব্যাট করছে,’ লিখেছেন এক নেটিজেন। ‘হিসেবে ভুল ছিলো, পাঞ্জাবকে বুঝিয়ে দিলেন কারান,’ মন্তব্য আরেকজনের।

 কারান ছাড়া চেন্নাই ব্যাটিং-এর একমাত্র উজ্জ্বল মুখ ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। দক্ষিণ আফ্রিকার বেবি এবি আজ করলেন ৩২ রান। ’৭৮ রানের ঐ জুটিটাই চেন্নাইকে লড়াইতে রাখলো,’ স্বীকার করে নিয়েছেন এক নেটনাগরিক। ‘কারানের পাশে ব্রেভিসকে ঐ সময় প্রয়োজন ছিলো,’ মন্তব্য আরেকজনের। তবে লোয়ার অর্ডারের পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। যেভাবে দীপক হুডা, মহেন্দ্র সিং ধোনি, শিবম দুবে’রা পরপর আউট হলেন তা মোটেই আদর্শ নয় বলে মনে করছে ক্রিকেটজনতা। ‘ধোনির সত্যিই উচিৎ এবার সরে দাঁড়ানো,’ ট্যুইটারের দেওয়ালে মন্তব্য একজনের। চেপকে দুরন্ত হ্যাট্রিক যুজবেন্দ্র চাহালের। হরিয়ানার লেগস্পিনারের প্রশংসাতেও পঞ্চমুখ নেটজনতা। ‘ফর্মে ফেরার পর থেকে বেশ ধারালো লাগছে ওকে,’ শুভেচ্ছা এক অনুরাগীরা। ‘এই বোলিং-টাই চাই,’ মন্তব্য অন্য এক ভক্তের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: চোট পেয়ে মাঠ ছাড়লেন রাহানে, মাথাব্যথা বাড়লো নাইট রাইডার্স শিবিরের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *