IPL 2025: গত বছর লীগ তালিকায় দশম স্থানে শেষ করেছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এবার তাদের কাছে সুযোগ ছিলো সেই ফলাফল পুরোপুরি উলটে দেওয়ার। প্লে-অফের যোগ্যতা হার্দিক পান্ডিয়ারা আগেই অর্জন করেছিলেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মরসুমের শেষ লীগ ম্যাচে জয় পেলে পয়েন্ট তালিকারও শীর্ষে পৌঁছে যেতে পারতেন তাঁরা। জায়গা করে নিতে পারতেন প্রথম কোয়ালিফায়ারে। কিন্তু জয়পুরের সোয়াই মানসিংহ্ স্টেডিয়ামে ভাগ্য সহায় হলো না মুম্বইয়ের। পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে ৭ উইকেটের ব্যবধানে হেরে গেলো তারা। টসে হেরে প্রথম ব্যাটিং করতে হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্সকে। ১৮৪ রান তোলে তারা। জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলে পাঞ্জাব (PBKS)। প্রিয়াংশ আর্য ও জশ ইংলিসের ধুন্ধুমার অর্ধশতকে ৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। গুজরাত টাইটান্সকে সরিয়ে জায়গা করে নেয় লীগ শীর্ষে।
Read More: এই নজির কারো নেই, প্রথম অধিনায়ক হিসেবে আইপিএলে নতুন রেকর্ড গড়লেন শ্রেয়স আইয়ার !!
মুম্বইয়ের জন্য অপেক্ষায় এলিমিনেটর-

এবারের আইপিএলের (IPL) প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে হেরেছিলো মুম্বই (MI)। এরপর টানা পাঁচটি জয় তাদের প্লে-অফের খুব কাছাকাছি পৌঁছে দিয়েছিলো। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বৃষ্টিভেজা ম্যাচে পরাজয়ের ফলে খানিক হোঁচট খেলেও দৌড় থেকে ছিটকে যান নি হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। ঘরের মাঠ ওয়াংখেড়তে দিল্লী ক্যাপিটালকে বড় ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন তাঁরা। শেষমেশ ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লীগ পর্বে ইতি টেনেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। পয়েন্ট তালিকায় তারা রয়েছে চার নম্বরে। অর্থাৎ খেলতেই হবে এলিমিনেটর। প্রতিপক্ষ কে হবে তা জানা যাবে আজ। যদি আজ লক্ষ্ণৌকে হারিয়ে দেয় বেঙ্গালুরু (RCB) তাহলে মুম্বই মাঠে নামবে গুজরাতের বিরুদ্ধে। আর যদি আজ হারে আরসিবি, সেক্ষেত্রে এলিমিনেটরেই সম্মুখসমরে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মা’কে।
পয়েন্ট তালিকার প্রথম দুই স্থানে থেকে লীগ পর্ব শেষ করলে ফাইনালে যাওয়ার ক্ষেত্রে একটি বাড়তি সুযোগ পাওয়া যায়। প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল সরাসরি ফাইনালে গেলেও বিজিত দল ছিটকে যায় না টুর্নামেন্ট থেকে। বরং সুযোগ পায় দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার। কিন্তু এলিমিনেটরে সেই বিলাসিতা নেই। হারলে তৎক্ষণাৎ বিদায় নিশ্চিত। জিতলেও খেলতে হয় দ্বিতীয় কোয়ালিফায়ারে। অর্থাৎ মুম্বইয়ের (MI) ফাইনালে পৌঁছানোর পথটা যে সহজ হবে না তা বলাই বাহুল্য। একাধিক হেভিওয়েট দলের মুখোমুখি হতে হবে তাদের। শেষ চারের ম্যাচে ইংল্যান্ডের উইল জ্যাকস’কে (Will Jacks) পাবে না মুম্বই। জাতীয় দলের ম্যাচ থাকার দরুণ দেশে ফিরে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার করবিন বশ ও রায়ান রিকলটন’ও (Ryan Rickleton)। তাঁদের অভাব সামলে আদৌ তারা সেরাটা দিতে পারে কিনা তা নিয়ে আশঙ্কায় সমর্থকেরা।
প্লে-অফে মুম্বইয়ের পরিসংখ্যান-

গত সতেরো বছরের মধ্যে আটবার আইপিএলের (IPL) প্লে-অফে পা রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এর মধ্যে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০তে চ্যাম্পিয়ন হয়েছে তারা। পেয়েছে টুর্নামেন্টের ইতিহাসে সফলতম ফ্র্যাঞ্চাইজি হওয়ার তকমা। মাত্র তিন বার শেষ চারের যোগ্যতা অর্জন করার পরেও ফিরতে হয়েছে খালি হাতে। এর মধ্যে ২০১০ সালে রানার্স-আপ হয়েছিলো মুম্বই। খেতাবী দ্বৈরথে হারতে হয়েছিলো চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে। ২০১৪ সালে এলিমিনেটর থেকে ছিটকে যান রোহিত শর্মা’রা। এবারও পথের কাঁটা হয়েছিলো সেই চেন্নাই’ই। ২০২৩ সালে এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে হারিয়েছিলো মুম্বই। কিন্তু টপকাতে পারে নি দ্বিতীয় কোয়ালিফায়ারের বাধা। গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে হেরে থামতে হয়েছিলো তাদের। এবার ফলাফল কি হয় সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে অনুরাগীরা।