ipl-2025-bcci-arranges-train-for-dc-pbks-players

IPL 2025: আইপিএলের (IPL) আঠারো বছরের ইতিহাসে এই প্রথম নিরাপত্তাজনিত কারণে মাঝপথে ভেস্তে গেলো ম্যাচ। অপারেশন সিন্দুরের পর ভারত-পাক উত্তেজনার আবহে উত্তরভারতের ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লী ক্যাপিটালস (PBKS vs DC) দ্বৈরথ আয়োজন ঠিক কতটা যুক্তিযুক্ত তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিলো। কেন্দ্রীয় সরকারের তরফে কোনো বিশেষ নির্দেশাবলী না থাকায় ম্যাচের দিনক্ষণ আর বদলায় নি বিসিসিআই। কিন্তু শেষমেশ আর সম্পূর্ণ করা গেলো না খেলাটি। বৃষ্টিতে এমনিতেই এক ঘন্টা দেরীতে শুরু হয়েছিলো ম্যাচ। পাঞ্জাব ইনিংসের ঠিক মাঝপথে নিভে যায় মাঠের আলো। প্রথমে একটি ও পরে আরও দু’টি বাতিস্তম্ভ নিষ্প্রদীপ হয়ে পড়ে। সম্প্রচারকারী সংস্থা শুরুতে যান্ত্রিক গোলযোগের কথা জানালেও কিছুক্ষণের মধ্যেই সামনে আসে সত্যিটা। জানা যায় যে পাক ড্রোন হামলার আশঙ্কা থেকেই নেওয়া হয়েছে ব্ল্যাক-আউটের সিদ্ধান্ত।

Read More: BREAKING NEWS: যুদ্ধের আবহে নিভলো বাতিস্তম্ভ, ধর্মশালায় পরিত্যক্ত পাঞ্জাব কিংস বনাম দিল্লী ক্যাপিটালস ম্যাচ !!

ট্রেনে ধর্মশালা ছাড়বেন ক্রিকেটাররা-

Blackout in Dharamshala | IPL | Image: Getty Images
Blackout in Dharamshala | IPL | Image: Getty Images

গত মঙ্গলবার ভোররাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডে মোট ৯টি জায়গায় মিসাইল হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। ধ্বংস হয় একের পর এক জঙ্গিঘাঁটি। অতর্কিত আক্রমণ রোখার কোনো সুযোগই পায় নি পাকিস্তান। সন্ত্রাসদমন অভিযানের পরেই পাক প্রত্যাঘাতের আশঙ্কায় উত্তর ও পশ্চিম ভারতের ১২ টি বিমানবন্দরে যাত্রীবাহী বিমানের ওঠানামা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিলো। সেই তালিকায় নাম ছিলো ধর্মশালারও। পাঞ্জাব ও দিল্লী দলের ক্রিকেটাররা বিমানবন্দর বন্ধ হওয়ার আগেই ধর্মশালা পৌঁছে যাওয়ায় ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছিলো ক্রিকেট নিয়ামক সংস্থা। পরিত্যক্ত হয়েছে ম্যাচ। দুই প্রতিবেশী দেশের মধ্যে চলতে থাকা গোলাগুলির কারণে এখনও বন্ধ বিমানবন্দর। আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া ধর্মশালা থেকে ক্রিকেটারদের বের করে আনতে ট্রেনের ব্যবস্থা করেছে বোর্ড।

পাঞ্জাব কিংস ও দিল্লী ক্যাপিটালস (PBKS vs DC) দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নিরাপদে দিল্লী ফেরাতে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। ধর্মশালার নিকটবর্তী রেল স্টেশন উনা। হিমাচল প্রদেশের শৈলশহর থেকে উনা অবধি কে এল রাহুল, শ্রেয়স আইয়াররা আসবেন সড়ক পথে। তারপর একটি বিশেষ বন্দে ভারত ট্রেনে তাঁদের ফিরিয়ে নিয়ে আসা হবে দিল্লী। আপাতত সেখানেই থাকবেন ক্যাপিটালস (DC) শিবিরের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা। ১১ তারিখ সন্ধ্যেবেলা অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। পাঞ্জাবকে পাড়ি দিতে হবে আহমেদাবাদ। মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে হবে তাদের। পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (PBKS vs MI) ম্যাচটিও ধর্মশালাতে হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা আগেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্থানান্তরিত করা হয়েছিলো।

সরছে ম্যাচ, ঘোষণা BCCI-এর-

ম্যাচ ভেস্তে যাওয়ায় জটিল প্লে-অফের অঙ্ক-

PBKS vs DC | IPL | Image: Getty Images
PBKS vs DC | IPL | Image: Getty Images

আজকের ম্যাচ ভেস্তে যাওয়ায় জটিল হয়ে উঠলো আইপিএলের (IPL) প্লে-অফের অঙ্ক। পাঞ্জাব কিংস (PBKS) সুবিধা পেলেও চিন্তা বাড়লো দিল্লী ক্যাপিটালসের। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই থাকলো প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। বাকি থাকা দু’টি ম্যাচের মধ্যে একটিতে জিতলেই শেষ চার নিশ্চত হয়ে যাবে তাদের। অন্যদিকে ১২ ম্যাচে দিল্লীর (DC) পয়েন্ট সংখ্যা দাঁড়ালো ১৫। আজ জিতলে প্রথম চারের মধ্যে জায়গা করে নিতে পারতেন অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেলরা। কিন্তু পয়েন্ট ভাগাভাগি হওয়ায় তাঁরা আটকে রইলেন পাঁচ নম্বরেই। অন্যান্য দলের ফলাফলের দিকে না তাকিয়ে সরাসরি শেষ চারের যোগ্যতা অর্জন করতে হলে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সের মত দুই হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে বাকি থাকা দু’টি ম্যাচেই জয় পেতে হবে কে এল রাহুলদের।

Also Read: IPL 2025: কলকাতার পর বোমাতঙ্ক জয়পুরের মাঠেও, আইপিএল ঘিরে জমেছে অনিশ্চয়তার মেঘ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *