ipl-2025-fans-hail-nitish-rana-blitz

IPL 2025: টানা দুই ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস (RR)। হায়দ্রাবাদের বিরুদ্ধে ভিলেন হয়েছিলো বোলিং। আর কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষে ডুবিয়েছিলো ব্যাটিং ব্যর্থতা। চলতি আইপিএলে (IPL) পয়েন্ট তালিকায় সবার শেষে তারা। আজ গুয়াহাটির মাঠে চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। টসের মুদ্রা পড়েছিলো ঋতুরাজ গায়কোয়াড়ের পক্ষে। প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন তিনি। ইনিংসের শুরুটা ভালো হয় নি রাজস্থানের। ওপেনার যশস্বী জয়সওয়ালকে আউট করেন খলিল আহমেদ। রবিচন্দ্রণ অশ্বিনের হাতে ধরা পড়েন তরুণ বাম হাতি। আইপিএলের অষ্টাদশতম মরসুমে তাঁর অফ ফর্ম অব্যাহত তৃতীয় ম্যাচেও। ৪ রানের মাথায় প্রথম উইকেট খোয়ানোর পর রাজস্থানকে লড়াইতে ফেরান নীতিশ রাণা। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিলো তাঁকে। আজ ব্যাট হাতেই তিনি জবাব দিলেন নিন্দুকদের।

Read More: IPL 2025: “আমরা দুর্দান্ত খেলেছি…” নিয়েছেন পাঁচ উইকেট, তবু দলীয় সাফল্যকেই অগ্রাধিকার স্টার্কের !!

সাত বছর কলকাতা নাইট রাইডার্সে ছিলেন নীতিশ রাণা (Nitish Rana)। ২০২৪-এ বেগুনি-সোনালী জার্সিতে জিতেছেন ট্রফিও। এবার শাহরুখ খান’রা তাঁকে রিলিজ করে দেওয়ায় রাজস্থানে নাম লিখিয়েছেন দিল্লীর ক্রিকেটার। হায়দ্রাবাদ ও নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিলো যথাক্রমে ১১ ও ৮। নতুন পরিবেশে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, আশঙ্কা করছিলেন অনুরাগীরা। কিন্তু যাবতীয় আশঙ্কা তুড়ি মেরে উড়িয়ে আজ ছন্দে ফিরলেন তিনি। মাঠে নামতে হয়েছিলো প্রথম ওভারেই। ইনিংসের শুরু থেকেই সহজাত আগ্রাসনে আস্থা রাখেন নীতিশ। জেইমি ওভারটনকে এক ওভারে জোড়া বাউন্ডারি হাঁকান। অভিজ্ঞ রবিচন্দ্রণ অশ্বিনকেও (Ravichandran Ashwin) রেয়াৎ করেন নি রাণা। পঞ্চম ওভারে তাঁকে পরপর দুটি ছক্কা মারেন তিনি। এরপর হাঁকান একটি বাউন্ডারিও। খলিল আহমেদকে বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতক সম্পূর্ণ করেন নীতিশ। মাত্র ২১ বল খেলে ছুঁয়ে ফেলেন মাইলস্টোন।

যমজ সন্তানের বাবা হতে চলেছেন নীতিশ (Nitish Rana)। পঞ্চাশ পেরোনোর পর তাই সেলিব্রেশন আসন্ন সন্তানদের উৎসর্গ করলেন তিনি। তৈরি হলো এক মন ভালো করা মুহূর্ত। এরপরও জারি রাখেন আক্রমণ। শেষমেশ মাত্র ৩৬ বলে ৮১ রান করে থামলেন তিনি।।তাঁর ইনিংস হইচই ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। পুষ্পা চলচ্চিত্রের অনুকরণে কেউ মিম বানিয়েছেন, ‘রাণা-ফ্লাওয়ার নয়, ফায়ার।’ আবার কেউ প্রশংসা করে লিখেছেন, ‘যখন ওর ব্যাট চলে, তখন প্রতিপক্ষের মুখের ভাষা হারিয়ে যায়।’ ‘নতুন দলের হয়ে যাত্রাপথটা শুভ হোক,’ প্রার্থনা অনুরাগীদের। ‘রাজস্থানকে সাফল্যের সরণিতে ফেরাতে এমনই একটা ইনিংস দরকার ছিলো,’ লিখেছেন একজন। ‘দুর্দান্ত ব্যাটিং, সুরেশ রায়নার কথা মনে পড়ে গেলো,’ স্মৃতির সাগরে ডুব দিয়েছেন কেউ কেউ। ‘এভাবেই এগিয়ে যাও। আরও নতুন শৃঙ্গ জয় করো,’ দিল্লীর বাম হাতিকে শুভেচ্ছা নেটিজেনদের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: স্টার্কের পঞ্চবাণে দিশাহারা সানরাইজার্স, দিল্লীর বিরুদ্ধে ৭ উইকেটে হার কামিন্সবাহিনীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *