IPL 2025: লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে জিতে আইপিএল (IPL) অভিযান শুরু করেছে দিল্লী ক্যাপিটালস (DC)। রবিবার বিশাখাপত্তনমের মাঠে দ্বিতীয় হোম ম্যাচ খেলতে নামছে তারা। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। টানা দ্বিতীয় জয়ই পাখির চোখ অক্ষর প্যাটেলের দলের। ওপেনার হিসেবে আরও একবার হয়ত জেক ফ্রেজার-ম্যাকগার্ক ও ফাফ দু প্লেসির জুটিকেই অগ্রাধিকার দেবেন কোচ হেমাঙ্গ বাদানি। অস্ট্রেলীয় তরুণ ম্যাকগার্কের উপর ভার থাকবে পাওয়ার-প্লে’তে ঝড় তোলার। তিন নম্বরে দেখা যেতে পারে অভিষেক পোড়েলকে (Abishek Porel)। গত ম্যাচে লক্ষ্ণৌর বিরুদ্ধে শূন্য করার পর হায়দ্রাবাদের বিপক্ষে বড় পরীক্ষার মুখে পড়তে চলেছেন বাংলার তরুণ উইকেটরক্ষক-ব্যাটার। দিল্লীর হয়ে অভিষেক ম্যাচে চার নম্বরে ব্যাট করতে দেখা যাবে কে এল রাহুলকে (KL Rahul)। উত্তরপ্রদেশের তরুণ তুর্কি সমীর রিজভিকে সরিয়ে প্রথম একাদশে জায়গা করে নিচ্ছেন তিনি।
পাঁচে প্রোটিয়া তরুণ ট্রিস্টান স্টাবসকে দেখা যেতে পারে। তাঁর থেকে ঝোড়ো ইনিংসের প্রত্যাশায় ক্যাপিটালস সমর্থকেরা। ছয় ও সাতে ব্যাটিং করতে পারেন বিপ্রজ নিগম ও আশুতোষ শর্মা (Ashutosh Sharma)। লক্ষ্ণৌ’র বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং করেছেন দু’জনেই। বিশেষ করে আশুতোষের হার না মানা লড়াই প্রশংসিত হয়েছে বিশেষজ্ঞমহলে। রবিবারের ম্যাচেও তাঁদের ঘিরে থাকবে প্রত্যাশা। হায়দ্রাবাদ ব্যাটারদের চাপে ফেলতে জোড়া স্পিনারের ছক কষছে দিল্লী থিঙ্কট্যাঙ্ক। অধিনায়ক অক্ষর প্যাটেলের (Axar Patel) সঙ্গে থাকবেন চায়নাম্যান কুলদীপ যাদব। পেস ব্যাটারির নেতৃত্ব থাকছে অজি কিংবদন্তি মিচেল স্টার্কের কাঁধে। এছাড়া ডেথ ওভার স্পেশ্যালিস্ট মোহিত শর্মা’কে দেখা যাবে মাঠে। বোলিং-এর সময় তাঁদের সাথে তৃতীয় পেস বিকল্প হিসেবে জুড়ে দেওয়া হতে পারে বাংলার ডান হাতি মিডিয়াম পেসার মুকেশ কুমারকেও।
Read More: IPL 2025: টুর্নামেন্টের শুরুতেই কোহিনুর হীরা হাতে পেলেন ঋষভ পান্থ, LSG’কে ট্রফি জিতেয়েই নেবেন দম!!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
দিল্লী ক্যাপিটালস (DC) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)
ম্যাচ নং- ১০
তারিখ- ৩০/০৩/২০২৫
ভেন্যু- ডক্টর ওয়াই এস রাজাশেখর রেড্ডি স্টেডিয়াম, বিশাখাপত্তনম
সময়- দুপুর ৩টে ৩০মিনিট (ভারতীয় সময়)
DRYSRSR Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

ডক্টর ওয়াই এস রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে রবিবার দিল্লী ক্যাপিটালস নামছে সানরাইজার্স হায়দ্রাবাদের (DC vs SRH) বিরুদ্ধে। এখানে ব্যাটিং সহায়ক পিচই দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে। প্রথম ইনিংসে গড় স্কোর ঘোরাফেরা করে ১৬৯-এর আশেপাশে। চলতি মরসুমে এর আগে একটি খেলা হয়েছে এখানে। দুই ইনিংসেই ২০০’র বেশী রান উঠতে দেখা গিয়েছে সেই ম্যাচে। রবিবারও ব্যাটারদের আধিপত্য থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ২০১২ থেকে ২০২৫-এর মধ্যে এখানে মোট ১৬টি আইপিএল ম্যাচ খেলা হয়েছে। প্রথম ব্যাটিং করা দল জিতেছে আট বার। আর রান তাড়া করতে নামা দলের জয়ের সংখ্যাও সমান। দুপুরে খেলা হওয়ায় শিশির নির্ণায়ক ভূমিকা নিতে পারবে না। তা সত্ত্বেও টসজয়ী অধিনায়ক হয়ত রান তাড়া করার সিদ্ধান্তই নেবেন।
DC vs SRH হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ২৪
- দিল্লীর জয়- ১১
- হায়দ্রাবাদের জয়- ১৩
- অমীমাংসিত- ০০
- শেষ সাক্ষাতে ফলাফল- সানরাইজার্স ৬৭ রানে জয়ী।
Key Players (সম্ভাব্য তারকা)-
কে এল রাহুল-
১২ কোটির বিনিময়ে এই মরসুমে দিল্লী ক্যাপিটালসে (DC) যোগ দিয়েছেন কে এল রাহুল (KL Rahul)। মরসুমের প্রথম ম্যাচটায় মাঠে নামতে পারেন নি তিনি। সন্তান জন্মের কারণে অব্যাহতি নিয়েছিলেন। হায়দ্রাবাদের বিরুদ্ধে দিল্লী জার্সিতে অভিষেক হবে তাঁর। সম্ভবত চার নম্বরে দেখা যাবে রাহুলকে। সম্প্রতি ভারতীয় ওয়ান ডে দলের হয়ে বেশ কয়েকটি কার্যকরী ইনিংস খেলেছেন তিনি। সেই ধারাবাহিকতা যদি আইপিএলের আসরে দেখাতে পারেন তাহলে লাভবান হবে ক্যাপিটালস শিবির।
আশুতোষ শর্মা-
রবিবারের ম্যাচে সকলের নজর থাকবে আশুতোষ শর্মা’র (Ashutosh Sharma) দিকে। গত ম্যাচে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ৬০* রানের ইনিংস খেলে প্রায় হেরে যাওয়া ম্যাচ দিল্লীকে জিতিয়ে দিয়েছিলেন তিনি। রবিবার’ও লোয়ার অর্ডারে নায়ক হবেন তিনি, আশাবাদী অনুরাগীরা।
মিচেল স্টার্ক-
গত মরসুমে নাইট রাইডার্সের হয়ে সানরাইজার্সের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ও আইপিএল (IPL) ফাইনালে দুর্দান্ত বোলিং করেছিলেন মিচেল স্টার্ক (Mitchell)। ‘অরেঞ্জ আর্মি’র দুই ধুন্ধুমার ওপেনার ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা’কে ফেলেছিলেন অস্বস্তিতে। স্যুইং-এর কারিকুরিতে রবিবার দিল্লীর জার্সিতে হেড-অভিষেক জুটির জন্য ত্রাস হয়ে উঠতে চাইবেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বাম হাতি পেসার।
সম্ভাব্য একাদশ-

ওপেনার- জেক ফ্রেজার ম্যাকগার্ক, ফাফ দু প্লেসি
মিডল অর্ডার- অভিষেক পোড়েল, কে এল রাহুল, ট্রিস্টান স্টাবস
ফিনিশার- বিপ্রজ নিগম, আশুতোষ শর্মা*
বোলার- অক্ষর প্যাটেল, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার*
উইকেটরক্ষক- অভিষেক পোড়েল
*-ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে পারেন মাঠে।
এক নজরে DC-র সম্ভাব্য একাদশ-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
জেক ফ্রেজার ম্যাকগার্ক ✈️, ফাফ দু প্লেসি ✈️, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), কে এল রাহুল, ট্রিস্টান স্টাবস ✈️, বিপ্রজ নিগম, আশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল (অধিনায়ক), মিচেল স্টার্ক ✈️, কুলদীপ যাদব, মোহিত শর্মা।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
জেক ফ্রেজার ম্যাকগার্ক ✈️, ফাফ দু প্লেসি ✈️, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), কে এল রাহুল, ট্রিস্টান স্টাবস ✈️, বিপ্রজ নিগম, অক্ষর প্যাটেল (অধিনায়ক), মিচেল স্টার্ক ✈️, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার।
ইমপ্যাক্ট প্লেয়ার- আশুতোষ শর্মা/মুকেশ কুমার, সমীর রিজভি, করুণ নায়ার, টি.নটরাজন, অজয় মণ্ডল।
Also Read: IPL 2025: ৩০ লাখেই মিললো রিঙ্কুর আদর্শ বিকল্প, ২৫৩ স্ট্রাইক রেটে খেললেন ধুন্ধুমার ইনিংস !!