ipl-2025-dc-batters-stuggle-vs-rcb
DC vs RCB | Image: Getty Images

IPL 2025: ঘরের মাঠে আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে ব্যাট হাতে খানিক ব্যাকফুটে দিল্লী ক্যাপিটালস। টসে হেরে প্রথম ব্যাট করতে হয়েছে অক্ষর প্যাটেলের দল’কে। দিল্লীর জার্সিতে অভিষেক পোড়েল শুরুটা ভালো করেছিলেন ঠিকই, কিন্তু তিনি সাজঘরে ফেরার পরেই থমকে যায় রান তোলার গতি। সাফল্য পান নি করুণ নায়ার। পুরনো দলের বিরুদ্ধে হতাশ করেন ফাফ দু প্লেসি’ও। চিন্নাস্বামীতে দুই দলের প্রথম সাক্ষাতে নির্ণায়ক ভূমিকা নিয়েছিলেন কে এল রাহুল। আজ অরুণ জেটলি স্টেডিয়ামে ৪১ করলেন বটে কর্ণাটকের ক্রিকেটার, তবে খরচ করেছেন ৩৯ বল। লোয়ার অর্ডারে নেমে রান পান নি অক্ষর প্যাটেল’ও। ডেথ ওভারে ট্রিস্টান স্টাবসের ১৮ বলে ৩৪ ও বিপ্রজ নিগমের ৬ বলে ১২ রানের ইনিংস দিল্লীর ইনিংসকে পৌঁছে দেয় ১৬২ রানে। বেঙ্গালুরুর জার্সিতে ২ উইকেট পেয়েছেন হ্যাজেলউড। আজকের ম্যাচে ৩টি সাফল্য ভুবনেশ্বরের ঝুলিতে।

Read More: “তার জন্য আমরা হৃদয়..”, সারা তেন্ডুলকারের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে এবার নীরবতা ভাঙলেন শুভমান গিল !!

মন্থর ব্যাটিং ডোবালো দিল্লীকে-

Abishek Porel | IPL | Image: Getty Images
Abishek Porel | IPL | Image: Getty Images

স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আজ ইনিংসের শুরুটা করেছিলেন অভিষেক পোড়েল। ভুবনেশ্বর কুমার, যশ দয়ালদের বিরুদ্ধে চোখধাঁধানো বেশ কিছু শট খেললেন বাংলার তরুণ। কিন্তু পারেন নি বড় রান করতে। জশ হ্যাজেলউডের একটি নির্বিষ শর্ট বলকে পুল করতে গিয়েছিলেন বাম হাতি ওপেনার। গ্লাভস ছুঁয়ে তা জমা পড়ে উইকেটরক্ষক জিতেশ শর্মার দস্তানায়। ১১ বলে ২৮ রান করে আউট হন তিনি। তিন নম্বরে নেমে ৪ বলে ৪ রান করে করুণ নায়ার। যশ দয়ালের শিকার হন তিনি। পাওয়ার-প্লে’তে জোড়া উইকেট হারিয়ে বসা দিল্লীকে আশার আলো দেখাতে পারত ফাফ দু প্লেসি’র অভিজ্ঞতা। কিন্তু চোট সারিয়ে আজ মাঠে ফিরলেও ফর্ম ফিরে পান নি দক্ষিণ আফ্রিকার প্রাক্তনী। ইনিংসের শুরু থেকেই বেশ চাপে ছিলেন তিনি। শেষমেশ থামেন ২৬ বলে ২২ রান করে। ৭২ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় ক্যাপিটালস শিবির।

অধিনায়ক অক্ষর’ও আজ নিতে পারেন নি কার্যকরী ভূমিকা। ১৩ বলে ১৫ রান করে জশ হ্যাজেলউডের বলে বোল্ড হন তিনি। ‘ফিনিশার’ আশুতোষ শর্মা ম্রিয়মান রইলেন বেঙ্গালুরুর বিরুদ্ধে। ২-এর বেশী এগতে পারেন নি তিনি। বাইশ গজে সপ্রতিভ দেখালো না কে এল রাহুলকেও। দীর্ঘ সময় উইকেটে ছিলেন তিনি। কিন্তু বেঙ্গালুরু বোলারদের বিরুদ্ধে রান তুলতে বেশ কষ্ট করতে হলো তাঁকে। ৩৯ বলে খেলে ৪১ করে থামেন তিনি। মেরেছেন ৩টি বাউন্ডারি। আদৌ ১৪০ উঠবে কিনা তা নিয়ে একটা সময় দেখা গিয়েছিলো সংশয়। কঠিন সময় ত্রাতা হিসেবে আবির্ভূত হন ট্রিস্টান স্টাবস। দক্ষিণ আফ্রিকান তরুণ হাঁটেন প্রত্যাঘাতের পথে। ১৮ বলে ৩৪ করেন তিনি। একটি ছক্কার সাহায্যে ৬ বলে ১২ রানের ইনিংস খেলেন অলরাউন্ডার বিপ্রজ নিগম’ও। নির্ধারিত ২০ ওভারে দিল্লী থামে ৮ উইকেটের বিনিময়ে ১৬২ তুলে।

কঠিন পরিস্থিতিতে ঝড় তোলেন স্টাবস-

Tristan Stubbs | IPL | Image: Getty Images
Tristan Stubbs | IPL | Image: Getty Images

বল হাতে আজ অনবদ্য ভুবনেশ্বর কুমার। অভিজ্ঞ পেসার দিল্লীর বিরুদ্ধে ৪ ওভারে ৩৩ রান খরচ করে তুলে নিয়েছেন ৩ উইকেট। ফিরিয়েছেন রাহুল, আশুতোষ ও স্টাবসকে। সাফল্য পেয়েছেন জশ হ্যাজেলউড’ও। গত ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন তিনি। আজও ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে তুলে নিয়েছেন ২টি উইকেট। ক্রুণাল পাণ্ডিয়া ও যশ দয়াল একটি করে সাফল্য পেয়েছেন। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২২ খরচ করে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন তরুণ লেগস্পিনার সুয়শ শর্মা। আজ যে দল জিতবে তারা পৌঁছবে ১৪ পয়েন্টে। দিল্লীর বাইশ গজ সাধারণত ব্যাটিং বান্ধবই হয়ে থাকে। সেখানে আজ বেঙ্গালুরু বোলারদের পারফর্ম্যান্স সত্যিই তারিফযোগ্য। এই পুঁজি আদৌ রক্ষা করতে পারবেন কুলদীপ, স্টার্করা? সেই প্রশ্নের উত্তরের খোঁজে সকলে।

Also Read: IPL 2025: ওয়াংখেড়েতে বুমরাহ বিক্রম, লক্ষ্ণৌকে হারিয়ে লীগ টেবিলে লম্বা লাফ মুম্বই ইন্ডিয়ান্সের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *