ipl-2025-csk-vs-mi-probable-xi-for-mi

IPL 2025: রবিবার সন্ধ্যেয় আইপিএল (IPL) অভিযান শুরু করতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে তারা। টুর্নামেন্টের দুই সফলতম ফ্র্যাঞ্চাইজির দ্বৈরথ ঘিরে তুঙ্গে উত্তেজনা। মাঠে নামার আগে খানিক পিছিয়েই রয়েছে মুম্বই। স্লো ওভার-রেটের কারণে মরসুমের প্রথম ম্যাচেই নির্বাসিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সেরা পেস অস্ত্র জসপ্রীত বুমরাহকেও পিঠের চোটের কারণে পাচ্ছে না তারা। কি করে তাঁদের শূন্যতা ঢাকেন কোচ মার্ক বাউচার, নজর থাকবে সেইদিকে। বিশেষজ্ঞদের মতে রবিবার রোহিত শর্মা’র (Rohit Sharma) সাথে মুম্বইয়ের জার্সিতে ওপেন করবেন দক্ষিণ আফ্রিকার রায়ান রিকলটন (Ryan Rickleton)। দারুণ ফর্মে আছেন দু’জনেই। তাঁদের উপর থাকবে পাওয়ার প্লে’তে প্রতিপক্ষ বোলিং-এ ব্যাকফুটে ঠেলে দেওয়ার ভার। কার্যনির্বাহী অধিনায়ক সূর্যকুমার (Suryakumar Yadav) থাকতে পারেন তিনে।

মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে চার নম্বরে খেলতে পারেন হায়দ্রাবাদের তরুণ তিলক বর্মা (Tilak Varma)। টি-২০তে সাম্প্রতিক অতীতে দারুণ পারফর্ম করেছেন তিনি। ধারাবাহিকতা নিঃসন্দেহে ধরে রাখতে চাইবেন আইপিএলের আসরেও। পাঁচে দেখা যাবে উইল জ্যাকসকে (Will Jacks)। তাঁর ঝোড়ো ব্যাটিং-এর পাশাপাশি স্লো স্পিন বোলিং-ও চেপকের পিচে নিতে পারে কার্যকরী ভূমিকা। ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে ঝাড়খণ্ডের বাইশ বর্ষীয় উইকেটরক্ষক-ব্যাটার রবিন মিঞ্জকে (Robin Minz)। থাকতে পারেন রাজ অঙ্গদ বাওয়া’ও। দু’জন বিশেষজ্ঞ স্পিনার খেলাতে পারে মুম্বই। মিচেল স্যান্টনারের সঙ্গী হতে পারেন অভিজ্ঞ কর্ণ শর্মা। ‘ঘর ওয়াপসি’ হচ্ছে ট্রেন্ট বোল্টের (Trent Boult)। নতুন বল হাতে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়বেন তিনি। এছাড়া একাদশে থাকতে পারেন দীপক চাহার। নিজের পুরনো দলের বিরুদ্ধে স্মরণীয় পারফর্ম্যান্স করতে চাইবেন ডান হাতি পেসার।

Read More: IPL 2025: KKR বনাম RCB ম্যাচের টিকিট ব্ল্যাক, CAB’র নাকের ডগায় ঘটছে বেনজির ঘটনা !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

চেন্নাই সুপার কিংস (CSK) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI)

ম্যাচ নং- ০৩

তারিখ- ২৩/০৩/২০২৫

ভেন্যু- এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

সময়- সন্ধ্যা ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

MA Chidambaram Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

MA Chidambaram Stadium, Chennai | Image: Getty Images
MA Chidambaram Stadium, Chennai | Image: Getty Images

এম এ চিদাম্বরম স্টেডিয়াম বা চেপকে মুখোমুখি চেন্নাই সুপার কিংস (CSK) ও মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এই মাঠে পিচ সাধারণত মন্থর হওয়ায় চ্যালেঞ্জের মুখোমুখি হন ব্যাটাররা। বলে পড়ে বেশ খানিকটা থমকে ব্যাটে আসার দরুণ সহজ হয় না বড় শট খেলা। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৩। ম্যাচ যত গড়াবে ততই পিচ স্পিন সহায়ক হয়ে পড়ার সম্ভাবনা থাকছে। রবিবার সন্ধ্যায় তাই দুই স্পিনের স্পিনাররা কার্যকরী ভূমিকা নিলে অবাক হওয়ার কোনো কারণ নেই। চেপকে এখনও অবধি ৮৫টি আইপিএল ম্যাচ আয়োজিত হয়েছে। এর মধ্যে ৪৯টিতে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে। আর রান তাড়া করে সাফল্য এসেছে ৩৬টি ম্যাচে। পরিসংখ্যান মাথায় রেখে টসজয়ী অধিনায়ক প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।

Chennai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Chennai Weather Forecast | Image: Twitter
Chennai Weather Forecast | Image: Twitter

রবিবার চেন্নাইতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বর্ষণের সম্ভাবনা রয়েছে ১৫ শতাংশ। তা খেলায় বড়সড় বাধা সৃষ্টি করবে না বলেই অভিমত বিশেষজ্ঞদের। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৭৬ শতাংশ। যা অস্বস্তিতে ফেলতে পারে ক্রিকেটারদের। এছাড়া ম্যাচ চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ ১৪ কিলমিটার প্রতি ঘন্টা থাকার সম্ভাবনা রয়েছে।

CSK vs MI হেড টু হেড পরিসংখ্যান-

CSK vs MI | Image: Getty Images
CSK vs MI | Image: Getty Images

আইপিএলের (IPL) ইতিহাসে দুই সফলতম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই ও মুম্বইয়ের লড়াইতে এগিয়ে বাণিজ্যনগরীর ফ্র্যাঞ্চাইজিই। ৩৭ ম্যাচের মধ্যে ২০টি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৭টিতে জয় চেন্নাই সুপার কিংসের। টুর্নামেন্টে ফাইনালে চার বার মুখোমুখি হয়েছে দুই দল। এক্ষেত্রেও এগিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সই (MI)। তারা জিতেছে ৩ বার। একবার জয় পেয়েছে চেন্নাই (CSK)। শেষ পাঁচটি লড়াইয়ের ফলাফলে অবশ্য এগিয়ে হলুদ জার্সিধারীরা এগিয়ে ৪-১ ফলে।

IPL 2025 লাইভ স্ট্রিমিং-

চেন্নাই বনাম মুম্বই-সহ আইপিএলের (IPL) সবক’টি ম্যাচ টেলিভিশনের পর্দায় দেখতে হলে চোখ রাখতে হবে স্টার স্পোর্টস ও স্পোর্টস ১৮-এর বিভিন্ন চ্যানেলে। এছাড়া জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও সরাসরি দেখা যাবে সবক’টি ম্যাচ।

সম্ভাব্য একাদশ-

Mumbai Indians | Image: Getty Images
Mumbai Indians | Image: Getty Images

ওপেনার- রোহিত শর্মা, রায়ান রিকলটন ✈️

মিডল অর্ডার- সূর্যকুমার যাদব, তিলক বর্মা, উইল জ্যাকস ✈️

ফিনিশার- রবিন মিঞ্জ, রাজ অঙ্গদ বাওয়া

বোলার- মিচেল স্যান্টনার ✈️, ট্রেন্ট বোল্ট ✈️, দীপক চাহার, কর্ণ শর্মা

উইকেটরক্ষক- রবিন মিঞ্জ

এক নজরে MI-র একাদশ-

রোহিত শর্মা, রায়ান রিকলটন ✈️, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, উইল জ্যাকস ✈️, রবিন মিঞ্জ (উইকেটরক্ষক), রাজ অঙ্গদ বাওয়া, মিচেল স্যান্টনার ✈️, ট্রেন্ট বোল্ট ✈️, দীপক চাহার, কর্ণ শর্মা।

ইমপ্যাক্ট প্লেয়ার-

ব্যাটিং-এর ক্ষেত্রে- নমন ধীর

বোলিং-এর ক্ষেত্রে- অর্জুন তেন্ডুলকর

Also Read: IPL 2025: আইপিএলের কমেন্ট্রি প্যানেল থেকে বাদ ইরফান পাঠান, বিতর্কের ঝড় ক্রিকেট মহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *