IPL 2025: ২০২২ সাল থেকে আইপিএলে অংশ নিচ্ছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। প্রথম দুই মরসুমে প্লে-অফের চৌকাঠ পেরিয়েছিলো তারা। দুইবারই যদিও এলিমিনেটর থেকে ছিটকে যেতে হয়েছে, তবুও বিশ্বের কঠিনতম ফ্র্যাঞ্চাইজি লীগে শেষ চারের ছাড়পত্র আদায় করাকেও সাফল্য হিসেবেই দেখছিলো ক্রিকেটমহল। কিন্তু ২০২৪-এর আইপিএলে (IPL) মুখ থুবড়ে পড়েছে তারা। ভালো শুরু করেও লীগ পর্বের শেষ ল্যাপে পরপর হার তাদের ছিটকে দিয়েছিলো ট্রফির দৌড় থেকে। শেষমেশ সপ্তম স্থানেই ঠাঁই হয় তাদের। সংগ্রহে ছিলো ১২ পয়েন্ট। মাঠে দাঁডিয়েই কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) যেভাবে ধমকেছিলেন কে এল রাহুলকে (KL Rahul), তা থেকেই স্পষ্ট যে দলের পারফর্ম্যান্সে যে ম্যানেজমেন্ট খুশি নয়। ব্যর্থতার অন্ধকার থেকে বেরিয়ে আসতে নতুন পরিকল্পনা সাজাচ্ছে তারা। আগামী মরসুমে নতুন অধিনায়ককে দেওয়া হতে পারে দল পরিচালনার দায়িত্ব।
Read More: বিসিসিআই-এর উপেক্ষার জবাব দিলেন এই বোলার, বিধ্বংসী স্পেলে গুঁড়িয়ে দিলেন প্রতিপক্ষকে !!
রাহুলের লক্ষ্ণৌ ত্যাগ সময়ের অপেক্ষা ?
গোয়েঙ্কার সাথে বাদানুবাদের পর ক্রিকেট বিশেষজ্ঞরা একপ্রকার নিশ্চিতই ছিলেন যে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) জার্সিতে ২০২৫-এর আইপিএলে (IPL) আর দেখা যাবে না কে এল রাহুল’কে (KL Rahul)। অপমানিত ক্রিকেট তারকা দল ছাড়ার কথা ভাববেন। শোনা গিয়েছিলো তিনি রিলিজ চেয়ে নিলে আটকানোর চেষ্টা করবে না ফ্র্যাঞ্চাইজিও। গোটা ঘটনাটি নতুন মোড় নেয় গত মাসে। কলকাতায় সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) বাসভবনে এসে বৈঠক সারেন রাহুল। তবে কি বরফ গললো? প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো। কোনো সদুত্তর অবশ্য মেলে নি এখনও। সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন গোয়েঙ্কা। সেখানে নতুন মেন্টর হিসেবে জাহির খানের নাম ঘোষিত হলেও রাহুলের ভবিষ্যৎ সম্পর্কে কোনো তথ্য দেন নি তিনি।
লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) কর্ণধারকে জিজ্ঞাসা করা হয়েছিলো কর্ণাটকের ক্রিকেট তারকা আদৌ আগামী মরসুমে থাকছেন কিনা। তিনি জবাবে কেবল জানান, “রাহুল আমাদের পরিবারের অংশ।” অধিনায়কত্ব থাকছে তাঁর? ফের হেঁয়ালি জিইয়ে রেখে গোয়েঙ্কা জানান, “রিটেনশন ও অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও অনেক সময় রয়েছে।” এই অনিশ্চয়তার আবহে রাহুল (KL Rahul) নিজে থাকতে চান কিনা তার উপর অনেকখানি নির্ভর করছে তাঁর আইপিএল ভবিষ্যৎ। এক্ষুণি এই নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাইছেন না বিশেষজ্ঞরাও। অনেকের মতে রিলিজ চেয়ে নেওয়াই উচিৎ তাঁর। অনেকে আবার মনে করছেন নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও লক্ষ্ণৌতেই থেকে যাবেন রাহুল।
দু প্লেসি’র দিকে নজর সুপারজায়ান্টসের-
শুভঙ্কর মিশ্রের পডকাস্ট অনুষ্ঠানে এসে লক্ষ্ণৌ দলের ক্রিকেটার অমিত মিশ্র কটাক্ষ করেছিলেন কে এল রাহুলের (KL Rahul) অধিনায়কত্ব নিয়ে। অভিজ্ঞ লেগস্পিনার আরও জানান আগামী আইপিএলে (IPL) ‘উন্নততর’ কোনো অধিনায়কের সন্ধানে থাকবে ফ্র্যাঞ্চাইজি। কে পাবেন সেই দায়িত্ব? প্রশ্ন রয়েছে আপাতত। কেউ কেউ নিকোলাস পুরান বা মার্কাস স্টয়নিসের নাম বলছেন। দৌড়ে রয়েছেন ক্রুণাল পাণ্ডিয়া। পাশাপাশি হাওয়ায় ভাসছে ফাফ দু প্লেসি’র নাম’ও। ২০২২ থেকে ২০২৪ অবধি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন প্রোটিয়া তারকা। ব্যাট হাতে সাফল্য পেয়েছেন, সামলেছেন নেতৃত্বের দায়িত্ব’ও। কিন্তু ৪০ পেরোনো তারকাকে আর ধরে রাখতে রাজী নয় দল। আরসিবি সম্ভবত রিলিজ করবে তাঁকে। সেই সুযোগেরই অপেক্ষায় লক্ষ্ণৌ। দু প্লেসিকে দলে নিয়ে তাঁর হাতে তুলে দেওয়া হতে পারে নেতৃত্বের ব্যাটন।