IPL 2025: আগামী ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম। ফ্র্যাঞ্চাইজি লীগের প্রথম দুই সপ্তাহ মাঠে দেখা যাবে না জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah)। টিম ইন্ডিয়ার তারকা পেসার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। খেলতে পারেন নি চ্যাম্পিয়ন্স ট্রফি। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চলছে তাঁর রিহ্যাব। আগের চেয়ে ভালো রয়েছেন তিনি, কিন্তু বিসিসিআই সূত্রে খবর যে ম্যাচ ফিট হয়ে উঠতে এখনও খানিকটা সময় লাগবে বুমরাহ’র। আসন্ন আইপিএলের (IPL) প্রথম দুই সপ্তাহে অন্তত তাঁর মাঠে নামার কোনো রকম সম্ভাবনা নেই। এক নম্বর বোলিং অস্ত্রকে ছাড়াই মাঠে নামতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। গোটা দেশ যখন তাঁর প্রত্যাবর্তনের প্রতীক্ষায়, তখন আচমকাই পেস তারকার গলায় শোনা গেলো অবসরের কথা। ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।
Read More: স্টেডিয়ামে প্রকাশ্যে বান্ধবীকে চুম্বন চাহালের, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!
বাস্তবে এক্ষুণি ক্রিকেটের বাইশ গজ’কে বিদায় জানাচ্ছেন না বুমরাহ (Jasprit Bumrah)। ড্রিম ইলেভেনের বিজ্ঞাপনেই মজার ছলে অবসরের কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগকে ফোকাসে রেখে যে বিশেষ বিজ্ঞাপন বানিয়েছে ফ্যান্টাসি গেমিং সংস্থা, সেখানে বুমরাহ’র সাথে রয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। রয়েছেন হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin) ও ঋষভ পন্থ’ও। শুধু ক্রিকেট দুনিয়ার সুপারস্টাররা নন, এবার টিনসেল টাউনের নক্ষত্রদেরও দেখা যাবে বিজ্ঞাপনে। রয়েছেন আমির খান (Aamir Khan) ও রণবীর কাপুর। ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে জ্যাকি শ্রফকে। বিজ্ঞাপনের একদম শুরুতে রণবীর কাপুর’কে আরেক বলিউড স্টার রণবীর সিং-এর সাথে গুলিয়ে ফেলেন আমির। তা থেকেই শুরু হয় দু’জনের মৌখিক যুদ্ধ।
শেষমেশ ইগোর লড়াই থামাতে আসরে নামতে হয় রোহিত শর্মাকেই (Rohit Sharma)। বিজ্ঞাপনে ভারত অধিনায়ককে দেখা গিয়েছে মধ্যস্থতাকারীর ভূমিকায়। ঋষভ পন্থকে নিয়ে আমির ও রণবীরের দড়ি-টানাটানি যখন চরমে তখন হার্দিক প্রশ্ন করেন বুমরাহ’কে, “কিরে তুই কার দলে যোগ দিবি?” টিম ইন্ডিয়ার পেস তারকা বলেন, “এর চেয়ে ভালো অবসরই নিয়ে নিই।” বিজ্ঞাপন শেষ হয় বুমরাহ’র মন্তব্যের পরেই। আজই প্রকাশ পেয়েছে বিজ্ঞাপনটি। নিজের ট্যুইটার প্রোফাইলে তা শেয়ার করেছেন রোহিত। এর মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তা। ভিউসংখ্যা পেরিয়েছে আট লক্ষ। ৩৬ হাজারেরও বেশী নেটিজেন বিজ্ঞাপনটিতে এঁকে দিয়েছেন পছন্দ চিহ্ন। রিট্যুইট হয়েছে পাঁচ হাজারের বেশী। ‘মাঠের পাশাপাশি ক্যামেরার সামনেও আমাদের ক্রিকেটাররা সেরা,’ প্রতিক্রিয়া দিয়েছেন এক নেটনাগরিক। ‘দারুণ উপভোগ্য এক বিজ্ঞাপন,’ মন্তব্য আরেকজনের।
দেখে নিন বিজ্ঞাপনটি-
Rivalries ka season ek baar phirse shuru hogaya hai 🔥🔥
Sides chunne ke liye ready ho na? 😁@Dream11 #AapkiTeamMeinKaun #Ad #Collab pic.twitter.com/MoJTx4Y5hH— Rohit Sharma (@ImRo45) March 12, 2025