ipl-2025-dc-to-retain-rishabh-pant

IPL 2025: ২০২২-এর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ৯৩ রান করেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এরপর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জীবনটাই এলোমেলো হয়ে গিয়েছিলো তাঁর। হাঁটুর অস্ত্রোপচারের পর প্রায় ১৪ মাস কেটেছিলো রিহ্যাবে। এই বছরের আইপিএল (IPL) দিয়ে তিনি প্রত্যাবর্তন ঘটান ক্রিকেটের বাইশ গজে। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস। টি-২০ বিশ্বকাপ খেলেছেন, অংশ নিয়েছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে, কিন্তু টেস্ট আর খেলা হয় নি। অবশেষে ২১ মাসের বিরতির পর সেই বাংলাদেশের বিপক্ষেই তিনি ফিরলেন লাল বলের ফর্ম্যাটে। আর প্রত্যাবর্তনেই শোরগোল ফেলে দিলেন তারকা উইকেটরক্ষক-ব্যাটার। দ্বিতীয় ইনিংসে করলেন ঝোড়ো শতরান। চেন্নাইয়ের মাঠে ১০৯ করার দিনই আরও একটি খুশির খবর পেলেন তিনি। ‘রিটেন’ হচ্ছনে ঋষভ (Rishabh Pant), তথ্য মিললো দিল্লী ক্যাপিটালস সূত্রে।

Read More: পন্থের শতরানে খুশি ধরে রাখতে পারলেন না প্রবীণা ভক্ত, ক্যামেরার সামনে করলেন এই কাজ !!

চলছিলো পন্থের দিল্লী ত্যাগের জল্পনা-

Rishabh Pant | IPL 2025 | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

২০১৬ সাল থেকে আইপিএল (IPL) খেলছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আগাগোড়া দিল্লী ক্যাপিটালসের জার্সি গায়ে চাপিয়েই মাঠে নেমেছেন। ১১১ ম্যাচে করেছেন ৩২৮৪ রান। আইপিএল ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটার হিসেবে স্পর্শ করেছেন শতকের মাইলস্টোন। ২০২২ সালে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দল ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে (KKR) যোগ দেওয়ার পর তাঁর হাতেই তুলে দেওয়া হয় অধিনায়কত্বের ব্যাটন’ও। ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর ২০২৩ মরসুমটা মাঠের বাইরেই কেটেছিলো তাঁর। তখন নেতৃত্ব সামলেছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। কিন্তু চোট সারিয়ে ২০২৪-এ যখন মাঠে ফেরেন ঋষভ, তখন তাঁকেই দলের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছিলো। ফ্র্যাঞ্চাইজি যে রয়েছে তাঁর পাশে তা বুঝিয়ে দেওয়া হয়েছিলো ‘ঘরের ছেলে’কে।

প্রায় নয় মরসুম দিল্লী’তে (DC) কাটালেও ট্রফির স্বাদ পান নি ঋষভ পন্থ (Rishabh Pant)। ২০২০ সালে ফাইনাল খেলাই তাঁর সেরা সাফল্য। ২০২৪ মরসুমেও আশা জাগিয়েছিলো দল, কিন্তু শেষমেশ নেট রান রেটের কারণে ছিটকে যেতে হয়েছে প্লে-অফের দৌড় থেকে। পয়েন্ট তালিকায় থামতে হয়েছে ষষ্ঠ স্থানে। সাফল্যের সন্ধানেই নাকি প্রায় এক দশকের সম্পর্কে ইতি টানতে চাইছেন ঋষভ (Rishabh Pant)। মেগা নিলামের আগে রিলিজ চেয়ে নিতে পারেন, এমন খবর ভাসতে শুরু করেছিলো ক্রিকেটমহলের অন্দরে। চেন্নাই সুপার কিংসে (CSK) মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) উত্তরসূরি হিসেবে তাঁর নাম লেখানো নিয়েও চলছিলো চর্চা। অবশেষে অবসান হলো যাবতীয় জল্পনার। জানা গিয়েছে যে ‘ঘরের ছেলে’ থাকছেন ঘরেই। দল বদলাচ্ছেন না ঋষভ পন্থ।

দিল্লী’র ‘রিটেনশন’ তালিকায় থাকছেন ঋষভ-

Rishabh Pant and Axar Patel | Image: Getty Images
Rishabh Pant and Axar Patel | Image: Getty Images

ঋষভ পন্থ’কে (Rishabh Pant) যে ফ্র্যাঞ্চাইজি ধরে রাখতে বদ্ধপরিকর তা দিনকয়েক আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন দিল্লী ক্যাপিটালসের ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেই সিদ্ধান্তেই এবার পড়লো সিলমোহর। সংবাদসংস্থা ক্রিকবাজে প্রকাশিত রিপোর্টে দাবী করা হয়েছে যে দিল্লী’র (DC) রিটেনশন তালিকার একদম উপরেই থাকবে ঋষভ পন্থের (Rishabh Pant) নাম। এই মুহূর্তে তাঁর সাথে ফ্র্যাঞ্চাইজির চুক্তির অঙ্কটা ১৬ কোটি টাকার। ২০২৫-এর আইপিএলের ‘প্লেয়ার পার্স’ বৃদ্ধি পেতে চলেছে। ফলে দলগঠনে অধিক টাকা বিনিয়োগ করতে পারবে দলগুলো। ফলত ঋষভের সাথে চুক্তির অঙ্কটাও আগামী মরসুমে বাড়তে পারে বলে জানা গিয়েছে ক্রিকবাজ সূত্রে। নেতৃত্ব’ও সম্ভবত থাকছে তাঁর হাতেই।

ক্রিকবাজ সূত্রে সামনে এসেছে দিল্লী ক্যাপিটালসের (DC) সম্পূর্ণ রিটেনশন তালিকাই। যদি বিসিসিআই ছয়টি রিটেনশন-এ ছাড়পত্র দেয়, তাহলে তিনজন ভারতীয় ও দু’জন বিদেশীকে ধরে রাখতে চাইছে দিল্লী। ঋষভ পন্থের (Rishabh Pant) সাথে তালিকায় রয়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav), অক্ষর প্যাটেল (Axar Patel)। বিদেশী হিসেবে ফ্র্যাঞ্চাইজি বাজি রাখতে চলেছে জেস ফ্রেজার ম্যাকগার্ক (Jake Fraser-McGurk) ও ট্রিস্টান স্টাবসের (Tristan Stubbs) উপর। গত ৩১ জুলাই ফ্র্যাঞ্চাইজিদের সাথে বিসিসিআই-এর যে বৈঠকে সেখানে আনক্যাপড ক্রিকেটারদের জন্য আলাদা রিটেনশন স্লট দেওয়া যেতে পারে কিনা তা নিয়ে আলোচনা হয়েছিলো। যদি সেই ছাড়পত্র মেলে তাহলে বাংলার অভিষেক পোড়েলে’র (Abishek Porel) উপর আস্থা রাখতে পারে দিল্লী ক্যাপিটালস (DC)।

Also Read: IPL 2025: খুব শীঘ্রই রিটেনশন সংক্রান্ত নিয়মবিধি জানাবে BCCI, প্রকাশ্যে মেগা নিলামের দিনক্ষণ’ও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *