IPL 2025: আইপিএলের (IPL) ঢাকে কাঠি পড়লো আজ। বৃষ্টির ভ্রুকুটি তুড়ি মেরে উড়িয়ে ক্রিকেট উৎসবে সামিল হলো কলকাতা (KKR)। জমজমাট এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগের অষ্টাদশতম মরসুমকে স্বাগত জানালো বিসিসিআই। সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্বয়ং শাহরুখ খান। পারফর্ম করেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানিদের মত নক্ষত্রেরা। এক ঘন্টার অনুষ্ঠান তারিয়ে তারিয়ে উপভোগ করলেন ইডেনের ৬৫ হাজার দর্শক। উদ্বোধনী অনুষ্ঠানের কারণেই মিনিট পনেরো পিছিয়ে গিয়েছিলো টস। নির্ধারিত সময় ৭টার বদলে সন্ধ্যে ৭টা ১৫ মিনিটে হয় তা। ম্যাচ অবশ্য শুরু হয়েছে যথাসময়েই। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) নবনিযুক্ত অধিনায়ক রজত পাটিদার। ঘরের মাঠে ইনিংসের শুরুটা ভালো হয় নি ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ নাইটদের (KKR)। প্রথম ওভারেই খোয়াতে হয়েছে উইকেট।
Read More: IPL 2025, KKR vs RCB TOSS REPORT in BENGALI: টস জিতলো RCB, ম্যাচ জিততে KKR দলে এন্ট্রি নিলেন ‘কোহলির শত্রু’ !!
সুনীল নারাইনের (Sunil Narine) সাথে আজ কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে ওপেন করতে নেমেছিলেন ক্যুইন্টন ডি কক। অনুশীলন ম্যাচে ভালো পারফর্ম করেছিলেন তিনি। কিন্তু আইপিএলের প্রথম ম্যাচে ব্যর্থতাই সঙ্গী হলো দক্ষিণ আফ্রিকার বাম হাতি উইকেটরক্ষক-ব্যাটারের। ওভারের তৃতীয় বলে পুল মারতে গিয়ে তুলে বসেছিলেন ক্যাচ। কিন্তু সে যাত্রা রক্ষা পান ডি কক (Quinton de Kock)। সহজ ক্যাচ হাতছাড়া করেছিলেন সুয়শ শর্মা। জীবন ফিরে পেয়েও অবশ্য ইনিংস দীর্ঘায়িত করতে পারলেন না তিনি। পঞ্চম বলটিতে ছুঁড়ে এলেন উইকেট। অস্ট্রেলীয় পেসার জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) ইনস্যুইং-এর মোকাবিলা করতে ব্যর্থ হন তিনি। ডি ককের বাড়িয়ে দেওয়া ব্যাটের ভেতরের দিকে কোণে লাগে বল। ডান দিকে বেশ খানিকটা ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ তালুবন্দী করেন বেঙ্গালুরু উইকেটরক্ষক জিতেশ শর্মা (Jitesh Sharma)।
জিতেশ বলটি সঠিক ভাবে দস্তানাবন্দী করতে পেরেছেন কিনা তা খতিয়ে দেখার জন্য ডি কক’কে মুহূর্তের জন্য ক্রিজে অপেক্ষা করার নির্দেশ দিয়েছিলেন চতুর্থ আম্পায়ার। আশা জেগেছিলো নাইট ভক্তদের মনে। কিন্তু কিছুক্ষণের মধ্যে নিভে যায় সেই প্রদীপটিও। রিপ্লে’তে স্পষ্ট হয়ে যায় যে বলের কোনো অংশ মাটি স্পর্শ করে নি ক্যাচের আগে। হ্যাজেলউডের ওভারের দ্বিতীয় বলটিতে একটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন ডি কক। সেই চার রান করেই আজ থামতে হলো তাঁকে। প্রথম ওভারেই উইকেট হারানোর পর অবশ্য আক্রমণের পথ থেকে সরে আসে নি কলকাতা। স্কোরবোর্ডকে সচল রাখার ভার কাঁধে তুলে নিয়েছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। চেন্নাইতে গত দুই বছর যেমন ‘ফ্রি রোল’-এ খেলে সাফল্য পেয়েছেন, এবার নাইটদের হয়েও সেই ভূমিকা পালন করার চেষ্টায় তিনি। প্রতিবেদন লেখার সময় অবধি রাহানের স্কোর ১৬ বলে ৩৯।
দেখে নিন ডি ককের উইকেটটি-
Hazelwood to Quinton de Kock#RCBvsKKR | #RCBvKKRpic.twitter.com/US7QuuuXan
— Don Cricket 🏏 (@doncricket_) March 22, 2025
Also Read: IPL 2025: আইপিএলের কমেন্ট্রি প্যানেল থেকে বাদ ইরফান পাঠান, বিতর্কের ঝড় ক্রিকেট মহলে !!