IPL 2025: “বিশ্বাসঘাতক এসে গেছে ...” কলকাতার বিরুদ্ধে ম্যাচের আগে MS ধোনির মন্তব্য ঘিরে শোরগোল !! 1

IPL 2025: চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস (CSK) ও কলকাতা নাইট রাইডার্স (KKR)। এক দলের ঝুলিতে রয়েছে পাঁচটি আইপিএল (IPL) ট্রফি, অন্য দল খেতাব জিতেছে তিন বার-অর্থাৎ খাতায় কলমে দুই শিবিরকেই হেভিওয়েট বলতে বাধ্য ক্রিকেটবোদ্ধারা। কিন্তু তাদের সাম্প্রতিক পারফর্ম্যান্স অতীতের দাপটের সাক্ষ্য বহন করছে না। জয় দিয়ে অষ্টাদশতম মরসুম শুরু করলেও একটানা চারটি ম্যাচ হেরে বসেছে চেন্নাই। লীগ তালিকায় এই মুহূর্তে তারা রয়েছে নয় নম্বরে। অন্যদিকে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ কলকাতার (KKR) অবস্থাও বিশেষ ভালো নয়। তারা এখনও অবধি পাঁচ ম্যাচ খেলে হেরেছে তিনটি। জয়ের সংখ্যা দুই। আপাতত পয়েন্ট তালিকায় রয়েছে ছয় নম্বরে। আজ চেপকের মাঠে একটা জয় অক্সিজেন যোগাতে পারে দুই শিবিরকে।

Read More: প্রীতি জিন্টার দেওয়া উপহার নিয়ে তুমুল অশান্তি, হাতাহাতিতে জড়িয়ে পড়লেন পাঞ্জাব সমর্থকরা !!

ব্র্যাভোকে ‘বিশ্বাসঘাতক’ বললেন ধোনি-

Dwayne Bravo and MS Dhoni | IPL | Image: Getty Images
Dwayne Bravo and MS Dhoni | IPL | Image: Getty Images

২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) জার্সিতে আইপিএল (IPL) অভিষেক হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। আম্বানিদের দলে বছর তিনেক কাটানোর পর তিনি যোগ দেন চেন্নাইতে। ২০১১ থেকে ২০১৫ অবধি গায়ে চাপিয়েছেন হলুদ জার্সি। মাঝে দুই বছর যখন নির্বাসিত ছিলো সিএসকে, তখন নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাত লায়ন্সের হয়ে খেলতে দেখা গিয়েছে তাঁকে। ২০১৮তে ফের চেন্নাইতে ফেরেন তিনি। খেলেছেন ২০২২ সাল অবধি। ক্রিকেটার হিসেবে আইপিএল’কে (IPL) বিদায় জানানোর পরেও ‘সুপার কিংস’দের (CSK) সাথে সম্পর্কে ছেদ পড়ে নি তাঁর। ২০২৩-এ বোলিং পরামর্শদাতা হিসেবে ডাগ-আউটে উপস্থিত ছিলেন তিনি। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ হিসেবে চেন্নাই সুপার কিংসের হয়ে চার বার আইপিএল জিতেছেন ব্র্যাভো।

চলতি মরসুমে ব্র্যাভো (Dwayne Bravo) রয়েছেন নাইট রাইডার্স (KKR) শিবিরে। গৌতম গম্ভীর পদত্যাগ করার পর ‘মেন্টর’ হিসেবে ক্যারিবিয়ান তারকাকে নিয়োগ করেছেন শাহরুখ খান’রা। চেনা চেপকে গতকাল নাইট রাইডার্সের অনুশীলনের সময় হাজির ছিলেন ব্র্যাভো। মাঠে উপস্থিত ছিলেন চেন্নাই সুপার কিংস ক্রিকেটাররাও। নেটে ধোনি’কে ব্যাটিং অনুশীলন করতে দেখে এগিয়ে যান ক্যারিবিয়ান কিংবদন্তি। প্রাক্তন সতীর্থকে দেখেই হাসিমুখে ধোনি (MS Dhoni) বলেন, “ঐ যে বিশ্বাসঘাতক এসে গিয়েছে।” জবাবে ব্র্যাভো’কে বলতে শোনা যায়, “লাইফ ইজ সো আনফেয়ার।” একে অন্যের সাথে করমর্দন’ও করেন তাঁরা। চলে কুশল বিনিময়। ব্র্যাভোর (Dwayne Bravo) সাথে দীর্ঘদিন চেন্নাই (CSK) ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তিনিও আলিঙ্গন করেন নাইটদের মেন্টরকে।

দেখুন সেই ভিডিও-

নেতৃত্ব ফিরে পেয়েছেন ‘থালা’-

MS Dhoni | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

২০২৩-এ চেন্নাই সুপার কিংস আইপিএল (IPL) জেতার পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড়কে। কিন্তু ২০২৫ মরসুমের মাঝপথে ফের তাঁর হাতেই উঠতে চলেছে চেন্নাইয়ের নেতৃত্বভার। গত ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তুষার দেশপাণ্ডের বলে কনুইতে আঘাত পেয়েছিলেন ঋতুরাজ (Ruturaj Gaikwad)। চোট নিয়েই এরপর দু’টি ম্যাচও খেলেন তিনি। তবে অস্বস্তি যে রয়েছে তা স্পষ্ট ছিলো শরীরী ভাষাতে। গতকাল স্ক্যানে কনুইতে চিড় ধরা পড়েছে তাঁর। এই মরসুমে আর মাঠে নামার সম্ভাবনা নেই মহারাষ্ট্রের তারকার, জানিয়েছেন চিকিৎসকেরা। সেই কারণেই ফের একবার ধোনির (MS Dhoni) শরণাপন্ন হয়েছে ফ্র্যাঞ্চাইজি। সম্ভবত এবারই শেষ আইপিএল খেলছেন কিংবদন্তি তারকা। ট্রফি জিতিয়ে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন কিনা সেদিকে নজর থাকবে সকলের।

Also Read: IPL 2025 CSK vs KKR Preview: জয়ের সরণিতে ফিরতে মরিয়া চেন্নাই, চেপকে নাইটদের ‘পাখির চোখ’ও দুই পয়েন্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *