IPL 2025: আইপিএলের (IPL) প্রথম সুপার সানডে’তে দুটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ম্যাচ উপভোগ করতে পারলেন ক্রিকেটপ্রেমীরা। দিনের প্রথম খেলায় দেখা গেলো রানের রংমশাল। সানরাইজার্সের তোলা ২৮৬ তাড়া করতে নেমে ২৪২ অবধি পৌঁছে গেলো রাজস্থান রয়্যালস। তুলনায় দ্বিতীয় ম্যাচটিতে ব্যাটিং অনেক কঠিন ছিলো আজ। চেপকের মন্থর পিচে ছড়ি ঘোরালেন স্পিনাররাই। টসে জিতে প্রথম প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলো চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ের প্রথম উইকেট পড়ে শূন্য রানের মাথায়। এরপর সূর্যকুমার, তিলক বর্মাদের মরিয়া চেষ্টায় কোনোক্রমে ১৫৫ অবধি পৌঁছেছিলো তারা। রান তাড়া করতে নেমে ঋতুরাজ গায়কোয়াড়ের অর্ধশতকের সৌজন্যে একটা সময় চেন্নাই বেশ খানিকটা এগিয়ে গিয়েছিলো ঠিকই, কিন্তু তাদের ম্যাচে ফেরান ভিগনেশ পুথুর। শেষমেশ রচিন রবীন্দ্রের ব্যাটে ভর দিয়ে জিতলো তারা।
Read More: IPL 2025 DC vs LSG: প্রতিপক্ষ পন্থের বিরুদ্ধে মর্যাদার লড়াই দিল্লীর, মজবুত মিডল অর্ডারের ছক কষছেন কোচ বাদানি !!
১) খাতাই খুলতে পারলেন না রোহিত-
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুর্দান্ত অর্ধশতক করে অনুরাগীদের প্রত্যাশা অনেকগুণ বাড়িয়ে দিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু আইপিএলের শুরুটা ভালো হলো না তাঁর। আজ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ওপেন করতে নেমে ফিরলেন খাতা খোলার আগেই। প্রথম ওভারের চতুর্থ বলে খলিল আহমেদের শিকার হন তিনি।
২) পরপর উইকেট হারায় মুম্বই-
রোহিতের ওপেনিং পার্টনার রায়ান রিকলটন’ও আজ সাফল্য পান নি। ৭ বলে ১৩ রান করে খলিলের দ্বিতীয় শিকার হন তিনি। তিন নম্বরে ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসকে নামিয়েছিলেন কোচ মার্ক বাউচার। কাজে আসে নি সেই স্ট্র্যাটেজিও। ৭ বলে ১১ রান করে রবিচন্দ্রণ অশ্বিনের বলে উইকেট ছুঁড়ে আসেন তিনি। ৩৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছিলো মুম্বই ইন্ডিয়ান্স।
৩) নূরের ঘূর্ণিতে বেসামাল মিডল অর্ডার-

ইনিংসের হাল ধরার চেষ্টা করেছিলেন সূর্যকুমার যাদব। ক্রিজের এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন তিনি। কিন্তু তাঁর রক্ষণে ফাটল ধরান নূর আহমেদ। আফগান চায়নাম্যান স্পিনারের বল সূর্যের ব্যাট এড়িয়ে ধোনির দস্তানায় জমা পড়ে। মুহূর্তের মধ্যে স্টাম্প ভাঙতে দেরী করেন নি অভিজ্ঞ উইকেটরক্ষক। ২৯ করে থামতে হয় তাঁকে। ত্রয়োদশতম ওভারে পরপর রবিন মিঞ্জ ও তিলক বর্মা (৩১) আউট করে মুম্বইয়ের উপর চাপ বাড়ান তিনি।
৪) পুরনো দলের বিপক্ষে ক্যামিও দীপকের-
নমন ধীরকেও আউট করেছিলেন নূর আহমেদ। ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ৪ উইকেট পান তিনি। মিচেল স্যান্টনার ফিরেছিলেন ১১ রান করে। ধুঁকতে থাকা মুম্বইকে লড়াইতে ফেরান চেন্নাই দলের প্রাক্তনী দীপক চাহার। নয় নম্বরে নেমে মাত্র ১৫ বলে ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে অপরাজিত ২৮ করেন তিনি। মূলত তাঁর প্রচেষ্টাতেই ১৫৫ অবধি পৌঁছতে সক্ষম হয় মুম্বই ইন্ডিয়ান্স।
৫) ধুন্ধুমার ইনিংস ঋতুরাজের-

আজ মুম্বইয়ের বিপক্ষে সাফল্য পায় নি চেন্নাইয়ের ওপেনিং জুটি। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন রাহুল ত্রিপাঠী। ৩ বলে ২ করেন তিনি। এরপর অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় চেন্নাই সুপার কিংস। বোল্ট-চাহারদের বিপক্ষে ধুন্ধুমার ইনিংস খেলেন তিনি। মাত্র ২২ বলে পেরোন অর্ধশতকের গণ্ডী। রচিন রবীন্দ্রের সাথে জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে দেন তিনি। ভিগনেশ পুথুরের বলে যখন আউট হন তখন তাঁর নামের পাশে ৫৩ রান। ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কার হাঁকান তিনি।
৬) রান পেলো না চেন্নাইয়ের মধ্যক্রম-
ঋতুরাজ আউট হওয়ার পর ধস নেমেছিলো চেন্নাই সুপার কিংসের ব্যাটিং অর্ডারে। ব্যর্থ মিডল অর্ডার। নবাগত ভিগনেশ পুথুরের বলে আউট হন শিবম দুবে ও দীপক হুডা। যথাক্রমে ৯ ও ৩ রানের বেশী করতে পারেন নি তিনি। সাফল্য পান নু স্যাম কারান’ও। চেন্নাই জার্সিতে প্রত্যাবর্তনের ম্যাচে বল হাতে উইকেটশূন্য ছিলেন তিনি। ব্যাট হাতেও থামতে হয় ৯ বলে ৪ করে। উইল জ্যাকসের বলে বোল্ড হন তিনি।
৭) ম্যাচ জেতালেন সংযমী রচিন-

১১৬ রানের মধ্যে ৫ উইকেট পড়ে গিয়েছিলো চেন্নাই সুপার কিংসের। কঠিন পিচে রান তাড়া করে ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছিলো হলুদ জার্সিধারীদের জন্য। চাপের মুখেও ধৈর্য্য হারান নি রচিন রবীন্দ্র। সংযমী ইনিংস খেলেন তিনি। জাদেজার সাথে গড়েন কার্যকরী পার্টনারশিপ। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন তিনি। আজ আইপিএলের প্রথম ম্যাচেও অর্ধশতকের গণ্ডী পেরোলেন তিনি। ছক্কা মেরে শেষে ম্যাচ জেতান তিনি। অপরাজিত থাকেন ৪৫ বলে ৬৫ রান করে। শেষলগ্নে জাদেজা ১৭ করে রান-আউট হওয়ায় মাঠে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২ বল খেললেও কোনো রান পান নি তিনি। অপরাজিত থাকেন শূন্য রান করে।