IPL 2025: গত বছর লীগ পর্বের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ১৮’র কম রানের ব্যবধানে হারলেও প্লে-অফ নিশ্চিত ছিলো চেন্নাই সুপার কিংসের। কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামে ২৭ রানের ব্যবধানে হেরে বসেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়রা। ফলে শেষ চারের লড়াই থেকে ছিটকে যেতে হয় তাদের। এবারের আইপিএলে (IPL) বেঙ্গালুরুকে গুঁড়িয়ে দিয়ে সেই ক্ষতে প্রলেপ লাগানোর আপাতত লক্ষ্য পাঁচ বারের চ্যাম্পিয়নদের। মরসুমের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে চেন্নাই (CSK)। দাক্ষিণাত্য ডার্বিতেও উইনিং কম্বিনেশন সম্ভবত ভাঙবেন না কোচ স্টিফেন ফ্লেমিং। রাহুল ত্রিপাঠীর সাথে ওপেন করতে দেখা যাবে রচিন রবীন্দ্রকে (Rachin Ravindra)। দারুণ ছন্দে রয়েছেন কিউই অলরাউন্ডার। তাঁর থেকে আরও একটি বড় ইনিংস চাইবে দল। তিনে নামতে পারেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। গত ম্যাচে অর্ধশতক করেছেন তিনিও।
চার নম্বরে দেখা যাবে শিবম দুবে (Shivam Dube)। প্রতিপক্ষের স্পিন আক্রমণকে ভোঁতা করার দায়িত্ব থাকতে পারে দীর্ঘদেহী অলরাউন্ডারের কাঁধে। পাঁচ নম্বরে দীপক হুডাকে নামাতে পারে চেন্নাই। ব্যাটিং গভীরতা বাড়ানোর পাশাপাশি চেপকের পিচে বাড়তি স্পিনার হিসেবেও কার্যকরী হতে পারেন তিনি। ছয়ে থাকছেন স্যাম কারান। সাত ও আট নম্বরে দেখা যেতে পারে রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি’কে (MS Dhoni)। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং পজিশন অদলবদলও করতে পারেন সিএসকে-র ‘থালা’ ও ‘থালাপতি।’ ঘূর্ণি উইকেটে স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন রবিচন্দ্রণ অশ্বিন ও নূর আহমেদ (Noor Ahmad)। মুম্বইয়ের বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছিলেন আফগান চায়নাম্যান বোলার। বেঙ্গালুরু ম্যাচেও তিনি হতে পারেন দলের তুরুপের তাস। চোট পেয়ে ছিটকে গিয়েছেন মাথিশা পথিরাণা। তার বদলে থাকছেন নাথান এলিস। জুড়ে দেওয়া হতে পারে খলিল আহমেদকেও।
Read More: IPL 2025: কলকাতার বিরুদ্ধে রিয়ান পরাগ হয়ে উঠলেন ‘বিরাট’, নিরাপত্তা ভেঙে পা ছুঁলেন এক ভক্ত !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
চেন্নাই সুপার কিংস (CSK) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)
ম্যাচ নং- ০৮
তারিখ- ২৮/০৩/২০২৫
ভেন্যু- এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
সময়- সন্ধ্যা ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
MA Chidambaram Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-.

আইপিএলের (IPL) অন্যান্য ভেন্যুগুলিতে যেখানে ২০০ বা ২৫০ রান উঠছে নিয়মিত, সেখানে ব্যতিক্রম চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম। স্পিন সহায়ক বাইশ গজে বল পড়ার পর বেশ খানিকটা থেমে ব্যাটে আসে। ফলে বড় শট মারা কঠিন হয় ব্যাটারদের জন্য। গত রবিবার চেন্নাই বনাম মুম্বই ম্যাচে এখানে ছড়ি ঘোরাতে দেখা গিয়েছে স্পিনারদের। শুক্রবারের চেন্নাই বনাম বেঙ্গালুরু (CSK vs RCB) দ্বৈরথেও একই দৃশ্য প্রত্যাশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পরিসংখ্যান জানাচ্ছে যে এখানে ইতিপূর্বে আয়োজিত হয়েছে ৮৬টি আইপিএল ম্যাচ। তার মধ্যে ৪৯টিতে প্রথম ব্যাটিং করা দল জিতেছে। আর রান তাড়া করে জয় এসেছে বাকি ৩৭টি ম্যাচে। বছরের এই সময় শিশির বড় ভূমিকা নিতে পারে নির্ণায়ক ভূমিকা। বিষয়টি মাথায় রেখে টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং-ই করার সিদ্ধান্ত নিতে পারেন।
Chennai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

শুক্রবার মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (CSK vs RCB)। আকাশ আংশিক মেঘলা থাকলেও ম্যাচের দিন বড়সড় বাধা হয়ে দাঁড়াবে না বৃষ্টি, স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। চেন্নাইতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৪ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৪ শতাংশ থাকার সম্ভাবনা। যা অস্বস্তিতে ফেলতে পারে ক্রিকেটারদের। ম্যাচ চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ ২১ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে বলে জানা গিয়েছে।
CSK vs RCB হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ৩৩
- চেন্নাইয়ের জয়- ২১
- বেঙ্গালুরুর জয়- ১১
- অমীমাংসিত- ০১
- শেষ সাক্ষাতে ফলাফল- বেঙ্গালুরু ২৭ রানে জয়ী
IPL 2025 লাইভ স্ট্রিমিং-
টিভির পর্দায় চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ‘লাইভ’ দেখতে হলে চোখ রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। এছাড়া জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও দেখা যাবে খেলার সরাসরি সম্প্রচার।
সম্ভাব্য একাদশ-

ওপেনার- রচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী*
মিডল অর্ডার- ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, দীপক হুডা, স্যাম কারান
ফিনিশার- রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি
বোলার- রবিচন্দ্রণ অশ্বিন, নূর আহমেদ, নাথান এলিস, খলিল আহমেদ*
উইকেটরক্ষক- মহেন্দ্র সিং ধোনি
*-মাঠে নামতে পারেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে।
এক নজরে CSK-র সম্ভাব্য একাদশ-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
রচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), শিবম দুবে, দীপক হুডা, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, নূর আহমেদ, নাথান এলিস।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
রচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), শিবম দুবে, দীপক হুডা, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, নূর আহমেদ, নাথান এলিস, খলিল আহমেদ।
ইমপ্যাক্ট প্লেয়ার- ডেভন কনওয়ে, আন্দ্রে সিদ্ধার্থ, অংশুল কম্বোজ, মুকেশ কুমার।