ipl-2025-csk-vs-pbks-toss-report

IPL 2025: লীগ টেবিলে সবার নীচে থাকা চেন্নাই সুপার কিংসের সামনে আজ আক্ষরিক অর্থেই মরণবাঁচন ম্যাচ। এই মুহূর্তে ৯ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। প্লে-অফে যাওয়ার ক্ষীণতম আশা বাঁচিয়ে রাখতে হলে আজ জিততেই হবে মহেন্দ্র সিং ধোনিদের। আইপিএলের (IPL) প্রথম পর্বের খেলায় পাঞ্জাবের বিপক্ষে ১৮ রানে হেরেছিলো পাঁচ বারের চ্যাম্পিয়নরা। আজ প্রত্যাঘাতের স্বপ্ন বুকে নিয়েই মাঠে নামবে তারা। বড় ভূমিকা নিতে পারেন শিবম দুবে। বল হাতে তুরুপের তাস হয়ে ওঠার সম্ভাবনা নূর আহমেদ, মাথিশা পাথিরাণাদের। অন্যদিকে বেঙ্গালুরুর বিরুদ্ধে হার ও কলকাতার বিপক্ষে ম্যাচ ভেস্তে যাওয়ায় খানিক চাপে পাঞ্জাব। শেষ চারের দৌড়ে টিকে থাকার জন্য আজ জয়ে ফেরা অত্যন্ত প্রয়োজনীয় শ্রেয়স আইয়ারদের কাছেও। দুই ওপেনার প্রিয়াংশ ও প্রভসিমরণের দিকে নজর থাকবে। চেপকে কার্যকরী হতে পারেন চাহালও।

Read More: বৃথা গেলো শতরান, বয়স ভাঁড়িয়ে এক বছরের জন্য নিষিদ্ধ এই ক্রিকেট তারকা !!

IPL 2025 ম্যাচের সময়সূচী-

চেন্নাই সুপার কিংস (CSK) বনাম পাঞ্জাব কিংস (PBKS)

ম্যাচ নং- ৪৯

তারিখ- ৩০/০৪/ ২০২৫

ভেন্যু- এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

MA Chidambaram Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

MA Chidambaram Stadium, Chennai | Image: Getty Images
MA Chidambaram Stadium, Chennai | Image: Getty Images

চেপক বা এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। আইপিএলে (IPL) সাধারণত ব্যাটিং সহায়ক পিচ দেখেই অভ্যস্ত দর্শকেরা, কিন্তু চেপকের পিচ সেক্ষেত্রে ব্যতিক্রম। চটচটে বাইশ গজে বল পড়ে খানিক থমকে ব্যাটে আসায় কঠিন হয় বড় শট খেলা। এখানে কার্যকরী ভূমিকা নিতে পারেন স্পিনাররা। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৩। পরিসংখ্যান বলছে যে ইতিপূর্বে আইপিএলের ৯০ টি ম্যাচ আয়োজিত হয়েছে চেপকে। এর মধ্যে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে ৫১টি ম্যাচে। আর রান তাড়া করতে নামা দল জিতেছে ৩৯টি ম্যাচ। টসজয়ী দল জিতেছে ৪৬ ম্যাচ। আর টসে হারার পরেও ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে ৪৪ বার।

Chennai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Chennai Weather Forecast | Image: Twitter
Chennai Weather Forecast | Image: Twitter

চেন্নাইতে আকাশ আজ আংশিক মেঘলা থাকবে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৯ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮০ শতাংশ। যা নিঃসন্দেহে অস্বস্তির কারণ হতে পারে ক্রিকেটারদের জন্য। ম্যাচ চলাকালীন হাওয়ার গতিবেগ থাকতে পারে ২১ কিলোমিটার প্রতি ঘন্টা।

CSK vs PBKS হেড টু হেড পরিসংখ্যান-

CSK vs PBKS | IPL | Image: Getty Images
CSK vs PBKS | IPL | Image: Getty Images
  • মোট ম্যাচ- ৩১
  • চেন্নাইয়ের জয়- ১৬
  • পাঞ্জাবের জয়- ১৫
  • শেষ সাক্ষাতে ফলাফল- পাঞ্জাব ১৮ রানে জয়ী

দুই অধিনায়কের মন্তব্য-

MS Dhoni and Shreyas Iyer | Image: Twitter
MS Dhoni and Shreyas Iyer | Image: Twitter

মহেন্দ্র সিং ধোনি-

আমি জানি না পরের ম্যাচের জন্য আসব কিনা। আত্মসম্মান একটা বড় ব্যাপার। বেশীরভাগ ম্যাচ আপনি ঘরের মাঠেই খেলেন। হোম অ্যাডভান্টেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এটা এবার আমরা বিশেষ কাজে লাগাতে পারি নি। একই একাদশ থাকছে। আমরা এমন একটা দল যারা কিনা বেশী রদবদল করতে পছন্দ করে না। কারণটা খুবই সহজ। যদি দলের খেলোয়াড়রা ভালো পারফর্ম করে তাহলে ১ বা ২ জনকেই বদলানো যায়। তবে এই বছর সেই পরিকল্পনা বিশেষ কাজে আসে নি। এটা মেগা অকশনের ঠিক পরের মরসুম। আপনার মাথায় যেমন পরিকল্পনা রয়েছে তার সাথে কোনো ব্যাটার খাপ খায় কিনা তা মিলিয়েও দেখতে হয়।

শ্রেয়স আইয়ার-

আমরা প্রথমে বোলিং করবো। জেতা-হারা নিয়ে না ভেবে গোটা প্রক্রিয়াটায় ফোকাস করতে চাই। আমাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। ছেলেরা মানসিকভাবে প্রস্তুত। একটা ভালো ম্যাচের জন্য সকলে মুখিয়ে রয়েছে। খুবই দুর্ভাগ্যজনক যে (গ্লেন) ম্যাক্সওয়েলের আঙুল ভেঙেছে। কে ওর বদলি হবে তা এখনও স্থির করা যায় নি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

দুই দলের প্রথম একাদশ-

CSK vs PBKS | IPL | Image: Getty Images
CSK vs PBKS | IPL | Image: Getty Images

চেন্নাই সুপার কিংস (CSK)-

আয়ুষ মাথরে, সাইক রশিদ, ডিওয়াল্ড ব্রেভিস, স্যাম কারান, শিবম দুবে, দীপক হুডা, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), মাথিশা পাথিরাণা, নূর আহমেদ, খলিল আহমেদ।

ইমপ্যাক্ট প্লেয়ার- রবিচন্দ্রণ অশ্বিন, কমলেশ নাগারকোটি, অংশুল কম্বোজ, রামকৃষ্ণ ঘোষ, জেইমি ওভারটন।

পাঞ্জাব কিংস (PBKS)-

প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), নেহাল ওয়াধেয়া, শশাঙ্ক সিং, হরপ্রীত ব্রার, মার্কো ইয়ানসেন, আজমাতুল্লাহ ওমরজাই, সূর্যাংশ শেগড়ে, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।

ইমপ্যাক্ট প্লেয়ার- প্রভসিমরণ সিং, মুশির খান, বিজয়কুমার বৈশাখ, জেভিয়ার বার্টলেট, প্রবীণ দুবে।

CSK vs PBKS, টস রিপোর্ট-

টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিলো পাঞ্জাব কিংস।

Also Read: IPL 2025 CSK vs PBKS Match Preview: ঘরের মাঠে পাঞ্জাবের বিপক্ষে চেন্নাইয়ের মরণ-বাঁচন ম্যাচে, পরিসংখ্যানে এগিয়ে এই দল মারবে বাজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *