IPL 2025: আজ সম্মুখসমরে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ (CSK vs SRH)। ৮ ম্যাচ খেলে মাত্র ২টি করে জয় পেয়েছে দুই শিবিরই। রয়েছে পয়েন্ট তালিকার শেষের দুটি স্থানে। অন্ধকার কাটিয়ে আলোর বৃত্তে ফেরার লড়াই আজ চেন্নাই ও হায়দ্রাবাদ উভয়ের জন্যই। কনুইয়ের চোটের জন্য গোটা মরসুমে সুপার কিংস শিবির পাচ্ছে না ঋতুরাজ গায়কোয়াড়কে। তাঁর বদলে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আজ ‘অরেঞ্জ আর্মি’র বিরুদ্ধে ‘ক্যাপ্টেন কুল’-এর তুরুপের তাস হতে পারেন মাথিশা পাথিরাণা ও খলিল আহমেদ। পাওয়ার প্লে-তে প্রতিপক্ষের ওপেনিং জুটি ভাঙার দায়িত্ব থাকবে তাঁদের উপর। পক্ষান্তরে হারের অভ্যাস কাটিয়ে জয়ে ফিরতে সানরাইজার্সকে আস্থা রাখতে হবে তাদের ব্যাটিং-এর উপরই। অভিষেক শর্মা, ট্র্যাভিস হেডদের পাশাপাশি বড় দায়িত্ব থাকবে ঈশান কিষণ (Ishan Kishan), হেনরিখ ক্লাসেনদের কাঁধেও।
Read More: “মাত্র তিন মাস থাকলে…” একমাত্র যুবরাজই পারেন অর্জুনকে বদলে দিতে, জানিয়ে দিলেন যোগরাজ সিং !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
চেন্নাই সুপার কিংস (CSK) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)
ম্যাচ নং- ৪৩
তারিখ- ২৫/০৪/২০২৫
ভেন্যু- এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
MA Chidambaram Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

এম এ চিদাম্বরম বা চেপক স্টেডিয়ামে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের (IPL) অধিকাংশ ভেন্যুর মত চেপকে রানের মহোৎসব সাধারণত দেখা যায় না। বরং চটচটে, মন্থর বাইশ গজে বল পড়ে বেশ খানিকটা থমকে ব্যাটে আসে। ফলে সহজ হয় না বড় শট মারা। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ঘোরাফেরা করে ১৬৩-এর আশেপাশে। পরিসংখ্যান বলছে যে আজ অবধি ৮৯টি আইপিএল (IPL) আয়োজিত হয়েছে এই ভেন্যুতে। এর মধ্যে প্রথম ব্যাটিং করে জয় এসেছে ৫১টি ম্যাচে। আর রান তাড়া করে সাফল্য এসেছে ৩৮ ম্যাচে। তবে শিশিররের বিষয়টি মাথায় রেখে আজ টসজয়ী অধিনায়ক প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।
Chennai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

চেন্নাইয়ের আকাশ আজ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৯ ডিগ্রীর আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৭৫ শতাংশ। যা নিঃসন্দেহে অস্বস্তি বাড়াবে ক্রিকেট তারকাদের। খেলা চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ হতে পারে ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা।
CSK vs SRH, হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ সংখ্যা- ২১
- চেন্নাইয়ের জয়- ১৫
- সানরাইজার্সের জয়- ০৬
- শেষ সাক্ষাতে ফলাফল- চেন্নাই ৭৮ রানে জয়ী
দুই দলের সম্ভাব্য একাদশ-

চেন্নাই সুপার কিংস (CSK)-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
রচিন রবীন্দ্র, সাইক রশিদ, আয়ুষ মাথরে, শিবম দুবে, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), জেইমি ওভারটন, রবিচন্দ্রণ অশ্বিন, মাথিশা পাথিরাণা, নূর আহমেদ।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
রচিন রবীন্দ্র, সাইক রশিদ, আয়ুষ মাথরে, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), জেইমি ওভারটন, রবিচন্দ্রণ অশ্বিন, মাথিশা পাথিরাণা, নূর আহমেদ, খলিল আহমেদ।
ইমপ্যাক্ট প্লেয়ার- শিবম দুবে/খলিল আহমেদ, কমলেশ নাগারকোটি, আন্দ্রে সিদ্ধার্থ, ডিওয়াল্ড ব্রেভিস, দীপক হুডা।
সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষণ, নীতিশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদাকাট, জিশান আনসারি।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষণ, নীতিশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), অনিকেত ভার্মা, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদাকাট, এহসান মালিঙ্গা, জিশান আনসারি।
ইমপ্যাক্ট প্লেয়ার- অভিনব মনোহর/এহসান মালিঙ্গা, মহম্মদ শামি, উইয়ান মুল্ডার, রাহুল চাহার, শচীন বেবি।
Also Read: IPL 2025: ডেথ ওভারে নায়ক হ্যাজেলউড, রাজস্থানকে ১১ রানের ব্যবধানে হারালো বেঙ্গালুরু !!