ipl-2025-chetan-sakariya-trolled-on-x

IPL 2025: মরসুমের শুরুতে নেট বোলার হিসেবে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে যোগ দিয়েছিলেন চেতন সাকারিয়া (Chetan Sakariya)। উমরান মালিক ছিটকে যাওয়ায় আচমকাই সুযোগ চলে আসে তাঁর সামনে। জায়গা করে নেন মূল স্কোয়াডে। তবে মাঠে নামার সুযোগ পান নি আইপিএলের (IPL) প্রথম অর্ধে। ছিলেন রিজার্ভ বেঞ্চেই। আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে হোম ম্যাচে অবশেষে তাঁকে প্রথম একাদশে রেখেছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ডোয়েন ব্র্যাভো। নাইটদের হয়ে আইপিএল অভিষেকের অভিজ্ঞতা বিশেষ সুখকর হলো না সৌরাষ্ট্রের বাম হাতি পেসারের। পাওয়ার প্লে’তে নতুন বল তাঁর হাতে তুলে দিয়েছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তাঁকে নিয়ে রীতিমত ছেলেখেলাই করলেন পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরণ সিং।

Read More: IPL 2025 DC vs RCB Match Preview: দিল্লির মাটিতে বেঙ্গালুরুর বদলার ম্যাচ, পরিসংখ্যানে এগিয়ে এই দল মারবে বাজি !!

স্পেলের প্রথম ওভারটিতে বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছিলেন চেতন সাকারিয়া (Chetan Sakariya)। খরচ করেছিলেন তিন রান। কিন্তু এরপর আর প্রিয়াংশ-প্রভসিমরণকে আটকাতে পারেন নি তিনি। চেতনের দ্বিতীয় ওভার থেকে তাঁরা ছিনিয়ে নেন ১৮ রান। জোড়া বাউন্ডারি হাঁকান বছর ২৪-এর প্রিয়াংশ। লং-অফের উপর দিয়ে দুরন্ত ছক্কা হাঁকান প্রভসিমরণ সিং-ও। এরপরেও রেহাই পান নি তিনি। ১৩তম ওভারে সৌরাষ্ট্রের পেসারকে আক্রমণে ফেরত এনেছিলেন রাহানে। ফের ১৮ রান খরচ করেন তিনি। প্রভসিমরণের থেকে হজম করেন জোড়া বাউন্ডারি ও একটি ছক্কা। এবার ডিপ স্কোয়্যার লেগের উপর দিয়ে বাম হাতি পেসারকে গ্যালারিতে আছড়ে ফেলেন পাঞ্জাব কিংস (PBKS) ওপেনার। এরপর আর চেতনের হাতে বল তুলে দেওয়ার সাহস পান নি রাহানে। ৩ ওভারে ১৩ ইকোনমি রেটে তিনি খরচ করলেন ৩৯ রান।

হর্ষিত, বৈভবদের মত ভারতীয় পেসাররা সেরা ছন্দে নেই এই বছর। দাগ কাটতে পারছেন না স্পেন্সার জনসন বা অনরিখ নর্খিয়ার মত তারকারাও। এমতাবস্থায় নাইটদের পেস ব্যাটারির ধার বাড়াবেন চেতন সাকারিয়া (Chetan Sakariya), স্বপ্ন দেখেছিলেন সমর্থকেরা। কিন্তু প্রথম দিনেই বালির বাঁধের মত চুরমার হয়েছে তা। ক্ষোভ বাড়িয়েছে তাঁর হতাশাজনক পারফর্ম্যান্স। ‘এবার কি একজন ক্রিকেটারকেও ঠিকঠাক দলে সামিল করা হয় নি?’ প্রশ্ন তুলেছেন একজন। ‘দিনের পর দিন এমনটা কি করে হতে পারে?’ মন্তব্য আরও একজনের। ‘দলের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনাই নেই,’ মন্তব্য অন্য এক নেটিজেনের। ‘অন্য দলের বাতিলদের ধরে এনে ট্রফি জেতা যায় না। নিলামেই ভুল হয়েছে,’ মনে করছেন আরও একন কেকেআর সমর্থক। ‘প্রতিপক্ষকে সুযোগ করে দিচ্ছে কলকাতার বোলিং,’ ক্ষোভ উগড়ে দিয়েছেন আরও একজন।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025 MI vs LSG Match Preview: মুম্বাইয়ের মাটিতে জয়ে ফিরতে মরিয়া লখন‌উ, পরিসংখ্যানে এগিয়ে এই দল মারবে বাজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *