IPL 2025: বিশাখাপত্তনমে নিজেদের দুর্গ আজও অটুট রাখলো দিল্লী ক্যাপিটালস। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে হাড্ডাহাড্ডি লড়াইতে পরাজিত করার জন্য অপেক্ষা করতে হয়েছিলো শেষ ওভার পর্যন্ত। কিন্তু আজ চার ওভার বাকি থাকতেই সানরাইজার্স হায়দ্রাবাদকে হেলায় উড়িয়ে দিলো অক্ষর প্যাটেলের দল। টসে জেতেন প্যাট কামিন্স। নিজেদের ব্যাটিং শক্তির উপর আস্থা রেখেছিলেন তিনি। কিন্তু মিচেল স্টার্কের দুরন্ত স্পেল বেসামাল করে দেয় ট্র্যাভিস হেড, ঈশান কিষণদের। অনিকেত ভার্মা অনবদ্য অর্ধশতক করলেও সেই প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে পারে নি ‘অরেঞ্জ আর্মি।’ ১৬৩ করেই অল-আউট হয় তারা। রান তাড়া করতে নেমে ঝড় তুলেছিলেন ফাফ দু প্লেসি। সঙ্গত করেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক’ও। জিশান আনসারি তিন উইকেট নিয়ে চেষ্টা করেছিলেন দলকে লড়াইতে ফেরাতে। কিন্তু পারেন নি। অভিষেক পোড়েলের ঝোড়ো ক্যামিও লক্ষ্যে পৌঁছে দেয় দিল্লীকে।
Read More: IPL 2025, DC vs SRH HIGHLIGHTS: দিল্লির সামনে নাস্তানাবুদ সানরাইজার্স হায়দ্রাবাদ, ২৪ বল বাঁকি থাকতেই ছিনিয়ে নিলো জয় !!
স্টার্কের ধাক্কায় ধরাশায়ী হায়দ্রাবাদ-

ইনিংসের শুরুতেই বিপর্যয়ের মুখে পড়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ। ট্র্যাভিস হেডের সাথে ভুল-বোঝাবুঝিতে রান-আউট হন অভিষেক শর্মা। মাত্র ১ করেই সাজঘরে ফেরেন তিনি। রানের মুখ দেখেন নি ঈশান কিষণ’ও। ২ করে মিচেল স্টার্কের শিকার হন তিনি। এরপর নীতিশ কুমার রেড্ডিকেও আউট করেন অস্ট্রেলীয় তারকা। চাপের মুখে স্কোরবোর্ডকে সচল রাখার চেষ্টায় ছিলেন ট্র্যাভিস হেড। কিন্তু জাতীয় দলের সতীর্থকেও আজ বেশী দূর এগোতে দেন নি স্টার্ক। ফেরান তাঁকেও। প্রথম স্পেলে তিনি নিয়েছিলেন ৩ উইকেট। ডেথ ওভারে ফিরে এসেছে আরও দুটি সাফল্য ছিনিয়ে নেন তিনি। ৩৫ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়ে আজ নায়ক তিনিই। প্বার্শচরিত্রে রইলেন কুলদীপ যাদব’ও। তিনি নেন ৩ উইকেট। ১ উইকেট পেয়েছেন মোহিত শর্মা। ২৩ বর্ষীয় অনিকেত ভার্মা’র ৪১ বলে ৭৪ ছাড়া সানরাইজার্স ব্যাটিং-এ বলার মত পারফর্ম করেন নি কেউই।
ছন্দে আছেন, বোঝালেন দু প্লেসি-

গত মরসুমে দিল্লীর হয়ে পাওয়ার-প্লে’তে ঝড় তুলতে দেখা গিয়েছিলো জেক ফ্রেজার-ম্যাকগার্ককে। অজি তরুণকে এই মরসুমে দেখা যাচ্ছে তেমন ধ্বংসলীলা চালাতে। ক্রিজে থিতু হতে খানিক সময় নিচ্ছেন তিনি। কিন্তু তাঁর চল্লিশ পেরোনো ওপেনিং পার্টনারকে কিন্তু দেখা যাচ্ছে রণংদেহী মেজাজে। আজ সানরাইজার্সের বিরুদ্ধে আক্রমণের শুরুটা করলেন প্রোটিয়া তারকাই। মাত্র ২৭ বল খেলে তিনি করেন ৫০ রান। মারেন ৩টি চার ও ৩টি ছক্কা। তরুণ লেগস্পিনার জিশান আনসারির বিরুদ্ধে বড় শট খেলতে গিয়ে যখন উইয়ান মুল্ডারের হাতে ধরা পড়েন, ততক্ষণে জয় প্রায় নিশ্চিত দিল্লী’র। হাত খুলেছিলেন ফ্রেজার-ম্যাকগার্ক’ও। জিশান আনসারির বিরুদ্ধে একই ওভারে দুটি চার ও একটি ছক্কা মেরেছিলেন। কিন্তু শেষমেশ তাঁর বলেই আউট হন অস্ট্রেলীয় ওপেনার। ৩২ বলে ৩৮ করে জিশানের হাতেই ক্যাচ তুলে দেন তিনি।
মারমুখী রাহুল, ভরসা অভিষেকে-

কন্যা সন্তান জন্মানোর কারণে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে খেলতে পারেন নি কে এল রাহুল। দিল্লী ক্যাপিটালসের হয়ে আজই অভিষেক হলো তাঁর। চার নম্বরে নেমেছিলেন ব্যাট করতে। রক্ষণাত্মক খোলস ছেড়ে মারমুখী অবতার ধারণ করতে দেখা গেলো রাহুলকে। মহম্মদ শামির এক ওভারে একটি ছক্কা ও দুটি চার মারেন তিনি। ইনিংস দীর্ঘায়িত অবশ্য করতে পারেন নি। জিশান আনসারিকে স্যুইপ মারতে গিয়ে বোল্ড হন তিনি। ৫ বলে ১৫ করে ফেরেন সাজঘরে। দলকে বাকি পথটুকু পৌঁছে দিলেন অভিষেক পোড়েল। দিল্লীর পুরুষ দলের ডায়রেক্টর হিসেবে এবার নেই সৌরভ গঙ্গোপাধ্যায়। তার পরও বাংলার তরুণের উপরে আস্থা রাখছে ক্যাপিটালস থিঙ্কট্যাঙ্ক। সেই আস্থার দাম আজ দিলেন বাম হাতি উইকেটরক্ষক-ব্যাটার। ১৮ বলে অপরাজিত ৩৪ করে ম্যাচ জেতালেন দলকে। ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করেন তিনি। ২১ করে অপরাজিত রইলেন ট্রিস্টান স্টাবস’ও।