ipl-2025-dhoni-to-leave-csk-captaincy

IPL 2025: চলতি আইপিএলে (IPL) রীতিমত বিপর্যয়ের সম্মুখীন চেন্নাই সুপার কিংস। মুম্বইকে হারিয়ে মরসুম শুরু করলেও এরপর মুখ থুবড়ে পড়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। বেঙ্গালুরু, রাজস্থান, দিল্লী, পাঞ্জাব ও কলকাতার বিরুদ্ধে পরপর হেরে আপাতত পয়েন্ট তালিকায় সবার নীচে চেন্নাই শিবিরে। নিজেদের ইতিহাসে এই প্রথমবার একটানা পাঁচটি ম্যাচ হারার লজ্জা সইতে হচ্ছে তাদের। কঠিন সময়ে সমস্যা বাড়িয়েছে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) চোট। গুয়াহাটিতে ব্যাটিং-এর সময় তুষার দেশপাণ্ডের বলে কনুইতে আঘাত পেয়েছিলেন তিনি। ‘আহত’ অবস্থায় দুটি ম্যাচও খেলেন। কিন্তু স্ক্যানে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ায় শেষমেশ তাঁকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এমতাবস্থায় ঘোর সঙ্কটে সেই মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) শরণাপন্নই হয়েছিলো ‘সুপার কিংস’ থিঙ্কট্যাঙ্ক।

Read More: ক্রিকেট প্রশাসনে প্রত্যাবর্তন সৌরভ গাঙ্গুলী’র, আইসিসি’র অন্দরেও এবার চলবে দাদাগিরি !!

নেতৃত্ব থেকে অব্যাহতি নিতে পারেন ধোনি-

Chennai Super Kings | IPL | Image: Getty Images
Chennai Super Kings | IPL | Image: Getty Images

 

২০০৮ অর্থাৎ আইপিএলের (IPL) প্রথম মরসুম থেকে চেন্নাই সুপার কিংসে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। মাঝে ২০১৬ ও ২০১৭ সালে যখন নির্বাসনের মুখে পড়েছিলো ফ্র্যাঞ্চাইজি, তখন কেবল যোগ দিয়েছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টসে। ২০১৮তে ফের গায়ে চাপান হলুদ জার্সিই। ২০২১ অবধি একটানা চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন ধোনি। নেতৃত্ব থেকে অব্যাহতি চান ২০২২ সালে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পান রবীন্দ্র জাদেজা। কিন্তু দাগ কাটতে পারেন নি। মরসুমের মাঝপথে ফের দলের রাশ হাতে তুলে নিতে হয় ‘থালা’কেই। ২০২৩-এ তাঁর হাত ধরে পঞ্চম বার আইপিএল (IPL) ট্রফি জেতে সিএসকে। টুর্নামেন্টের সফলতম অধিনায়কদের তালিকায় রোহিত শর্মা’র সাথে শীর্ষস্থান ভাগাভাগি করে নেন কিংবদন্তি তারকা। ২০২৪-এ আর পদ আঁকড়ে রাখতে চান নি ধোনি (MS Dhoni)। উত্তরসূরি হিসেবে বেছে নেন ঋতুরাজকে।

মরসুমের মাঝপথে ঋতুরাজ ছিটকে যাওয়ায় ধোনি’র (MS Dhoni) অভিজ্ঞতার উপরেই আস্থা রেখেছিলো টিম ম্যানেজমেন্ট। মগজাস্ত্রের প্রয়োগে বেলাইন হয়ে যাওয়া চেন্নাই এক্সপ্রেসকে সঠিক ট্র্যাকে ফেরত আনবেন ‘ক্যাপ্টেন কুল,’ প্রত্যাশা ছিলো তাঁদের। কিন্তু সেই প্রত্যাশা পূরণে সফল হন নি ধোনি। নাইট রাইডার্সের বিরুদ্ধে গত শুক্রবার ম্যাচ ছিলো সিএসকে’র। মাথা তুলেই দাঁড়াতে পারে নি পাঁচ বারের চ্যাম্পিয়নরা। ৯.৫ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় কলকাতা (KKR)। বেনজির ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় তাঁরা। ৪৩-এর ধোনি’র মগজাস্ত্রের ধার আর আগের মত রয়েছে কিনা তা নিয়েও উঠতে শুরু করে প্রশ্ন। বিশেষজ্ঞদের অনেকেই বলতে শুরু করেছেন যে আইপিএল (IPL) কেরিয়ারের সায়াহ্নে এসে আর নেতৃত্বের বাড়তি চাপ নেওয়ার প্রয়োজন নেই ধোনি’র। বরং রচিন রবীন্দ্রের মত কারও হাতে দায়িত্ব সঁপে খোলে মনে খেলুন তিনি।

চেন্নাই জার্সিতে দেখা যাবে আয়ুষ মাথরেকে-

Ayush Mhatre | IPL | Image: Getty Images
Ayush Mhatre | Image: Getty Images

ঋতুরাজ গায়কোয়াড়ের বদলি হিসেবে বছর ১৭-এর আয়ুষ মাথরেকে (Ayush Mhatre) সই করালো চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ের কিশোর ইতিমধ্যেই ভারতীয় যুব দলের হয়ে ইমার্জিং এশিয়া কাপ খেলে ফেলেছেন। গত বছর ইরানী কাপে প্রথম শ্রেণির খেলায় অভিষেক হয় তাঁর। এখনও অবধি ৯টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন তিনি। প্রায় ৩২ গড়ে রয়েছে ৫০৪ রান। ইতিমধ্যে ২টি শতরান ও ১টি অর্ধশতক’ও করে ফেলেছেন আয়ুষ। সাদা বলের ক্রিকেটেও দুর্দান্ত পরিসংখ্যান তাঁর। সাতটি লিস্ট-এ ম্যাচে প্রায় ৬৬ গড় ও ১৩৬ স্ট্রাইক রেটে ৪৫৮ রান। জোড়া শতরান করেছেন পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও। নাগাল্যান্ডের বিরুদ্ধে ১৮১ ও সৌরাষ্ট্রের বিপক্ষে করেছেন ১৪৮ রান। বেশ কিছু সময় ধরেই সিএসকে’র (CSK) রেডারে ছিলেন তিনি। দুই সপ্তাহ অনুশীলনও করছলেলন ‘সুপার কিংস’দের নেটে। অবশেষে ভাগ্য খুললো তাঁর।

Also Read: IPL 2025: ঋতুরাজের বিকল্প খুঁজে নিলো চেন্নাই, ভাঙা ব্যাটে খেলেই আইপিএলে বছর সতেরোর কিশোর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *