ipl-2025-dube-jadeja-steady-csk-vs-mi
Shivam Dube and Ravindra Jadeja | Image: Getty Images

IPL 2025: আজ আইপিএলের (IPL) এল-ক্লাসিকো। মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। প্রথম দফার লড়াইতে বাজিমাত করেছিলো চেন্নাই। চেপকে ৪ উইকেটের ব্যবধানে জিতেছিলো তারা। কিন্তু এরপর কেটে গিয়েছে অনেকগুলো দিন। একের পর এক ম্যাচ হেরে এই মুহূর্তে লীগ তালিকার সবার শেষে মহেন্দ্র সিং ধোনি’রা। অন্যদিকে মুম্বইয়ের অবস্থাও বিশেষ আশাপ্রদ নয়। তারা ৭ ম্যাচ খেলে জিতেছে কেবল ৩টি। হারতে হয়েছে ৪ ম্যাচ। আপাতত লীগ তালিকায় সাত নম্বর স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়ারা। প্লে-অফ স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ তাই জয় দরকার দুই পক্ষেরই। ওয়াংখেড়েতে টসে জেতে মুম্বই। প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক পান্ডিয়া। শিবম দুবে ও রবীন্দ্র জাদেজা ছাড়া ব্যাট হাতে বিশেষ সুবিধা করতে পারেন নি চেন্নাইয়ের কেউই। শেষমেশ ২০ ওভারে তারা থেমেছে ১৭৫ রানে।

Read More: “খেলা ছেড়ে দাও তোমরা…” মুম্বইয়ের বিরুদ্ধে ১৭৬ রানে শেষ হলো চেন্নাইয়ের ব্যাটিং, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

নড়বড়ে চেন্নাইয়ের ত্রাতা দুবে-জাদেজা-

Shivam Dube | IPL | Image: Getty Images
Shivam Dube | IPL | Image: Getty Images

রচিন রবীন্দ্রের (Rachin Ravindra) অফ ফর্ম অব্যাহত। নিউজিল্যান্ডের তরুণ ওপেনার আজ মাত্র ৫ রান করেই ফেরেন সাজঘরে। অশ্বিনী কুমারের বল তাঁর ব্যাট ছুঁয়ে জমা পড়েছিলো উইকেটরক্ষক রায়ান রিকলটনের দস্তানায়। গতকাল রাজস্থানের হয়ে অনবদ্য খেলেছিলেন বছর ১৪-র বৈভব সূর্যবংশী। আজ চেন্নাই (CSK) জার্সিতে জাত চেনালেন আরেক টিন-এজার। আহত ঋতুরাজ গায়কোয়াড়ের বদলে মুম্বইয়ের আয়ুষ মাথরেকে (Ayush Mhatre) নিয়েছে সিএসকে। চেনা মাঠে বছর ১৭-এর কিশোর করেন ১৫ বলে ৩২। তিন নম্বরে নেমে চারটি বাউন্ডারি ও দুটি ছক্কা হাঁকান তিনি। দীপক চাহারের বলে শেষমেশ থামে তাঁর ঝোড়ো ক্যামিও। ওপেনার সাইক রশিদ (Shaik Rasheed) যদিও বেশী কিছু করতে পারেন নি আজ। ২০ বলে খেলে তাঁর ঝুলিতে মাত্র ১৯। স্যান্টনারের বলে স্টাম্পড হন তিনি।

৬৩ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়েছিলো চেন্নাই (CSK)। এরপর ইনিংসের হাল ধরেন শিবম দুবে (Shivam Dube) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। শুরুতে বেশ ধীর গতিতেই এগোচ্ছিলেন দু’জনে। স্ট্রাইক রেট ঘোরাফেরা করছিলো ১০০’র আশেপাশে। কিন্তু ১৫তম ওভার থেকে গিয়ার পাল্টাতে দেখা গেলো তাঁদের। প্রত্যাঘাতের শুরুটা করেছিলেন শিবম’ই। ট্রেন্ট বোল্টকে এক ওভারে চার ও ছক্কা হাঁকান। পরের ওভারে তরুণ অশ্বিনী কুমারকে একটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান বাম হাতি ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে মুম্বুইয়ের হয়েই খেলেন শিবম (Shivam Dube)। নিজের ঘরের মাঠে অর্ধশতকের মাইলস্টোন ছুঁলেন তিনি। তবে ৩২ বলে ৫০ করেই থামতে হয় তাঁকে। ১৭তম ওভারে জসপ্রীত বুমরাহ’র শিকার হন তিনি। জাদেজার সাথে জুটি বেঁধে স্কোরবোর্ডে যোগ করেন ৭৯ রান।

ব্যর্থ ধোনি, অর্ধশতক জাদেজার-

Ravindra Jadeja | IPL | Image: Getty Images
Ravindra Jadeja | IPL | Image: Getty Images

ছয় নম্বরে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আজ মাত্র ৪ রান করে বুমরাহ’র দ্বিতীয় শিকার হন তিনি। চোট সারিয়ে ফেরার পর তাঁকে চেনা ছন্দে দেখা যাচ্ছিলো না এতদিন। আজ ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ২ উইকেট তুলে ফর্মে ফেরার আভাস দিলেন তিনি। চেন্নাইকে লড়াই করার জায়গায় পৌঁছে দিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। জেইমি ওভারটনের ওভারের জোড়া বাউন্ডারি হাঁকান তিনি। শেষ ওভারে ট্রেন্ট বোল্টকে পরপর দুই বলে যথাক্রমে ছক্কা ও চার মেরে সম্পূর্ণ করেন অর্ধশতক। ইনিংস শেষে ৫৩ করে অপরাজিত রইলেন তিনি। মেরেছেন চারটি চার ও দুটি ছক্কা। মুম্বই বোলারদের মধ্যে বুমরাহ ছাড়াও আজ সফল স্যান্টনার। ১৪ রান খরচ করে ১টি উইকেট পেয়েছেন তিনি। ১টি করে উইকেট দীপক চাহার ও অশ্বিনী কুমারেরও।

Also Read: IPL 2025: অপমানের জবাব দিলো বেঙ্গালুরু, বিরাট-দেবদত্তদের তোপের মুখে ধরাশায়ী পাঞ্জাব কিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *