ipl-2025-dc-star-starc-won-potm-vs-srh

IPL 2025: গতবারের আইপিএলে (IPL) ১৯উইকেট নিয়েছিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। প্রথম কোয়ালিফায়ার ও ফাইনালে অনবদ্য পারফর্ম করেছিলেন তিনি। খেতাবী যুদ্ধে হয়েছিলেন ম্যাচের সেরাও। তার পরও কলকাতা নাইট রাইডার্স ধরে রাখে নি তাঁকে। বিপুল প্রাইস ট্যাগের জন্য বাধ্য হয়েছিলো রিলিজ করতে। জেড্ডার মেগা নিলামে এবার তাঁর ঠাঁই হয়েছে দিল্লী ক্যাপিটালসে (DC)। গত বার যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যে এবার শুরু করেছেন তা মরসুমের প্রথম দুই ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন অজি কিংবদন্তি। গত সোমবার লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। আজ সানরাইজার্সের (SRH) বিরুদ্ধে ছাপিয়ে গেলেন সেই পারফর্ম্যান্সকে। মাত্র ৩৫ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন স্টার্ক। কাঁপুনি ধরান ‘অরেঞ্জ আর্মি’র তারকাখচিত ব্যাটিং লাইন-আপে।

ঈশান কিষণকে ফিরিয়ে হায়দ্রাবাদকে প্রথম ধাক্কা দিয়েছিলেন স্টার্ক (Mitchell Starc)। শর্ট পিচ ডেলিভারিতে মরিয়া হয়ে বড় শট মারতে গিয়ে ট্রিস্টান স্টাবসের হাতে ক্যাচ তুলে আসেন ঝাড়খণ্ডের তরুণ। ঠিক দুই বল পর নীতিশ কুমার রেড্ডি’কে সাজঘরে ফেরান অস্ট্রেলীয় তারকা। ঘরের মাঠ বিশাখাপত্তনমে খাতাই খুলতে পারলেন না তরুণ অলরাউন্ডার। জাতীয় দলের সতীর্থ ট্র্যাভিস হেডকেও রেয়াত করেন নি স্টার্ক। কে এল রাহুলের (KL Rahul) দস্তানায় ধরা পড়েন তিনি। পাওয়ার প্লে’তে তিন উইকেট জমা পড়েছিলো তাঁর ঝুলিতে। ডেথ ওভারে ফেরত এসে উইয়ান মুল্ডার ও হর্ষল প্যাটেলকে আউট করে সানরাইজার্সের ইনিংসে দাঁড়ি টেনে দেন স্টার্ক। ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে ১৫ রানের বিনিময়ে ৪ উইকেট পেয়েছিলেন। আইপিএলে এতদিন সেটাই সেরা পারফর্ম্যান্স ছিলো স্টার্কের। আজ প্রথমবার পেলেন ‘ফাইফার।’

Read More: IPL 2025: স্টার্কের পঞ্চবাণে দিশাহারা সানরাইজার্স, দিল্লীর বিরুদ্ধে ৭ উইকেটে হার কামিন্সবাহিনীর !!

পরিকল্পনা সফল, তৃপ্ত স্টার্ক-

Mitchell Starc, Axar Patel and Abishek Porel | IPL | Image: Getty Images
Mitchell Starc, Axar Patel and Abishek Porel | IPL | Image: Getty Images

 

১৬৩ রানে অল-আউট হয়েছিলো হায়দ্রাবাদ (SRH)। রান তাড়া করতে নেমে ১৬ ওভারেই লক্ষ্যে পৌঁছে গেলো দিল্লী। ৫ উইকেট নেওয়ায় ম্যাচের সেরার পুরষ্কার পেলেন মিচেল স্টার্ক’ই (Mitchell Starc)। সাক্ষাৎকারে ব্যক্তিগত সাফল্য নয়, তিনি জোর দিলেন দলের চোখধাঁধানো পারফর্ম্যান্সের উপরেই। বলেন, “আজ দিনটা দারুণ ছিলো। বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং-সবেতেই দারুণ পারফর্ম্যান্স আমাদের।” “একজন বোলার হিসেবে আপনাকে ছকভাঙা কিছু পরিকল্পনা রাখতেই হবে। যা সাধারণত করবেন না, সেগুলোই করতে হবে। আজ দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি। এখান থেকে সামনে এগিয়ে যেতে হবে,” সংযোজন তাঁর। আরও বলেন, “সবাই জানে আমি কি করতে চলেছি। তাই একটু আলাদা কিছু ভাবতেই হয়। প্রতিপক্ষ ব্যাটারদের আউট করার নতুন নতুন ফন্দি আঁটতে হয়। আজ আলাদা রকম বোলিং করেছি, তা কার্যকরীও হয়েছে। ”

গত মরসুমে নাইট রাইডার্সে (KKR) ছিলেন স্টার্ক। এবার দিল্লীতে এসে মানিয়ে নিতে সমস্যা হয় নি, জানিয়েছেন হায়দ্রাবাদ বধের নায়ক। “একঝাঁক নতুন খেলোয়াড়। ওরা দুর্দান্ত খেলছে। নতুনদের সাথে খেলার সুযোগ হয় (আইপিএলে)। ওরা সত্যিই অসাধারণ, বয়সে অনেক তরুণ সত্যি বলতে। ওদের সাথে আরও খেলতে মুখিয়ে রয়েছি,” মন্তব্য স্টার্কের। দুই ম্যাচে আট উইকেট নিয়ে এই মুহূর্তে সর্বোচ্চ উইকেটশিকারীর ‘পার্পল ক্যাপ’-এর মালিক তিনি। আগামী ৫ এপ্রিল তাদের ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে। ধোনি, ঋতুরাজদের বিরুদ্ধেও ছন্দ ধরে রাখতে চাইবেন অজি তারকা। পরপর দুই ম্যাচ জিতে আপাতত ৪ পয়েন্ট দিল্লীর (DC) ঝুলিতে। লীগ তালিকায় আপাতত তারা রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষস্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঝুলিতেও সমসংখ্যক পয়েন্ট থাকলেও নেট রান-রেটে খানিক পিছিয়ে ক্যাপিটালস শিবির।

Also Read: IPL 2025: “ভুল জায়গায় পাঙ্গা নিয়ে নিয়েছে…” স্টার্কের ধাক্কায় বেসামাল হায়দ্রাবাদ, নেটদুনিয়ায় ট্রলের মুখে অরেঞ্জ আর্মি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *