IPL 2025: বিশাখাপত্তনমের মাঠে আজ দুপুরে মুখোমুখি দিল্লী ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ (DC vs SRH)। গত ম্যাচে অনেকখানি পিছিয়ে পড়ার পরেও যেভাবে লক্ষ্ণৌকে হারিয়েছে ক্যাপিটালস শিবির, তা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে অক্ষর প্যাটেলের দলের। কন্যসন্তানের জন্মের কারণে লক্ষ্ণৌ ম্যাচে অনিশ্চিত ছিলেন কে এল রাহুল। আজ একাদশে ফিরছেন তিনি, ফলে শক্তি বাড়ছে ‘হোম’ টিম-এর। এছাড়া আশুতোষ শর্মা, ফাফ দু প্লেসিদের মত তারকাদের দিকেও নজর থাকবে ক্রিকেটজনতার। বোলিং বিভাগের ধার বাড়াতে থাকছেন মিচেল স্টার্ক, কুলদীপ যাদব’রা। অন্যদিকে গত আইপিএলের (IPL) রানার্স-আপ সানরাইজার্স হায়দ্রাবাদ আরও একবার আস্থা রাখছে নিজেদের ব্যাটিং শক্তিতে। স্টার্কের আক্রমণ প্রতিহত করে স্কোরবোর্ড সচল রাখার চ্যালেঞ্জ থাকবে ট্র্যাভিস হেডের জন্য। কমলা-কালো জার্সিতে আজকের ম্যাচে তুরুপের তাস হয়ে উঠতে পারে হেনরিখ ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডিরা।
Read More: IPL 2025: প্রথম ম্যাচেই মুখ পুড়লো হার্দিক পান্ডিয়ার, খোয়ালেন লাখ লাখ টাকা !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
দিল্লী ক্যাপিটালস (DC) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)
ম্যাচ নং- ১০
তারিখ- ৩০/০৩/২০২৫
ভেন্যু- ডক্টর ওয়াই এস রাজাশেখর রেড্ডি স্টেডিয়াম, বিশাখাপত্তনম
সময়- দুপুর ৩টে ৩০মিনিট (ভারতীয় সময়)
DRYSRSR Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

ডক্টর রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি দিল্লী ক্যাপিটালস। এই মাঠে পিচ সাধারণত ব্যাটিং সহায়কই হয়ে থাকে। প্রথম ইনিংসে গড় স্কোর ঘোরাফেরা করে ১৬৯-এর আশেপাশে। চলতি আইপিএলেও এর আগে যে ম্যাচটি বিশাখাপত্তনমে আয়োজিত হয়েছে, সেখানে দুই ইনিংস মিলিয়ে ৪০০’র বেশী রান উঠতে দেখা গিয়েছিলো। ফলে আজকের দিল্লী বনাম হায়দ্রাবাদ যুদ্ধেও বড় রান আশা করছেন বিশেষজ্ঞরা। আজ অবধি ১৬টি আইপিএল (IPL) ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিশাখাপত্তনমে। এর মধ্যে ৮টিতে প্রথম ব্যাটিং করা দল জয়লাভ করেছে, আর ৮টিতে জয় এসেছে রান তাড়া করে। দুপুরে ম্যাচ হওয়ায় শিশির নির্ণায়ক ভূমিকা নেবে না ম্যাচে।
Vizag Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে আজ বিশাখাপত্তনমের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৫ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পার ২৬ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ শতাংশ থাকায় অস্বস্তিতে পড়তে পারেন ক্রিকেটাররা। ম্যাচ চলাকালীন হাওয়ার গতিবেগ ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা।
DC vs SRH, হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ২৪
- দিল্লীর জয়- ১১
- হায়দ্রাবাদের জয়- ১৩
- অমীমাংসিত- ০০
- শেষ সাক্ষাতে ফলাফল- সানরাইজার্স ৬৭ রানে জয়ী।
টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

অক্ষর প্যাটেল-
আমিও প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্তই নিতাম। চেষ্টা করবো ওদের কম রানের মধ্যে বেঁধে রাখার। এখানে একটা ম্যাচ খেলেছি। নিজেদের পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা করছিলাম। বোলিং ইউনিট হিসেবে আমাদের আরও সাহসী হতে হবে। নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে। একটি বদল থাকছে একাদশে। সমীর রিজভির বদলে কে এল রাহুল খেলছে আজ।
প্যাট কামিন্স-
আমরা প্রথম ব্যাটিং করবো। দুপুরে খেলা তাই উষ্ণতাও যথেষ্ট। গত মরসুমে বেশ কয়েকটা ম্যাচে বড় স্কোর করেছি। এবারও নিজেদের শক্তির উপরেই আস্থা রাখছি। আমরা বেশী চিন্তিত নই। আমরা যে ক্রিকেটটা খেলি, তাতে সব ম্যাচে যে সাফল্য আসবে না, সেটা আমাদের মেনে নিতেই হবে। গত ম্যাচে মোটেও সেরাটা দিতে পারি নি। তাও ২০০’র কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। সেটা নিঃসন্দেহে একটা ইতিবাচক বিষয়। সিমরণজিৎ-এর বদলে জিশান আনসারি খেলছে।
দুই দলের প্রথম একাদশ-

দিল্লী ক্যাপিটালস (DC)-
জেক ফ্রেজার ম্যাকগার্ক ✈️, ফাফ দু প্লেসি ✈️, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), কে এল রাহুল, ট্রিস্টান স্টাবস ✈️, বিপ্রজ নিগম, অক্ষর প্যাটেল (অধিনায়ক), মিচেল স্টার্ক ✈️, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার।
ইমপ্যাক্ট প্লেয়ার- আশুতোষ শর্মা, সমীর রিজভি, করুণ নায়ার, ডোনোভান ফেরেইরা ✈️, ত্রিপুরাণা বিজয়।
সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)-
ট্র্যাভিস হেড ✈️, অভিষেক শর্মা, ঈশান কিষণ, নীতিশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক) ✈️, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক) ✈️, জিশান আনসারি, মহম্মদ শামি, হর্ষল প্যাটেল।
ইমপ্যাক্ট প্লেয়ার- অ্যাডাম জাম্পা ✈️, শচীন বেবি, এহসান মালিঙ্গা ✈️, সিমরণজিৎ সিং, উইয়ান মুল্ডার ✈️।
DC vs SRH, টস রিপোর্ট-
টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিধান্ত নিলো সানরাইজার্স হায়দ্রাবাদ।