ipl-2025-curran-deserved-csk-captaincy

IPL 2025: চলতি আইপিএলে (IPL) বেশ বেকায়দায় চেন্নাই সুপার কিংস। এখনও অবধি ৭টি ম্যাচ খেলেছে তারা। এর মধ্যে জিতেছে মাত্র ২টিতে। আর হারতে হয়েছে ৫টি খেলায়। -১.২৭৬ নেট রান-রেট নিয়ে লীগ তালিকায় সবার শেষে রয়েছে চেন্নাই। সমস্যা বেড়েছে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ায়। গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তুষার দেশপাণ্ডের বল আছড়ে পড়েছিলেন ঋতুরাজের (Ruturaj Gaikwad) কনুইতে। আহত অবস্থায় দুটি ম্যাচ’ও খেলেছিলেন তিনি। কিন্তু স্ক্যানে চিড় ধরা পড়ায় বাধ্য হয়েই সরে দাঁড়াতে হয় তাঁকে। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন যে এই বছর আর আইপিএলে পাওয়া যাবে না ঋতুরাজকে। কঠিন পরিস্থিতিতে সিএসকে ম্যানেজমেন্ট আর সাহস পায় নি পরীক্ষানিরীক্ষা করার। তারা ফের একবার অধিনায়কত্বের ব্যাটিন তুলে দিয়েছে মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) বিশ্বস্ত হাতে।

Read More: IPL 2025: বল টেম্পারিংয়ে ফাঁসলেন লখনৌয়ের এই খেলোয়াড়, আইপিএল থেকে হতে পারে ব্যান !!

কারানের কথা ভাবতে পারত চেন্নাই-

Sam Curran and MS Dhoni | IPL | Image: Getty Images
Sam Curran and MS Dhoni | IPL | Image: Getty Images

২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের (CSK) সাথে জড়িয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৬ ও ২০১৭ সালে যখন নির্বাসিত হয়েছিলো ফ্র্যাঞ্চাইজি, তখন কেবল তিনি নাম লিখিয়েছিলেন রাইজিং পুণে সুপারজায়ান্টসে। ২০১৮তে ফের হুলুদ জার্সি গায়ে চাপান কিংবদন্তি তারকা। ২০০৮ থেকে ২০২৩ সাল অবধি চেন্নাইয়ের অধিনায়কত্ব করেছেন ধোনি। পাঁচ বার ট্রফি এনে দিয়েছেন দল’কে। শেষমেশ ২০২৪ মরসুমের আগে সরে দাঁড়িয়েছিলেন দায়িত্ব থেকে। উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছিলেন ঋতুরাজকে। কিন্তু মহারাষ্ট্রের ক্রিকেটার ছিটকে যাওয়ায় ফের ধোনিকেই (MS Dhoni) কাঁধে তুলে নিতে হয়েছে অধিনায়কত্বের গুরুদায়িত্ব। ৪৩ পেরোনো তারকা’র উপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া অযৌক্তিক বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। কেরিয়ারের সায়াহ্নে পৌঁছনো ধোনি’র বদলে কোনো নতুন মুখকে দায়িত্ব দেওয়া যেত, মত তাঁদের।

ঋতুরাজের এই মুহূর্তে বয়স ২৮। আগামী কয়েক বছর যে তিনি অনায়াসে চেন্নাইয়ের নেতৃত্ব সামলাতে পারেন সে বিষয়ে একমত ক্রিকেটবোদ্ধারা। কিন্তু আইপিএলের অনিশ্চয়তার দুনিয়ায় আগামীর জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিৎ বলেই মনে করছেন তাঁরা। ভবিষ্যতের কথা ভেবে ধোনি নয়, বরং স্যাম কারানকে কার্যনির্বাহী অধিনায়ক বেছে নেওয়া উচিৎ ছিলো ফ্র্যাঞ্চাইজি’র, নিদান দিচ্ছেন তাঁরা। বর্তমানে কারানের (Sam Curran) বয়স ২৬। এর মধ্যেই একাধিক ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এমনকি আইপিএলেও পাঞ্জাব কিংসকে বহু বার নেতৃত্ব দিয়েছেন তিনি। গত দুই মরসুম যখনই শিখর ধাওয়ান চোট বা অন্যান্য কারণে মাঠের বাইরে থেকেছেন, তখনই দল সামলেছেন কারান। সিএসকে অন্দরমহলেও নতুন নউ তিনি। রয়েছে ২ বছরের অভিজ্ঞতা। এই সকল কারণেই কারান এই মুহূর্তে ‘যোগ্যতম’ বলে মনে করা হচ্ছে।

ভাবা যেত রচিন রবীন্দ্রের নাম’ও-

Rachin Ravindra | IPL | Image: Getty Images
Rachin Ravindra | IPL | Image: Getty Images

এই মুহূর্তে আইপিএলের লীগ টেবিলের যা অবস্থা তাতে চেন্নাইয়ের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মরসুমের বাকি ম্যাচগুলিকে ভবিষ্যৎ নির্মাণের কাজে ব্যবহার করুন ফ্র্যাঞ্চাইজি, চাইছে ক্রিকেটমহল। ভবিষ্যতের কথা ভেবেই অধিনায়ক হিসেবে ধোনি’র বদলে রচিন রবীন্দ্রকেও (Rachin Ravindra) ভাবা যেতে পারত বলে মনে করছ্রেন অনেকে। ভারতীয় বংশোদ্ভূত কিউই তারকা গত বছর থেকে রয়েছেন সুপার কিংস শিবিরে। হয়ে উঠেছেন দলের অবিচ্ছেদ্য অংশ। ব্যাট হাতে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন রচিন। অধিনায়ক হিসেবে তাঁর মগজাস্ত্রের জোর কতটা তা এই মরসুমে বাজিয়ে দেখতে পারতেন কাশী বিশ্বনাথন’রা, মনে করছেন বিশেষজ্ঞরা। ধোনি’র হয়ত এটাই শেষ বছর। তাঁর জায়গায় কারান বা রচিনদের সুযোগ দিলেন আগামী বছরগুলোর জন্য ঋতুরাজের আদর্শ বিকল্প তৈরি করে রাখতে পারত সিএসকে।

Also Read: IPL 2025: “বিশ্বাসই হচ্ছে না…” আবেশের অবিশ্বাস্য ওভারে বাজিমাত লক্ষ্ণৌ’র, জেতা ম্যাচ হেরে তোপের মুখে রাজস্থান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *