ipl-2025-fans-hail-head-inning-vs-rr

IPL 2025: আজ আইপিএল (IPL) অভিযান শুরু করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। মাসখানেক আগে আঙুল ভেঙেছিলো সঞ্জু স্যামসনের। তাঁকে ব্যাটিং-এর ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি। কিন্তু এখনও পর্যন্ত উইকেটকিপিং-এর ছাড়পত্র পান নি তিনি। ফলে সঞ্জুকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান। তাদের কার্যনির্বাহী অধিনায়ক রিয়ান পরাগ টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন আজ। পিচের শুকনো ভাবকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে শুরুতেই চাপে ফেলে দেওয়ার আশায় ছিলেন তিনি। কিন্তু সেই আশায় ফের একবার জল ঢাললো ‘অরেঞ্জ আর্মি’র ধুন্ধুমার ওপেনিং জুটি। ব্যাট হাতে বাইশ গজে ঝড় তুলতে দেখা গেলো অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড’কে। ১১ বলে ২৪ রানের ইনিংস খেলে অভিষেক সাজঘরে ফিরলেও, থামানো যায় নি অজি তারকাকে। আরও একটি অর্ধশতক ছিনিয়ে নিলেন তিনি।

Read More: “পিটিয়ে ছাতু করে দিলো…” জোফরা আর্চারের প্রথম ওভারে ২৩ রান নিলেন ট্রেভিস হেড, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

“আশা রাখবো অভি ও হেডি গতবারের ফর্ম এবারও বজায় রাখবে,” আজ টসের সময় জানিয়েছিলেন সানরাইজার্স (SRH) অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট হাতে দুজনেই বুঝিয়ে দিলেন যে চিন্তার কারণ নেই। ঝড় তুলতে প্রস্তুত তাঁরা। অভিষেক আউট হওয়ার পরেও অ্যাক্সিলারেটর থেকে পা সরান নি হেড (Travis Head)। হায়দ্রাবাদের মাঠে অ্যাসেজের আগুন’ও খানিক উস্কে দিলেন ‘অরেঞ্জ আর্মি’র বাম হাতি ব্যাটার। ইংল্যান্ডের জোফ্রা আর্চারের বিরুদ্ধে জ্বলে ওঠেন তিনি। এক ওভারে হাঁকান চারটি বাউন্ডারি ও একটি ছক্কা। ২১ বলে অর্ধশতক সম্পূর্ণ করেন তিনি। এরপর বাউন্ডারি হাঁকান সন্দীপ শর্মা ও তুষার দেশপাণ্ডের বলেও। শেষমেশ দশম ওভারের তৃতীয় বলে মিড অফের উপর দিয়ে ছক্কা মারতে গিয়ে ভুল করেন বসেন ট্র্যাভিস হেড। মাত্র ৩১ বল খেলে ৩টি ছক্কা ও ৯টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করে থামতে হয় তাঁকে।

গত বছর ৫৬৭ রান করেছিলেন ট্র্যাভিস হেড। এবারও আইপিএলের (IPL) প্রথম ম্যাচেই যেভাবে বোলার সংহার চালাতে দেখা গেলো তাঁকে, তাতে বেশ স্বস্তিতে সানরাইজার্স সমর্থকেরা। অজি সুপারস্টারকে শুভেচ্ছায় ভরিয়েছেন তাঁরা। ‘এভাবেই গোটা মরসুমটা খেললে ট্রফিজয় আটকায় কে?’ প্রতিপক্ষদের দিকেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কেউ কেউ। ‘হেড যখন ছন্দে থাকে, তখন বাইশ গজে তুফান দেখা যায়,’ মন্তব্য এক নেটিজেনের। ‘উফফ!! বলের সুতো খুলে নিয়েছে নিশ্চয়ই,’ লিখেছেন আরেকজন। ‘নিঃসন্দেহে এই মুহূর্তে টি-২০ দুনিয়ার সেরা ব্যাটার,’ লিখেছেন আরও একজন। আন্তর্জাতিক আঙিনায় বারবার ভারতের ত্রাস হয়ে উঠতে দেখা গিয়েছে হেড’কে। সেই প্রসঙ্গ’ও তুলেছেন কেউ কেউ। ‘আইপিএল’ই একমাত্র টুর্নামেন্টে যেখানে হেডের এই ইনিংসগুলো উপভোগ করা যায়, না হলে তা সাধারণত আমাদের বিপক্ষেই যায়,’ সরস মন্তব্য এক ক্রিকেটপ্রেমীর।

দেখুন ট্যুইট চিত্র-

 

Also Read: IPL 2025: উদ্বোধনী ম্যাচেই চোট KKR তারকার, রাজস্থানের বিপক্ষে খেলা অনিশ্চিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *