ipl-2025-bairstow-big-money-move-to-mi

IPL 2025: অপারেশন সিঁদুর ও তৎপরবর্তী ভারত-পাক সীমান্ত সংঘর্ষের কারণে এক সপ্তাহ স্থগিত রাখতে হয়েছিলো আইপিএলের অষ্টাদশতম সংস্করণ। ১৭ তারিখ থেকে ফের টুর্নামেন্ট শুরু হয়েছে ঠিকই, কিন্তু বাধ্য হয়েই ক্রীড়াসূচি পরিবর্তন করতে হয়েছে বিসিসিআই-কে। এর আগে ২৫ মে ফাইনাল হওয়ার কথা ছিলো আইপিএলের (IPL)। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তা হবে ৩ জুন। প্রতিযোগিতা এক সপ্তাহ বাড়তি চলায় প্লে-অফের আগেই ভারত ছাড়তে বাধ্য হচ্ছেন বিদেশী তারকারা। জাতীয় দলের খেলা রয়েছে তাঁদের। এমতাবস্থায় ঘোর সঙ্কটে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। শেষ চারে পা রাখলে উইল জ্যাকস, রায়ান রিকলটন ও করবিন বশ’কে পাবে না পাঁচ বারের চ্যাম্পিয়নরা। বাধ্য হয়েই তাই তড়িঘড়ি তিন বিদেশীর বিকল্প খুঁজতে হয়েছে তাদের। আর তার জন্য খরচ করতে হয়েছে বিপুল পরিমাণ অর্থ।

Read More: IPL 2025: “সব কৃতিত্ব কেড়ে নিয়েছিলো…” গম্ভীরকে চরম কটাক্ষ গাওস্করের, প্রশংসায় ভরালেন শ্রেয়স আইয়ারকে !!

আকাশছোঁয়া দাম বেয়ারেস্টো’র-

Jonny Bairstow | IPL | Image: Getty Images
Jonny Bairstow | IPL | Image: Getty Images

৫.৭৫ কোটি টাকায় ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসকে (Will Jacks) দলে নিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স। ২৬ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে লীগ পর্বের শেষ ম্যাচটির পর দেশে ফিরে যেতে হচ্ছে তাঁকে। যদি হার্দিক-রোহিত’রা প্লে-অফের যোগ্যতা অর্জন করেন তাহলেও স্পিন বোলিং অলরাউন্ডারকে এই মরসুমে আর দেখা যাবে না আইপিএলের আঙিনায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজে ডাক পেয়েছেন তিনি। জ্যাকসের বদলি হিসেবে উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারেস্টোকে (Jonny Bairstow) সই করিয়েছেন মুকেশ আম্বানিরা। বিশেষজ্ঞদের চোখ কপালে তুলে দিয়েছে তাঁর প্রাইস ট্যাগ। প্রথম কোয়ালিফায়ার বা এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল মিলিয়ে সর্বোচ্চ তিনটি ম্যাচ মুম্বইয়ের (MI) জার্সিতে খেলতে পারেন বেয়ারেস্টো। তার জন্য ইংল্যান্ডের তারকা নিচ্ছেন ৫ কোটি ২৫ লক্ষ টাকা। অর্থাৎ ম্যাচ প্রতি পাচ্ছেন ১ কোটি ৭৫ লক্ষ।

১১ জুন থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের স্কোয়াডে রয়েছেন রায়ান রিকলটন ও করবিন বশ। ফলে আইপিএল (IPL) অসমাপ্ত রেখেই দেশে ফিরতে হচ্ছে তাঁদেরও। বিকল্প হিসেবে ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লিসন ও শ্রীলঙ্কার ব্যাটার চরিথ আশালঙ্কাকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও তাঁদের নিতে বেয়ারেস্টো’র মত বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয় নি মুকেশ আম্বানিদের। তিন ম্যাচের জন্য গ্লিসন (Richard Gleeson) পাচ্ছেন ১ কোটি টাকা। চেন্নাই সুপার কিংসের হয়ে গত বছর আইপিএল (IPL) খেলতে দেখা গিয়েছিলো তাঁকে। এবার হার্দিক’রা প্লে-অফের যোগ্যতা অর্জন করলে তাঁকে দেখা যেতে পারে মুম্বই ইন্ডিয়ান্সে জার্সিতে। আর আশালঙ্কাকে দলে নেওয়া হয়েছে .৭৫ লক্ষ টাকার বিনিময়ে। লঙ্কান অধিনায়ক প্রথমবার পা রাখছেন আইপিএলের দুনিয়ায়।

তিন তারকাকে স্বাগত জানিয়েছে MI-

IPL-এর জন্য প্রস্তুত বেয়ারেস্টো-

Jonny Bairstow | IPL | Image: Getty Images
Jonny Bairstow | Image: Getty Images

সানরাইজার্স ও পাঞ্জাব কিংসের হয়ে গত ছয় বছর নিয়মিত আইপিএল (IPL) খেলেছেন জনি বেয়ারেস্টো (Jonny Bairstow)। তবে এবারের মেগা নিলামে অবিক্রিত ছিলেন তিনি। মরসুমের শেষলগ্নে ভাগ্যে শিকে ছেঁড়ায় উচ্ছ্বসিত তিনি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ব্যক্ত করেছেন নিজের অনুভূতি। ইংল্যান্ড তারকা লিখেছেন, “অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতে চাই যে আইপিএল মরসুমের বাকি অংশের জন্য আমি মুম্বই ইন্ডিয়ান্সে যপগ দিচ্ছি। এই সিদ্ধান্তগুলো কখনোই খুব সোজাসাপ্টা হয় না। এই বছর ইয়র্কশায়ার’কে নেতৃত্ব দেওয়ার সুযোগটা আমি উপভোগ করছিলাম। ক্লাব যে পরিস্থিতিটা বুঝতে পেরেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার সমর্থন সবসময় ওদের সাথে থাকবে। ফিরে আসার জন্য মুখিয়ে থাকবো। এটা একটা দুর্দান্ত সুযোগ। মুম্বই ইন্ডিয়ান্সের যাত্রাপথে অবদান রাখতে প্রস্তুত। ”

দেখুন বেয়ারেস্টো’র ইন্সটাগ্রাম স্টোরিটি-

Also Read: IPL 2025: প্লে-অফের আগে বিরাট রদবদল মুম্বই স্কোয়াডে, একসাথে যোগ দিচ্ছেন তিন নয়া বিদেশী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *