IPL 2025: দুরন্ত গতিতে আইপিএল (IPL) অভিযান শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ইডেন ও চেপকে যথাক্রমে নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মত দুই হেভিওয়েটকে ইতিমধ্যেই পরাস্ত করেছে তারা। ৪ পয়েন্ট নিয়ে রয়েছে লীগ টেবিলের শীর্ষে। আজ ঘরের মাঠে প্রথমবার নামছেন কোহলিরা। চিন্নাস্বামী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রথম দু’টি ম্যাচে ব্যাটিং এবং বোলিং-দুই বিভাগেই বেশ গোছানো লেগেছিলো বেঙ্গালুরুকে (RCB)। নজর কেড়েছিলেন কোহলি, সল্ট, ক্রুণাল পাণ্ডিয়া, জশ হ্যাজেলউড’রা। কিন্তু আজ গুজরাত বোলিং-এর বিপক্ষে বেশ নড়বড়ে দেখাচ্ছে তাদের। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স প্রাক্তনী মহম্মদ সিরাজের বোলিং-এর নাগাল পাচ্ছেন না বেঙ্গালুরু ব্যাটাররা। পুরনো দলের কাছে ত্রাস হয়ে উঠেছেন হায়দ্রাবাদের পেসার।
Read More: IPL 2025: ওয়াংখেড়েতে চরম হয়রানির শিকার নাইট সমর্থকেরা, নিন্দার ঝড় ক্রিকেটমহলে !!
সাত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কাটিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। হয়ে উঠেছিলেন ‘ঘরের ছেলে।’ তাঁকে যে ফ্র্যাঞ্চাইজি রিটেন করবে না তা ভাবতে পারেন নি কেউই। কিন্তু সেই কঠিন সিদ্ধান্তই নিয়েছেন কর্মকর্তারা। আজ বেঙ্গালুরুর ঘরের মাঠে যেন জাত চেনানোর বাড়তি তাগিদ নিয়ে মাঠে নেমেছেন ডান হাতি ফাস্ট বোলার। প্রথম ডেলিভারিতেই উইকেট তুলে নিয়েছিলেন প্রায়। সিরাজের শর্ট বলে পুল মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন ফিল সল্ট (Phil Salt)। অরক্ষিত ডিপ মিড উইকেট অঞ্চলে গিয়ে পড়ে বল। হাল ছাড়েন নি তারকা পেসার। প্রথম ওভারের পঞ্চম ডেলিভারিতে ফের সল্টকে ফাঁদে ফেলেন তিনি। মিডল স্টাম্প লাইনের বল উইকেট থেকে সরে এসে অফসাইডে মারতে চেয়েছিলেন বেঙ্গালুরু ওপেনার। বাড়তি বাউন্সে বোকা বনে যান তিনি। নিয়ন্ত্রণ ছিলো না শটে। ব্যাটের কোণায় লেগে বল গিয়েছিলো সোজা উইকেটরক্ষকের দিকে।
‘রেগুলেশন ক্যাচ’ সহজেই দস্তানাবন্দী করে ফেলবেন জস বাটলার (Jos Buttler), ভেবেছিলেন গুজরাত টাইটান্স ক্রিকেটাররা। উদ্যাপনও শুরু করে দিয়েছিলেন স্লিপে দাঁড়ানো শুভমান গিল। দুই হাত ছড়িয়ে সেলিব্রেশনে মেতেছিলেন সিরাজ’ও (Mohammed Siraj)। কিন্তু সবাইকে কার্যত অবাক করে দিয়ে সেই ক্যাচ হাতছাড়া করেন গুজরাত উইকেটরক্ষক। মাঝপথেই থেমে যায় যাবতীয় সেলিব্রেশন। প্রথম ওভারে দুইবার সল্টকে বাগে পেয়েও হাতছাড়া করার হতাশা যদিও জাঁকিয়ে বসে নি সিরাজের বোলিং-এ। পরবর্তী ওভারে নতুন উদ্যমে দেখা যায় তাঁকে। দেবদত্ত পাডিক্কালকে বোল্ড করেন তিনি। পাওয়ার-প্লে’তে সিরাজকে তিন ওভার ব্যবহার করার সিদ্ধান্ত আজ নিয়েছেন শুভমান গিল। অধিনায়কের আস্থার দামও দিলেন বেঙ্গালুরুর প্রাক্তনী। নিজের তৃতীয় ওভারে শেষমেশ ফেরান সল্টকে। এবার অন্যের ভরসায় না থেকে সরাসরি বোল্ড করেন ইংল্যান্ড ব্যাটারকে।
দেখুন ভিডিও-
Also Read: IPL 2025: পাঞ্জাবের বিরুদ্ধে হেরেই ক্লাস লাগলো ঋষভ পন্থের, লাইভ ক্যামেরায় আঙ্গুল তুললেন সঞ্জিব গোয়েঙ্কা !!