IPL 2025: আইপিএলের (IPL) আসরে হাইস্কোরিং ম্যাচ দেখে আজকাল অভ্যস্ত ক্রিকেটজনতা। দিনকয়েক আগেই ২৪৫ রান করেও জিততে পারেন নি পাঞ্জাব কিংস (PBKS)। উপ্পলের মাঠে তা তাড়া করে ২ পয়েন্ট ছিনিয়ে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। লো-স্কোরিং ম্যাচও যে কখনও কখনও হয়ে উঠতে পারে রোমহর্ষক, তার প্রমাণ দিলো আজকের পাঞ্জাব কিংস বনাম নাইট রাইডার্স। টসে জিতে প্রথম ব্যাটিং করে মাত্র ১১১ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়েছিলো পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স (KKR) যেভাবে শুরু করেছিলো তাতে একটা সময় মনে হয়েছিলো যে দশ ওভারেই ম্যাচ শেষ করে দেবে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’রা। কিন্তু খেলার মোড় কার্যত একা হাতেই ঘুরিয়ে দেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তাঁর ঘূর্ণিতে মাত হয়ে কলকাতা গুটিয়ে গেলো ৯৫ রানেই। স্মরণীয় এক জয় ছিনিয়ে নিলো প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি।
Read More: IPL 2025: “হৃদয় পড়ে কলকাতাতেই…” নাইটদের বিরুদ্ধে শূন্য শ্রেয়সের, নেটমাধ্যমে কটাক্ষের শিকার পাঞ্জাব অধিনায়ক !!
১৮ কোটিতে পাঞ্জাব দলে সামিল করেছিলো যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)। কিন্তু মরসুমের প্রথম পাঁচ ম্যাচে অত্যন্ত হতাশ করেছিলেন তিনি। বোলিং গড় পেরিয়ে গিয়েছিলো ৮৩। পাঞ্জাব বনাম কলকাতা ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে সহকারী কোচ জেমস হোপস অবধি বলেছিলেন, “আমাদের ম্যাচে চাহালকে আরও বেশী নিয়োজিত করতে হবে।” যাবতীয় কটাক্ষ, সমালোচনার জবাব আজ মাঠেই দিলেন আইপিএলের (IPL) সর্বোচ্চ উইকেটশিকারী। মাত্র ২৮ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়ে কোমর ভেঙে দিলেন কলকাতার ব্যাটিং লাইন-আপের। তাঁর চার শিকারের মধ্যে অন্যতম রিঙ্কু সিং (Rinku Singh)। স্পিনের বিরুদ্ধে বেশ সাবলীল উত্তরপ্রদেশের ক্রিকেটার। কিন্তু তাঁকেও যেভাবে ক্রিজের বাইরে টেনে এনে আউট করলেন চাহাল, তা তাঁর প্রতিভার স্বাক্ষর রেখে গেলো মুল্লানপুরের বাইশ গজে।
আজ ক্রিজে বেশ নড়বড়ে লাগছিলো রিঙ্কু সিং-কে (Rinku Singh)। কঠিন পিচে ছন্দ হাতড়াচ্ছিলেন তিনি। সেই সময়েই ফাঁদ পাতেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ১২তম ওভারের তৃতীয় ডেলিভারিটি বাম হাতি ব্যাটারের শরীর থেকে অনেকখানি দূরে রেখেছিলেন তিনি। কমিয়ে দিয়েছিলেন গতি। বাধ্য হয়েই শরীর সামনে ঝুঁকিয়ে ড্রাইভ খেলতে গিয়েছিলেন রিঙ্কু। আচমকা টার্ন হয়ে সাদা কুকাবুরা তাঁর ব্যাট ও প্যাডের ফাঁক গলে জমা পড়ে উইকেটরক্ষক জস ইংলিসের (Josh Inglis) দস্তানায়। শরীর সামনের দিকে ঝুঁকে পড়ায় রিঙ্কুর পা বেরিয়ে গিয়েছিলো ক্রিজ ছেড়ে। সুযোগের সদ্ব্যবহার করতে দেরী করেন নি অস্ট্রেলীয় তারকা। মুহূর্তের মধ্যে স্টাম্পের ‘বেল’ উড়িয়ে দেন তিনি। ৯ বলে ২ করেই ইনিংস সমাপ্ত হয় নাইট রাইডার্স তারকার। ঠিক পরের বলেই রমনদীপ সিং-কেও আউট করেন চাহাল।
দেখুন রিঙ্কুর উইকেটটি-
Also Read: IPL 2025: ট্রফি জিততে দুর্দান্ত চাল প্রীতি জিন্টার, এই লাকি চার্ম’কে দিলেন দলের অধিনায়কত্ব !!