ipl-2025-csk-fans-on-loss-vs-pbks

IPL 2025: মুম্বইকে হারিয়ে আইপিএল (IPL) শুরু করেছিলো চেন্নাই সুপার কিংস। কিন্তু তার পর চরম ব্যর্থতার সম্মুখীন তারা। বেঙ্গালুরু, রাজস্থান ও দিল্লী’র বিরুদ্ধে হারতে হয়েছিলো পরপর চারটি ম্যাচ। আজ পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষেও পরাজিতের তকমা নিয়েই মাঠ ছাড়তে হলো ঋতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিং ধোনিদের। মুল্লানপুরের মাঠে টসে জিতে প্রথম ব্যাটিং বেছে নিয়েছিলো পাঞ্জাব। তাদের ব্যাটিং লাইন-আপের অধিকাংশ তারকাকে সাজঘরে ফেরাতে পারলেও বছর ২৪-এর প্রিয়াংশ আর্যের বিরুদ্ধে কিছুতেই সুবিধা করে উঠতে পারলো না চেন্নাই (CSK)। ৪৩ বলে ১০৩ করেন আনক্যাপড তরুণ। শশাঙ্ক সিং ও মার্কো ইয়ানসেরন ঝোড়ো ক্যামিওতে ভর করে শেষমেশ ২০ ওভারে ২১৯ তোলে প্রীতি জিন্টার দল। জবাবে ব্যাট করতে নেমে লড়াইয়ের চেষ্টা চেন্নাই করলো ঠিকই, কিন্তু যথেষ্ট হলো না তা।

Read More: মুল্লানপুরে দাপুটে জয় পাঞ্জাবের, একটানা চতুর্থ ম্যাচ হেরে দিশেহারা চেন্নাই সুপার কিংস !!

দুর্দান্ত শতরানের জন্য নেটদুনিয়া শুভেচ্ছা জানিয়েছে প্রিয়াংশ’কে (Priyansh Arya)। ‘ভবিষ্যতের তারকা,’ লিখেছেন এক গুণমুগ্ধ ক্রিকেটপ্রেমী। ‘দুর্দান্ত ইনিংস দেখলাম একটা। এই খেলাটা মনে থেকে যাবে,’ মন্তব্য আরেকজনের। শুভেচ্ছা উড়ে এসেছে শশাঙ্ক সিং-এর জন্যও। ‘গত বারের ফর্মটা এবারও ধরে রেখেছে ও। প্রমাণ করেছে ওকে রিটেন করে ভুল করে নি ফ্র্যাঞ্চাইজি,’ লিখেছেন একজন। তবে পাঞ্জাব সমর্থকদের উচ্ছ্বাস ছাপিয়ে চোখে পড়েছে চেন্নাই সুপার কিংস সমর্থকদের আক্ষেপ। টানা হারের হতাশা স্পষ্ট তাঁদের ট্যুইটগুলিতে। টিম ম্যানেজমেন্টকে তুলোধোনা করার পথে হেঁটেছেন কেউ কেউ। ‘পাঁচটা ট্রফি এই দলটাই জিতেছে? বিশ্বাস হচ্ছে না,’ মন্তব্য এক সিএসকে অনুরাগীর। ‘দলটাকে দেখে মনে হচ্ছে জেতার ইচ্ছেটাই নেই। শরীরী ভাষাটাই কেমন যেন নিস্তেজ,’ মন্তব্য অন্য একজনের।

তোপের মুখে পড়তে হয়েছে অধিনায়ক ঋতুরাজকেও (Rutuaj Gaikwad)। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ১ করেছেন তিনি। ‘অধিনায়কত্ব ছেড়ে দাও। বরং জল বওয়ার দায়িত্ব নাও,’ লিখেছেন এক ক্ষুব্ধ সমর্থক। ‘দরকারের সময় কখনোই পাওয়া যায় না ওকে,’ লিখেছেন আরেকজন। আইপিএলে (IPL) ১৮০-এর বেশী রান তাড়া করার ক্ষেত্রে ঋতুরাজের পরিসংখ্যান যে বেশ খারাপ তাও তুলে ধরতে দেখা গিয়েছে বেশ কয়েকজন নেটিজেনকে। ‘এরপর জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে কোন সাহসে?’ প্রশ্ন তুলেছেন কেউ কেউ। গত কয়েকটি ম্যাচে মহেন্দ্র সিং ধোনি’র ব্যাটিং অর্ডার নিয়ে কথা উঠেছিলো। আজ পাঁচে নেমে ১২ বলে ২৭ করেন তিনি। তাঁর প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছেন অনুরাগীরা। ’৪৩ বছরে ধোনি যা করলো সেটা ঋতুরাজের থেকে এলে এই ম্যাচ জেতা যেত,’ মন্তব্য একজনের। ‘এখনও ধোনির মধ্যে বেঁচে আছে ক্রিকেট,’ হতাশার মাঝে সান্ত্বনার খোঁজে অন্য একজন।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025 PBKS vs CSK Highlights: পাঞ্জাবকে জেতালো প্রিয়াংশের শতরান, টানা চার ম্যাচ হেরে ছিটকে যাওয়ার মুখে চেন্নাই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *