ipl-2025-csk-vs-pbks-match-report

IPL 2025: প্লে-অফে যাওয়ার ক্ষীণতম আশা জিইয়ে রাখতে হলে আজ জিততেই হত চেন্নাই সুপার কিংস-কে (CSK)। কিন্তু ঘরের মাঠ চেপকে শেষরক্ষা করতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি’রা (MS Dhoni)। পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে ৪ উইকেটের ব্যবধানে পর্যুদস্ত হয়ে প্রথম দল হিসেবে অষ্টাদশতম আইপিএল থেকে ছিটকে যেতে হলো পাঁচ বারের চ্যাম্পিয়নদের। টসে জিতে আজ প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স (Shreyas Iyer)। স্যাম কারানের ৮৮ রানের সৌজন্যে স্কোরবোর্ডে ১৯০ তোলে চেন্নাই। হ্যাট্রিক নেন যুজবেন্দ্র চাহাল। রান তাড়া করতে নেমে আগাগোড়াই আগ্রাসী ছিলো ‘কিংস’রা। অর্ধশতক করেন প্রভসিমরণ সিং (Prabhsimran Singh)। বড় রান পেলেন শ্রেয়স’ও। তাঁদের দাপটে ২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেলো প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি।

Read More: আইপিএলের বাকি ম্যাচ থেকে ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল, খুশির আবহ পাঞ্জাব ফ্যান্সদের মধ্যে !!

খড়কুটোর মত উড়ে গেলো চেন্নাই-

Shreyas Iyer | IPL | Image: Getty Images
Shreyas Iyer | IPL | Image: Getty Images

চেপকের মন্থর পিচে ১৯০ রানের পুঁজি হতেই পারত যথেষ্ট। কিন্তু বল হাতে পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে তেমন প্রতিরোধই গড়ে তুলতে পারলো না চেন্নাই সুপার কিংস। শুরুতেই ঝড় তুলেছিলেন প্রিয়াংশ আর্য। বছর ২৪-এর তরুণ আজও পাওয়ার-প্লে’তে ১৫ বলে ২৩ রানের ঝোড়ো ক্যামিও খেলে যান। মারেন ৫টি চার। খলিল আহমেদের বাউন্সার তাঁর ব্যাট স্পর্শ করে মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) দস্তানায় জমা পড়তেই খানিক অক্সিজেন পেয়েছিলো পাঁচ বারের চ্যাম্পিয়নরা। কিন্তু চাপ ধরে রাখতে পারে নি তারা। দ্বিতীয় উইকেটের জুটিতে ম্যাচের ভবিতব্য প্রায় নিশ্চিত করে দেন প্রভসিমরণ সিং ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কেন তাঁকে রিটেন করেছিলো ফ্র্যাঞ্চাইজি, তা প্রতি ম্যাচেই বোঝাচ্ছেন প্রভসিমরণ। পাঞ্জাবের তরুণ আজও ৩৬ বলে ৫৪ রানের চমৎকার ইনিংস খেললেন। মারেন ৫টি চার ও ৩টি ছক্কা।

নূর আহমেদের শিকার হয়ে প্রভসিমরণ ফেরার পর ইনিংসের হাল ধরেন শ্রেয়স (Shreyas Iyer) স্বয়ং। গত মরসুমে নাইটদের অধিনায়ক হিসেবে আইপিএল (IPL) জিতেছেন তিনি। এবার পাঞ্জাবের জার্সিতে সেই খেতাব ধরে রাখতে যেন মরিয়া তিনি। গত কয়েকটি ম্যাচে ঈষৎ ম্রিয়মান দেখিয়েছিলো তাঁকে। কিন্তু সেই জড়তা ঝেড়ে ফেলে আজ ফের জ্বলে উঠলেন মুম্বইয়ের ক্রিকেটার। মাত্র ৪১ বলে ৭২ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। মেরেছেন ৫টি চার ও ৪টি ছক্কা। শ্রেয়সের সাথে সাথে ঝোড়ো ব্যাটিং করতে দেখা গেলো শশাঙ্ক সিং’কে (Shashank Singh)। ‘কিংস’দের ফিনিশার আজ করেন ১২ বলে ২৩ রান। ডেথ ওভারে পরপর সাজঘরে ফেরেন তাঁরা দু’জন। আউট হন সূর্যাংশ শেগড়েও। কিন্তু তাতে চাপে পড়ে নি পাঞ্জাব। বাকি পথটুকু তাদের পৌঁছে দেন জশ ইংলিস ও মার্কো ইয়ানসেন।

IPL থেকে ছিটকে গেলেন ধোনি-জাদেজারা-

Chennai Super Kings | IPL | Image: Getty Images
Chennai Super Kings | IPL | Image: Getty Images

একটা সময় পাঞ্জাবের (PBKS) স্কোরবোর্ডে ৩ উইকেটের বিনিময়ে ছিলো ১৮০ রান। সেখান থেকে ১৯০তে পৌঁছতে পরপর ৩ উইকেট খোয়াতে হয় তাদের। সাফল্য পেয়েছিলেন পাথিরাণা, জাদেজা, খলিল আহমেদরা। কিন্তু ততক্ষণে দেরী হয়ে গিয়েছিলো অনেকটাই। জয়ের জন্য যথেষ্ট পুঁজি আর ছিলো না চেন্নাই সুপার কিংসের (CSK) হাতে। শেষমেশ ২০তম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি হাঁকিয়ে পাঞ্জাবের (PBKS) ২ পয়েন্ট নিশ্চিত করেন মার্কো ইয়ানসেন। আজকের জয়ের ফলে প্লে-অফের দৌড়ে আরও খানিকটা এগিয়ে গেলো প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে উঠে এলো দ্বিতীয় স্থানে। পক্ষান্তরে চেন্নাই শিবিরে জমলো শুধুই হতাশা। ১০ ম্যাচের পরেও তাদের সংগ্রহে মাত্র ৪ পয়েন্ট। গত বছর লীগ পর্বের শেষ ম্যাচে হেরে প্লে-অফের টিকিট হাতছাড়া হয়েছিলো চেন্নাইয়ের। এবার প্রথম দল হিসেবে ট্রফির দৌড় থেকে হারিয়ে গেলো তারা।

Also Read: IPL 2025: ‘চম্পক’ নিয়ে বিপাকে বিসিসিআই, বদলে যেতে পারে আইপিএল পোষ্যের নাম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *